টেলিটকের ৩জি ফ্লাশ রাউটার কিনে বিপাকে…সমাধান প্রয়োজন

সকলকে শুভেচ্ছা জানাই।
অতি উৎসাহী হয়ে কোন কিছু না জেনেই অনেকটা হুতাশ হয়ে খুবই দ্রুত টেলিটকের ৩জি ফ্লাশ রাউটার কিনে ফেললাম। সাথে ব্যাটারী সহ। ভেবে ছিলাম ডাটা ক্যাবল না লাগিয়ে মডেমটি সুইচ টিপে চালু করে দিয়ে পিসিতে নেট চালাবো। এভাবে ২/৩টি পিসির সাথে ওয়াই ফাই এর মাধ্যমে নেট চালাবো।

কিন্তু পরে বুঝতে পারলাম একটু বিলম্বে আর বুঝে শুনে কিনলে এই ভুলটা হতো না। অর্থাৎ টেলিটকের ফ্লাশ রাউটার দিয়ে একই সাথে ১০টি লেপটপে চালানো যাবে, পিসি তে না।
এখন প্রশ্ন হচেছ কিনে তো ফেলেইছি। নতুন করে রাউটার ডিভাইস না কিনে কিভাবে এই মডেমটি দিয়ে একাধিক পিসিতে নেট চালানো যাবে? তাহলে মডেমটি কিনা আমার জন্য সার্থক হতো। এছাড়া অনেকটা উপকৃত হতাম।

সকলকে ধন্যবাদ

Level 0

আমি মিথানল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

রাউটার কি ল্যাপটপ বা পিসি আলাদা করে চিনে? ল্যাপটপে চললে তো পিসিতেও চলার কথা। এটা কি ইউএসবি রাউটার?

Level 0

kto tk nise ar koy gb free dise bro?

    ৪৫০০/-, সাথে ১০ জিবি ফ্রি ছিল

PC মানে ডেস্কটপে আলাদা করে কোন ওয়াইফাই অ্যাডাপ্টার থাকেনা। তাই বাড়তি একটি ওয়াইফাই ইউএসবি অ্যাডাপ্টার কিনতে হয়। আপনি computer source bd এর যেকোনো দেকান থেকে Prolink এর একটি ইউএসবি ওয়াইফাই মডেম/ অ্যাডাপ্টার কিনুন। দাম ১১০০ টাকা । এছাড়া Tp link এর WN7200ND যদি ১৪০০ টাকা দিয়ে ঢাকা থেকে কিনতে পারেন তবে সব থেকে ভাল হয়।

বাজারে ডেস্কটপের জন্য বিশেষ ধরনের ইউএসবি ওয়াইফাই ডিভাইস পাওয়া যায়। এর দাম পড়বে ৫০০ থেকে ৮০০ টাকা। এটা কিনে নিতে পারেন। বিভিন্ন ধরনের ডিভাইস পাওয়া যায়। তার মধ্য থেকে TP-Link সবচেয়ে ভালো। হবে।

দেখি কি করা যায়। এছাড়া অন্য কোন উপায় হলে ভালো হতো

Level New

Buy Wifi card from…market

ওয়ারলেস ল্যান কার্ড কিনেন

ডেক্সটপ এর জন্য ওয়াইফাই এদাপটার বা কার্ড পাউয়া যায়। দাম ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত। ওটা কিনে ডেক্সটপ এ লাগিয়ে নিন। কাজ হয়ে যাবে ।