•*¨*•.¸¸♥¸¸.•*¨*•এবারে মাতিয়া উঠুন বিজ্ঞান আনন্দে•*¨*•জেনে নিন বিজ্ঞানের ৭ টি মজার ম্যাজিক •*¨*•.¸¸♥¸¸.•*¨*•

কি টিটি বিজ্ঞানিরা কেমন আছেন? থাক বলা লাগবে না জানি ভালো।তা এই টিউন দেখছেন কেনো?এটাও বলা লাগবে না বুঝে গেছি।বিজ্ঞান বিজ্ঞান এবং বিজ্ঞান চারিদিকে শুধু বিজ্ঞান।তাহলে টেকটিউনস কেনো বাদ থাকবে।না থাকবে না।যাই হোক এতক্ষন খুব বেশি কথা বলছিলাম।এবার আসল কথায় আসি।কিছু মজার বিজ্ঞানের খেলা নিয়ে আপনাদের মাঝে ফিরে এলাম আশা করছি ভালো লাগবে।ছোট ছোট ৭ টা মজার বিজ্ঞানের খেলা নিয়ে ফিরে এলাম।এগুলো বিভিন্ন বই দেখে আমি নিজে ট্রাই করে পেরেছি।যাই হোক নিচে দেখুন:
১।কাগজের শাপলা:নিচের ছবিতে যেভাবে দেখানো হয়েছে ঠিক সেভাবে একটা কাগজ কাটুন।

দেখুন অনেকটা শাপলা মতো তাই না।এবার ২য় ছবিটার মতো করে সবগুলো ভাজ করুন

এবং ফুলটা পানিতে ভাসিয়ে দিন।কি দেখেছেন ফুলটি যেন দল মেলে ফুটে উঠেছে।

কেন হলো:আসলে কাগজটা ভিজে  যখন পানি কাগজের তন্ত্ত তে প্রবেশ করে তখন সেটা সেখানে একটা চাপ সৃষ্টি করে,সেই চাপ টাই ভাঁজগুলি খুলে দেয়।

___________________________________________________________________________________________________________________________
২।গোপন লেখা:এটা আমার কাছে ভালো ই লেগেছে।কাঁচ আয়না বা অন্য যে কোনো জায়গায় একটা ভিজা কাগজ রাখুন।এবার ভিজা কাগজের উপরে রাখুন আরেকটা শুকনো কাগজ।এখন শুকনো কাগজের উপর বলপয়েন্ট কলম বা শক্ত পেন্সিল  হাতে খুব জোর দিয়ে গোপন লেখাটি লিখুন।এবার উপরের শুকনো কাগজটি ফেলে দিয়ে ভিজা কাগজ টি শুকিয়ে নেন,দেখবেন নিচের কাগজে আপনার গোপন লেখার কোনো চিহ্নই নেই।কিন্ত কাগজটি পানিতে ভাসিয়ে নিলেই লেখাটি আবার বের হয়ে আসবে।
কেনো হয়:গোপন লেখাটি যখন ভিজে কাগজে লেখা হয়েছিল তখন কাগজের সেই অংশটুকু খানিকটা চিপসে গিয়েছিল।পানিতে ভিজারে সেটা স্পষ্ট হয়ে উঠে,কারণ সে অংশ থেকে আলো প্রতিফলিত হয় একটু ভিন্ন ভাবে।

===========================================================================================================================
৩।গোপন খবর(২)।এ পদ্ধটি টা আমার সবচেয়ে ভালো লাগে।প্রথেমে ভিনেগার,লেবুর রস বা পেয়াজের রস দিয়ে কাগজে কিছু একটা লিখে কাগজটা ভালো করে শুকিয়ে নিন।তখন এমনিতে দেখে আর বুঝা যাবে না এখানে কিছু লেখা আছে।কিন্তু গরম আগুনের কাছে কাগজটা ধরলেই লেখাটি বের হয়ে আসবে। 😉
কেনো হয়:ভিনেগার,লেবুর রস বা পিঁয়াজের রস দিয়ে লেখার ফলে কাগজের ঐ অংশটুকু পুড়তে তুলনামুলক ভাবে কম তাপমা্ত্রা প্রয়োজন,তাই আগুনে কাছে ধরার পর কাগজের বাকি অংশ ঠিক থাকলেও লেখা অংশ টুকু পুড়ে গিয়ে গোপন লেখাটি বের করে দিবে!!!

===========================================================================================================================
৪।লিটমাস কাগজ।লিটমাস কাগজ দিয়ে এসিড(যেমন:লেবুর রস) এবং এলকালি (যেমন চুন) পরীক্ষা করা হয়।লিটমাস কাগজ এসিডে চুবিয়ে দিলে সেটা হয় লাল।এলকালিতে চুবালে সেটা হয় নীল।আপনি নিজেও চাইলে এ কাগজ বানাতে পারবেন।একটা সাদা কাগজে কিছু লাল ফুল নিয়ে ভাল করে ঘসে কাগজটা রন্ঙিন করে নিন।সেটা চমৎকার লিটমাস কাগজ হিশাবে কাজ করবে। :]

===========================================================================================================================
৫।নোট ধরা:আপনার যেকোনো বন্ধুকে বলেন তার দুই আংগুলের ফাঁক দিয়ে একটা টাকার নোট নীচে ছাড়বেন সে যেন সেটা ধরার চেষ্টা করে।দেখবেন জীবনেও সে সেইটা ধরতে পারবে না 😛  😛  😛  ।কারন যখন সে দেখবে নোটটি ছাড়া হচ্ছে সে তথ্যটি মাথায় পৌছাতে এবং এবং মষ্তিষ্কের সেটা বুঝে তার আঙ্গুলকে সেটা ধরার নির্দেশ দিতে দিতে খানিকটা সময় নেয়।সে সময়ের মাঝে নোট টা নিচে পরে যায়। :[

===========================================================================================================================
৬।একটা মোটা কিন্তু ছোট মোমবাতি একটা বাতির নিচে লাগিয়ে দিন।এবারে পানি ঢেলে মোমবাতিটি জ্বালিয়ে দিন।ভাবতে পারেন মোমবাতিটা একটু পরে নিভে যাবে কিন্তু আসলে নিভবে না।দেখবেন,মোমবাতিটা তার চারপাশে একটা মোমেরদেওয়াল তৈরি করে তার ভিতরে জ্বলতে থাকবে।

===========================================================================================================================
৭।কাপড়,কাগজ,কাঠে আগুন ধরে।এগুলো দাব্য পদার্থ কিন্তু চিনিতে কি আগুন ধরে???
তাই করা যায় খুব সহজে।এটা আমার দারুন লেগেছে!!!
এটি করতে দরকার:
একটি চিনির কিউব
দেশলাই বাক্স
সিগেরেটের ছাই
চিনির কিউব টাকে ছাই এ বেশ কবার ঘষে  দেশলাই ফস করে জ্বেলে দিলেই  সঙ্গে   সঙ্গে  জ্বলে উঠবে চিনির কিউব!!!!!!!!!
কেনপ হয়েছে:সিগেরেটের ছাই ছিলো বলে চিনিতে আগুন ধরেছে।আর ছাই এখানে প্রভাবক হিসাবে কাজ করেছে।ছাই না থাকলে আগুন জ্বলতই না।

---------------------000000000-------------------

Comment Please

Level New

আমি রাফসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 56 টি টিউন ও 495 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালই হয়েছে ।

ভাই কিউব কি???????

ভাল লিখেছেন। চালিয়ে যান……………

Level 0

রাফসান ভাই, চেস্ঠ করে দেখি কাজ হয় কিনা,ধন্যবাদ………।

    টেংকু।তা কাকে ভালোবাসেন?

খুবই মজা পেলাম এবং এতে অনেক কিছু জানারও আছে। আপনাকে অনেক ধন্যবাদ।।।
Keep moving forward….

শেয়ার করার জন্য ধন্যবাদ।

অনেক ভাল ।

    ওহ!!!!!বাচলাম।মনে করসিলাম আমার টিউন টারে খাইবেন।আগের টিউনে যে থ্রেড দিসেন।ডরাইছিলাম।টেংকু

গোপন লেখা ও খবর, আমি একটা গোয়েন্দা গল্পে পড়ে ছিলাম। আপনার টিউনটা খুবই ভালো হয়েছে। আপনি কি লেখা পড়া করেণ? কোথায়?

    জ্বি ভাই পড়ি।আইডিয়াল ইস্কুল এন্ড কলেগে ক্লাস ৯ এ।

    আমিও ক্লস নাইনে। আপনি দেখি আমার ক্লাস মেট।

দারুন লিখেছ এবং সবগুলো পরীক্ষাই কাজ করে।আরো পড়া শোনা করে আরো এগিয়ে যাবে এই আশা রাখি।

    ভাই কাজ যে করবে সে সম্পর্কে আমি নিশ্চিত

পড়ব। একটু পরে। ভাল। চালায়া যাও

    পড়া হইলে একটা আওয়াজ দিয়েন

আপ্নের আগের টিউনে বিপাশা আপার কমেন্টা দেখ তো ! ওনি মনে হয় তোমার সাইট থেকে গেম ডাউনলোড করতে যেয়ে সামান্য বিরক্ত হয়েছেন।

    আসলে উনি চোখে ইকটু বেশি বা কম দেখেন।তিনি বলেছেন যে ওনেক লিন্ক নাকি মিডিয়াফায়ার আপলোড নাই।এমন কোনো লিন্ক দেখাতে পারবেন কি যেটা মিডিয়া ফায়ার আপলোড নাই।আমার মনে হয় ওনরা মা-বাবার তার চোখের কারনে চিকিতসা নেওয়া দরকার

3নাম্বার টা জানা ছিল

রাফসান ভাই, ৬ নম্বরের এই অংশটুকু বুঝতে পারছি না।
“একটা মোটা কিন্তু ছোট মোমবাতি একটা বাতির নিচে লাগিয়ে দিন।”

*****এই সবাই আমাকে আপনি থেকে তুমি তুমি বলা শুরু করলো করনো 🙁 ।ক্লাস বাড়ানো দরকার।সবাই শুনেন আমি কলেজে পড়ি****

    হে , এবার তোমারে তুমি কইরা বলমু ! আর তোমার রক্তটা একটু গরম মনে হয় !
    (কলেজে পড়ি বললে কাজ হবে না, বলবা আমি ভার্সিটিতে পড়ি, এবার মাস্টার্স দিব, পারলে আরও একটু বাড়াইয়া বলবা । )

    স্বাধীন ভাই আপনি কোন ক্লাসে পড়েন ১ এ না ২ তে???

শেয়ার করার জন্য ধন্যবাদ ভাল হইছে।

Good. But you had to tell the reference in your tune. Some of them you have taken from the book “Bigganer mojar khela” by Dr. Md. Zafar Iqbal.
Carry on. We like magic.