কোন প্রকার সফট ছাড়া আপনার মাদারবোর্ডের ড্রাইভার ডাউনলোড করে নিন ( আরামে থাকুন)

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

টেকটিউন্স এর সহযোগিতায় আমি ১টা ট্রেনিং সেন্টার দিলাম, যা শিখছি সব টেকটিউন্স থেকে, আর আমার কিছু কিছু কাস্টমার আছে ল্যাপটপ আর পিসি জনিত সমস্যা নিয়ে, আর এমন সমস্যা দেখা দেয় তখন Windows না দিয়ে পারা যায় না! আর Windows দিতে গিয়ে তখন পড়ি মহা বিপতে ডাউনলোড করতে হয় ড্রাইভার, বেশির ভাগই লোকই ড্রাইভার সিডি হারিয়ে ফেলেন, আমি আগে 3DP Chip দিয়ে ড্রাইভার ডাউনলোড করতাম, আর এই স্ফট দিয়ে কিছু ল্যাপটপ আর পিসির ড্রাইভার ডাউনলোড হয় না । তাই গুগল মামাকে কাজিয়ে লাগিয়ে পেয়ে গেলাম সমাধান, তখন ভাবলাম টেকটিউন্স এর বন্ধুদের না জানালে নয়, তাই আজ পোস্টই লেখা।

প্রথমে আপনি আপনার পিসি আর ল্যাপটের এর মডেল নাম্বার লিখে রাখুন তারপর এখানে ক্লিক করুন তাহলে নিচের মত আসবে আমি ল্যাপটের এর ড্রাইভার ডাউনলোড করব তাই Notebook এর ক্লিক করলাম।

এবার আপনার ল্যাপটের এর ব্যান্ড অনুযায়ী নামে ক্লিক করুন,আমি ASUS এর ড্রাইভার নামাব তাই Asus এ ক্লিক করলাম।

এখন আসুসের বিভিন্ন মডেল শো করবে আপনি আপনার মডেলটি খুঁজে ক্লিক করুন।

এবার অপারেটিং সিস্টেম সিলেক্ট করুন যেটি আপনি বর্তমানে ব্যবহার করছেন।

তাহলে নিচে অনেক ড্রাইভার শো করবে আপনার কাঙ্গিত ড্রাইভার টি সিলেক্ট করে Download করে নিন।

ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না, আজ এই পর্যন্ত।
আল্লাহ হাফেজ।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন ভাই !!! চালিয়ে যান …।।

সাইটটা কাজে লাগবে ব্যাপক
Thankss

হোছাইন ভাই । আমি Toshiba Satellite C850-A795 মডেলের ল্যাপটপ ব্যাবহার করি আমার ৪টা ড্রাইভ পাচ্ছিনা। আমাকে একটু হেল্প করনে । কি করব এখন । জানান তাহলে উপকার হত।

ভাইয়া , driver pack solution 13 or 14 , or 15 highly compressed ( ৩০০ এমবি এর নিচে ) এবং microsoft word 2014 highly compressedএর ডাউনলোড লিংক দিতে পারবেন? আর প্লিজ মিডিয়াফারারে দিয়েন না , ওইখানে আমি ডাউনলোড করতে পারি না ,অরধেক হইয়া বন্ধ হইয়া জায়

    @ওয়ার্ডপ্রেস এক্সপার্ট: ৬০০ / ৭০০ এমবি তে driver pack solution পাওয়া গেলেও ডাউনলোড দিব ।

    @ওয়ার্ডপ্রেস এক্সপার্ট: ধন্যবাদ ভাই মন্তব্যর জন্য @ না আমার কাছে এগুলো highly compressed নেই।

নিঃসন্দেহে প্রিয়তে রাখার মতো কিছু।

thanks….nice post

দারুন ভাই !!! সাইটটা কাজে লাগবে ব্যাপক
Thankss

জমপেশ একটা সাইট দিছেন, ধন্যবাদ 😀

    @অদৃশ্যলোক: জমপেশ এটা আবার কি ভাই @ ধন্যবাদ দিয়েছেন এতে খুশি @ সাথে থাকুন।

Toshiba Satellite C850-A795 মডেল ল্যাপটপ আপনার দেয়া সাইটে খুজে পাচ্ছিনা । দয়াকরে আমাকে Toshiba Satellite C850-A795 মডেল ল্যাপটপ এর জন্য কোন লিঙ্ক যাব যদি দিতেন তাহলে ভালো হত।

Level 1

রেখে দিলাম PDF & প্রিয়তে 🙂

ভাই,
সাইটি ততোটা কাজের না। পুরনো কোন ড্রাইভার সফট পাওয়া যায় না। এই সেমন সাটল এক্স পিসি তৈরি-২০০৩ মেইড ইন তাইওয়ান। এমন কোন সাইটের কথা বলুন যাাতে সব পাওয়া যাবে।

ভাই,
কোন পিএইচপি, মাইএসকিউএল, সিএমএস ইত্যা;দি জ্ঞান ছাড়া ডাটাবেস ওয়েব সাইট তৈরি করা যায় কিনা। এবং এতে কোন হোস্টিং, ডোমেইন ঝামেলা্ও নেই অর্থ্যাৎ এমন কোন ওয়েব সাইট আসে কিনা যারা এসব সুবিধা দিয়ে থাকে। এক্ষেত্রে ঐ ওয়েব সাইট শুধু ডাটাবেস ওয়েব সাইট তৈরির ক্ষেত্রে টুল ব্যবহারের সুযোগ দিবে। যেমন- টেলিটকের শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য যে অনলাইন ফরম পূরণ করতে হয় ঐ রূপ ডাটাবেস সাইট বা শিক্ষার্থীদের টেবুলেশন যা অনলাইনের মাধ্যমে প্রকাশ করা সম্ভব।

ধন্যবাদ ভাইয়া!!!
আরও চাই

Level 0

দুঃখের বিষয় সবগুলো পেজ খুঁজেও আমার HP Pavilion G4 2219 TU’র মডেল টি পেলাম না।দয়া করে জানাবেন কোণ পেজ এ আছে @ Hossain Ahmed…

হোছাইন ভাই,
ভালো লাগলো। পরে এক সময় করে রাখতে হবে।
ধন্যবাদ।

হেল্প হেল্প হেল্প

পিসিতে কি কোন sim দিয় ফ্রি চালান কও।আমি পারছি না কেউ আমাকে হেল্প করেন।আমাকে একটা মিছ দিয়েন আমি কল দিবো। 01685191831

ধন্যবাদ ভাই

অনেক ধন্যবাদ ভাই।

আমারটা Compacq CQ43 এটার ড্রাইভার খুজে পেলামনা।

ভাইয়া ক্যামন আসেন আপনার সব টিউন গুলোই খুব ভাল হয়।তবে এবার আমি আমার সমাধান টা পেলাম না। আমার Aspire E1-572G এর AMD Radeon R7 M 265 এর Driver টা পাচ্ছি না একটু হেল্প করবেন ।

Level 0

hp probook 450g1 model ar driver to paitase na

ami hp 15-r062tu model er driver khuje pachhina…help me..