মাস্ট দেখবেন টিউনঃ বাংলাদেশের প্রতিরক্ষা ব্যাবস্থা, তাদের ইন্টারনেট জ্ঞ্যান আর দক্ষতা

হ্যালো গাইজ

Sximul ব্যাক।

গুগলে ফাইটার বিমান দেখছিলাম, আর সেখান থেকেই ঢুকে পড়লাম বাংলাদেশের প্রতিরক্ষা ব্যাবস্থার ওয়েবসাইটে।

শুরুতে বলে নেই, এই আর্টিকেল এ আমি খুব দুর্বল কিছু দেখিয়ে দেব, আর একজন প্রফেশনাল ওয়েব ডেভেলপার হিসেবে আমার কাছে এগুলো খুবি মারাত্ত্বক, যেখন সেটা একটা দেশের প্রতিরক্ষা মন্ত্রানালয় এর ওয়েবসাইট হয়। চলেন শুরু করা যাক।

একেবারে পেইজের উপরে দেখলাম, টাইটেলের নিচে ডিজাইনার ভদ্রলোক কি ওয়ার্ডগুলো দিয়া দিছেন, ভালো বুদ্ধি, যখন আপনি একটা পর্ন সাইট রান করবেন, সার্চ রেজাল্টে উপরে আসবে আরকি।

যদিও ট্যাগলাইনে সাইট সম্পর্কে কিছু লেখার নিয়ম। যাক, এইটা খালি শুরু। ঠিক নিচেই এডসেন্স দেখতে পাইতেছেন ???

আমিও পাইতেছি, একটা দেশের প্রতিরক্ষা মন্ত্রানালয় এর ওয়েবসাইটের এক্কেরে উপরে গুগল এডসেন্স এর এড। সুন্দর না ???

আমি ধাক্কার মত খাইলাম, হায় হায়, এগুলা কি আমাদের সরকারী ওয়েবসাইটে। যাক, একটু নিচে নামতেই দেখি আবার এড !

মান ইজ্জত একটুখানি বাকি রাখার দরকার ছিলো।  যাক, আমি আবার আর্টিকেল পড়ায় মন দিলাম,  পড়তেছি, পড়তেছি।

নিচে কমেন্ট বক্সের দিকে তাকায়া আরেক ধাক্কা !!!!!!!!!!

এনোনিমাস ভাবে, মানে আপনি আপনার পরিচয় গোপন রেখেই কমেন্ট করতে পারবেন। এটা মজার ব্যাপার না, মজার ব্যাপার হইলো, কমেন্ট বক্সের নিচে লাল লেখা টা।

যার ডিজাইন বা যেইখান থেকে আমাদের এই সাইটের ( একটা সরকারী সাইটের ডেভেলপার উনি ) ডেভেলপার থিম/টেমপ্লেট টা লইছেন, তাগো কথা, এটারে মুছার বা এডীট করার বিদ্যা তার ছিলো না মনে কয়।

আমি এই পর্যায়ে হাসা শুরু করছি।

গেলো, আবার ধাক্কা ! আবার এডসেন্স !!!!!!!!! আমি ডাউনলোড সাইটেও এত এড দেই না ভাই, সত্যি !

আমি বাকরুদ্ধ হইয়া গেলাম এই পর্যায়ে।

এখন আপনারা বলবেন, ভাই, কে না কে বানাইছে এই সাইট, আপনি পচাইতেছেন কারে ? উহু ভাই, আমার ও তাই ধারনা হইছিলো, কিত্নু সাইটের ফুটারে অন্য কথা কয়।

দেখেনঃ

দেখতে পাইতেছেন না ??? আমি বলে দেই। বাংলাদেশ ডিফেন্সের কপিরাইট, আর ডিজাইন্ড বাই বাংলাদেশ আর্মি। ও ভালো কথা, একটা হোস্টিং এর টাকা খরচ করা হয় নাই, বানানো গুগলের ফ্রি ব্লগারে। এই ছবিতেও থিম টার এডিট করা হয়নি, তার প্রমান দেখা যাইতেছে।

আর দেখার সাহস হয়নি, এই ভোর রাতে আমি হাসতে কি কান্তে কান্তে মারা যেতে চাই না। সাইট টা যদি, সরকারী না হয়েও থাকে, তাহলে সেটা বাংলাদেশ ডিফেন্স বা আর্মির মত কিছুর কপিরাইট করার সাহস পায় কোথা থেকে ? আর এ ধরনের নিম্নমানের বাজে একটা সাইট আমাদের দেশের ভাবমুর্তিরে কোথায় নিয়ে যাবে আপনাদের কাছে প্রশ্ন থাকলো।

ও হ্যা সাইট টার এড্রেস defencebd.com

আমার নিজের ও ধারনা এটা কোন সরকারী সাইট হয়তো না, আবার ফুটার দেখে নিজেকে ভুল ও মনে হচ্ছে। আমি সঠিক টা জানি না, আমার জানার কথা না, আর ডোমেইন টার হুইজ নিয়ে ঘাটাঘাটি করার আগ্রহ আমার নাই এখন। আমি সুধু চাই, এগুলো, যা আমাদের দেশের আর্মি, প্রতিরক্ষার মত খুব সেন্সিটিভ ব্যাপার নিয়ে কাজ করে অনলাইনে , সেগুলোর উন্নতি হোক। প্রসাসনের নজর পড়ুক এগুলোর উপর।

যদি আমার এ টিউন টা থাকে, আমি থাকি, তাহলে দেখা হবে আবার।

ধন্যবাদ, টিউন একটু আগে ফাজলামি ডট কমে প্রকাশিত,আমার টেকটিউন্স আপডেট পাবেন আমার ফেসবুকে

Level 2

আমি শিমুল শাহরিয়ার। Founder, WebSea Internet Solutions, Dhaka। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 90 টি টিউন ও 497 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ব্র্যান্ড কনসাল্টেন্ট, ফুলস্ট্যাক ডেভেলপার/ডিজাইনার। আমাকে পাওয়া যাবে @ https://ShimulShahriar.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভালো কোন ডেভেলপার দিয়ে বানালেই তো হয়।

Level 0

প্রতিরক্ষা ব্যবস্থাই তো দুর্বল। ওয়েবসাইট আর কি সবল হবে।

Dear শাহরিয়ার শিমুল brother, You are wrong. For your kind information, that is not Govt. defense site.

At present, every govt. website is attached with .GOV.BD For example:
Our defence ministry: http://www.mod.gov.bd
Our Armed Forces Division: http://www.afd.gov.bd

The official website of Bangladesh Army: http://www.army.mil.bd
The official website of Bangladesh Navy: http://www.navy.mil.bd

Sorry Brother, Eita kono Gov: Site Na. Gov: Site Hole .bd Thakto.
Ex: http://www.army.mil.bd/
http://www.afd.gov.bd/
http://www.police.gov.bd/
http://www.baf.mil.bd/
http://www.rab.gov.bd/
http://www.bangladesh.gov.bd/
http://www.pmo.gov.bd/
Asa kori 100% Sure na hoye Eirokom Tune R Korben na,
Thank You.

Level New

আমার মনে হয় এটি বাংলাদেশ আর্মির সাইট না । তবে বাংলাদেশ আর্মির রিয়াল সাইটটিও আমার কাছে নড়বরে মনে হচ্ছে। দেখে নিতে পারেন : http://www.army.mil.bd/

vai apanr phone number ta comment or email kore 1tu den plzzzzz @ শাহরিয়ার শিমুল

সরকারী মাল , আমি ধরি তুই ডাল

এটি অবশ্যই অফিসিয়াল না । ডোমেইন দেখেই তা বুঝা যায় । তবে কথা হলঃ সাইটটি আর লোড হচ্ছে না ।

দুঃখিত । এটি লোড হয়ছে । দেখতে অনেকটা অফিসিয়াল অফিসিয়াল লাগে । তবু আমি বিশ্বাস করি এটি তা নয় ।

উইকিপিডিয়া থেকে পেলামঃ
বাংলাদেশ সশস্ত্রবাহিনীঃ http://www.bdmilitary.com
বাংলাদেশ সেনাবাহিনীঃ http://www.army.mil.bd/
বাংলাদেশ নৌবাহিনীঃ http://www.bangladeshnavy.org/
বাংলাদেশ বিমানবাহিনীঃ http://www.baf.mil.bd/

দেশ টা কি এতই গরিব হইয়া গেল নাকি সরকারি সাইট এ এত এড নাহ ! এইটা অফিশিয়াল মনে হইতাসে না কিন্তু কপিরাইট যে ??

kon dashe asire vai?????????

Sorry Brother, Eita kono Gov: Site Na. Gov: Site Hole .bd Thakto.
Ex:
http://www.army.mil.bd/
http://www.afd.gov.bd/
http://www.police.gov.bd/
http://www.baf.mil.bd/
http://www.rab.gov.bd/
http://www.bangladesh.gov.bd/
http://www.pmo.gov.bd/
Asa kori 100% Sure na hoye Eirokom Tune R Korben na,
Thank You.

যেই দেশের সরকার ইন্টারনেট, গ্যাস, ইলিশ সহ আরও মুল্যবান সম্পদ টাকার জন্য পাচার করে তাদের কাছ থেকে ডিফেঞ্ছ এর মত ওয়েব সাইট থাকা টাই তো বিশাল ব্যাপার । পাশের দেশের মোবাইল অপারেটর ৫০০ রুপির নেট নিলে ৫ জিবি ফ্রী দেয় আর আমরা ৫০০ টাকায় ৪ জিবির আশা করা তাও যেন সাহসের ব্যাপার হয়ে দাড়ায় । তাই তো সরকারের খ্যামতা নাই যে কিছু টাকা খরচ করে ভালো সাইট বানাবে । আর বানলেই বা কি হবে যেখানে প্রকাশ্যে খুন ও কোন বড় অন্যায় নয় সেখানে কি আর পেন্টাগনের মত সিকিউরিটির কোন দরকার আছে ???????

    @মাহফুজুর রহমান বিপ্লব: ঠিক

আরে ধুর এগুলা তো কিছুই না,আমাগো দেশের ৬০ সরকারী ওয়েবসাইট vulnerable for hacking. এমন কি mil.bd আমাগো দেশে নাকি এতো বড় বড় হ্যাকার আছে !! তারা সারাদিন বইসা বইসা অন্য দেশের ওয়েবসাইট হ্যাক না কইরা নিজে গো দেশের webadmin রে warn বা নিজেরাই secured করে না কেন?? ফেইসবুক এ তো এক এক জনের পাট দেকলে মনে হয় ওরা ই বাংলাদেশের IT মিনিস্টার
╔══╗─╔═════╦══╗
║──║─║──║──║──║
║──║─║──║──║──║
║──╚═╣──║──║──╚═╗
║────║─────║────║
╚════╩═════╩════╝
LOⓁ

আমি আর কিতা কইতাম রে ভাই

Level 0

এইটা বাংলাদেশ!কাজেই এর প্রতিরক্ষা ওয়েবসাইট পেন্টাগনের মত সিকিউরড হবে না এটাই স্বাভাবিক!!

সরকারি সাইটের ডোমেইন সবসময় কান্ট্রি লেভেল ডোমেইন হয়।

কাজের উপযোগী তথ্যবহুল একটি পোস্ট। শেয়ার করার জন্য ধন্যবাদ। হ্যা আপনার সাথে সহমত। এখানে শুধু ডিফেন্স সাইট নয় অন্যান্য সরকারী সাইটের অবস্থা করুন যেমন প্রটেকশন দূর্বল, ডিজাইন-ইন্টারফেস বোধগম্য নয়, হোস্ট সার্ভার উন্নত নই, ধীর গতি সম্পন্ন সহ আরো কত কি!! গতকালকে রাকাবের সাইটে প্রবেশ করতে গিয়ে দেখলাম তাদের ব্যান্ডউইথ শেষ হয়ে গেছে। পরিশেষে আপনি যে সাইটের লিংকটি শেয়ার করেছেন তাহা সরকারী সাইট কিনা তা আমার জানা নাই। তবে যতটুকু জানি সরকারী সাইটগুলো ডট কম.বিডি এক্সটেশন যুক্ত থাকে। যাইহোক আরো ভাল কিছু পোস্ট পাবার অপেক্ষাতে থাকলাম।

Level 2

গুরুত্বপূর্ণ জিনীস নিয়ে আলোচনা করেছেন শিমুল ভাই। আপনি শুধু একটি সাইট নিয়েই আলোচনা করেছেন। কিন্তু সরকারী প্রত্যেকটি সাইটের অবস্থা প্রায় একই। এগুলো নিয়ে বেশি আলোচনা করলে হয়তো আবার তথ্য প্রযুক্তি আইনে দিয়ে দেবে এটাই ভয়। তাই দেশের ভালটা নিয়ে আলোচনা করতেও মাঝে-মধ্যে ভয় হয়।

Level 0

ভাই না জেনে নিজের দেশ কে বদনাম করবেন না

Level New

” I like it.” spaming korlam, ami bangalee to bojonne kere? 😛

Level 0

এটা একটা fajlami টিউন । সাইট দেখলেই তো বুঝা যায় এটা প্রতিরক্ষা বেবস্থা এর সাইট না । http://www.mod.gov.bd দেখলেই তো হত ।