এ বছরের আলোচিত প্রযুক্তি সমূহ

আহ্মেদ ইফতেখার
কম দামের অভিনব মাইক্রোস্কোপ ফোল্ডস্কোপ হাতে উদ্ভাবক

বিশ্বব্যাপী প্রযুক্তিবিশ্ব এগিয়ে চলেছে তুমুল গতিতে। নতুন বছরে এসে কোন প্রযুক্তির দেখা পাবো তা নিয়ে আমাদের কৌতূহলের শেষ নেই।
চলতি বছর বাজার মাত করেছে নানা ধরনের প্রযুক্তি। প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর নতুন নতুন প্রযুক্তিপণ্য আমাদের জীবনে যোগ করেছে নতুন মাত্রা।
২০১৪ সালে উদ্ভাবিত এমন সম্ভাবনাময় প্রযুক্তিপণ্যের একটি তালিকা প্রকাশ করেছে প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবল ডটকম। বিস্তারিত নিয়ে লিখেছেন আহমেদ ইফতেখার

ফোল্ডস্কোপ
চলতি বছরের মার্চে স্ট্যানফোর্ডের বায়োপ্রকৌশলী মানু প্রকাশ উদ্ভাবন করেন ১ ডলারেরও কম দামের অভিনব মাইক্রোস্কোপ ‘ফোল্ডস্কোপ’। কয়েক স্তরে সাজানো কাগজের কাঠামোয় মাইক্রো লেন্স জুড়ে দিয়ে তৈরী করা হয়েছে ফোল্ডস্কোপটি। যেকোনো বস্তু দুই হাজার গুণ পর্যন্ত বড় করে দেখাতে সম ফোডস্কোপ।
খরচ কম হওয়ায় শিশুরাও এটি ব্যবহার করতে পারবে। দুর্গম অঞ্চলের গবেষণায় বিজ্ঞানীদেরও কাজে আসবে এই ফোডস্কোপ।
হিয়ারিং এইড
চলতি বছরের ফেব্র“য়ারিতে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে আন্তর্জাতিক বাজারের জন্য উন্মুক্ত করা হয় ‘হিয়ারিং এইড’ ডিভাইসটি। এটি ব্লুটুথের মাধ্যমে স্মার্টফোনের সাথে সংযুক্ত থাকে। এর ফলে স্মার্টফোন থেকেই এই হিয়ারিং এইডের ভলিউম নিয়ন্ত্রণ করতে পারেন ব্যবহারকারী। আইফোনের জন্য তৈরী নতুন ‘হিয়ারিং এইড’ হলো রিসাউন্ডলিনক্স। অন্যদের সামনে হাত কানের কাছে নিয়ে ইয়ারফোন নিয়ন্ত্রণের ব্যাপরটি কারো অস্বস্তির কারণ হলে এই ডিভাইস তার জন্য সমাধান। স্থানভেদে আলাদা ভলিউম সেটিং ঠিক করার ফিচারও রয়েছে এই ডিভাইসটিতে।
টেলিবট রোবট
শারীরিক তিগ্রস্ত পুলিশ ও সামরিক বাহিনীর সদস্যদের টহল অফিসার হিসেবে কাজ করার সুবিধার্থে ফোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিসকভারি ল্যাবে একদল শিার্থী তৈরি করেছে প্রোটোটাইপ রোবট ‘টেলিবট’। এটি ছয় ফুট লম্বা, ওজন ৭৫ পাউন্ড। টেলিবটকে নিয়ন্ত্রণ করার জন্য একজনকে একটি ওকুলাস রিফট হেডসেট, মোশন ট্র্যাকিং পোশাক, বাহুবন্ধনী এবং এক জোড়া মোশন সেন্সর গ্লাভ ব্যবহার করতে হয়।
ইনস্ট্যান্ট নেটওয়ার্ক মিনি
চলতি বছরের ফেব্র“য়ারিতে ভোডাফোন ফাউন্ডেশন উন্মোচন করে ব্যাকপ্যাকে নিয়ে ঘুরে বেড়ানোর মতো বহনযোগ্য মোবাইল নেটওয়ার্ক ডিভাইস ‘ইনস্ট্যান্ট নেটওয়ার্ক মিনি’। এর ওজন মাত্র ২৫ পাউন্ড। ডিভাইসটি নেটওয়ার্ক সংযোগ স্থাপনে সময় নেয় ১০ মিনিট, যা দুর্যোগ মোকাবেলাকারীদের কাজে আসবে। ‘ইনস্ট্যান্ট নেটওয়ার্ক মিনি’ একই সাথে ১০০ মিটার দূরত্বের মধ্যে পাঁচটি ফোন কল ও এসএমএস করা যায়।
ুদ্র ন্যানোমোটর
টেক্সাসের একদল গবেষক উদ্ভাবন করেছেন লবণের কণার থেকেও ৫০০ ভাগ ছোট একটি ন্যানোমোটর। এটি একটানা ১৫ ঘণ্টা একটি জেট ইঞ্জিনের সমান দ্রুততায় (১৮ হাজার আপিএম) ঘুরতে পারে। আশা করা হচ্ছে অদূরভবিষ্যতে এ ধরনের ন্যানোমিটার ব্যবহার করে মানবশরীরে ক্যান্সার কোষ ধ্বংসকারী ওষুধ সরবরাহ করা সম্ভব হবে।
রোবটিক বডি সুট
২৯ বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী হুলিয়ানো পিন্টো চলতি বছর অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপের প্রথম কিকটি দেন একটি মস্তিষ্ক নিয়ন্ত্রিত রোবটিক বহিরাবরণ (এক্সোসুট) পরে। এটি তৈরি করেছেন ডিউক ইউনিভার্সিটির প্রফেসর মিগেল নিকোলেলিসের নেতৃত্বে একটি দল। বিজ্ঞানীরা আশা করছেন এ ধরনের মস্তিষ্ক নিয়ন্ত্রিত এক্সোস্কেলেটন ব্যবহার করে অদূরভবিষ্যতে হুইল চেয়ারের সীমাবদ্ধতা থেকে মুক্তি পেতে পারবেন শারীরিক প্রতিবন্ধীরা।
ইনটেলের হুইলচেয়ার
‘ইনটেল কলাবরেটর’ প্রোগ্রামের অংশ হিসেবে একটি হুইলচেয়ার উদ্ভাবন করেছেন প্রতিষ্ঠানটির একদল প্রকৌশলী, যা ব্যবহারকারীর হৃৎপিণ্ডের গতি, শরীরের তাপমাত্রা এবং রক্তচাপ মনিটর করতে সম। চলতি বছরের সেপ্টেম্বরে পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং ইনটেলের বার্ষিক উন্নয়ন সম্মেলনে প্রকল্পটি সবার সামনে উন্মোচন করেছেন।
চোখের পরীায় স্মার্টফোন
চোখে প্রতিস্থাপন করা ছোট একটি ডিভাইসের মাধ্যমে গ্লুকোমা মনিটর করার উপযোগী এক সেন্সর বানিয়েছেন স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞানীরা। স্মার্টফোনের সাথে ব্যবহার করা সম্ভব এই প্রযুক্তি। অন্ধত্ব প্রতিরোধে ব্যবহার করা সম্ভব এই সেন্সর। বর্তমানে ছোট প্রাণীর ওপর এই প্রযুক্তি পরীা করে সফল হয়েছেন বিজ্ঞানীরা। মানব শরীরে কার্যকরতা নিয়ে পরীা চলছে।
টিভি
স্মার্ট টেলিভিশন খাতে প্রতিযোগিতা বাড়ছে দ্রুত। এলজির নতুন ৭৭ ইঞ্চির টেলিভিশনটির রেজুলেশন ভালো হওয়ার কারণে এর মাধ্যমে গ্রাহকেরা টিভি দেখায় ভিন্ন অভিজ্ঞতা পাবেন বলে মনে করা হচ্ছে। টিভিটির দাম ২২ হাজার ৯৯৯ ডলার।
ক্যামেরা
উন্নত রেজুলেশনের এ ক্যামেরা স্মার্টফোন দিয়ে নিয়ন্ত্রণ করা সম্ভব। ব্লুটুথের মাধ্যমে এটি স্মার্টফোনের সাথে যুক্ত থাকবে। আগের সংস্করণগুলোর তুলনায় গোপ্রোর নতুন এ সংস্করণের ব্যাটারির মানও অনেক ভালো। ডিভাইসটির দাম ৬৭৯ ডলার।
ড্রোন
ড্রোন প্রযুক্তি এরই মধ্যে অনেক দূর এগিয়েছে। যুদ্ধসহ পণ্য সরবরাহের মতো কাজেও ব্যবহার হচ্ছে চালকবিহীন বিমান নামে অধিক খ্যাত এ যান। পণ্য সরবরাহের দতাসম্পন্ন ড্রোন ডিজেআই ফ্যানটম টু ভিশন প্লাস বাজারে নতুন এসেছে। এর দাম এক হাজার ৩৫৯ ডলার।
সোলার প্যানেলের রাস্তা
চলতি বছরের মে মাসে যুক্তরাষ্ট্রের আইডাহোভিত্তিক স্টার্টআপ প্রতিষ্ঠান ‘সোলার রোডওয়েজ’ প্রোটোটাইপ রাস্তা নির্মাণ করেছে। এতে রাস্তার ওপর বিশেষ ধরনের সহনশীল কাঁচের স্তর ফটোভল্টিক সেল ব্যবহার করা হয়েছে। সৌরশক্তি আর রাস্তার উত্তাপ হ্রাস-বৃদ্ধি থেকে শক্তি সংগ্রহ করতে পারবে এই প্যানেল। রাতের বেলা এই রাস্তায় জ্বলে এলইডি বাতি জলবে। ২০০৯ সালে শুরু হওয়া সোলার রাস্তা নির্মাণ প্রকল্পটি চলতি বছর একটি পার্কিং লটে দ্বিতীয় প্রোটোটাইপ নির্মাণের কাজ শেষ করেছে।

 

  • ওয়েস্ট্রান সিরিজের সকল বই পেতে ভিজিট করুনঃ Westren Series
    ইসলামিক বইয়ের জন্য ভিজিট করুনঃ Islamic Novel
    অন্যান্য সকল বই ফ্রিতে ডাওনলোড করুনঃ BOI 880
    এনায়েতুল্লাহ আলতামাশের সকল বই পেতেঃ Inayetullah Altamash
    আবুল হাসান আলী নদভীর জীবনীঃ Abul Hasan Ali Nodwi
    রাসূল সাঃ এর জীবনী বিষয়ক সকল বইঃ Bangla Sirat
    ঐতিহাসিক ঊপন্যাস ইমানদীপ্ত দাস্তান ডাওনলোড করুন ফ্রিঃ Imandipto Dastan
    ঈমানদীপ্ত দাস্তানের মূল বই ডাওনলড করুনঃ Dastan iman Farshoqin Urdu
    নসীম হিজাজীর সকল বইঃ Nasim Hijazi
    মাসুদ রানা সিরিজের সকল বইঃ Masud Rana
    যেকোন রান্নার টিপস পেতেঃ Radhunibd
    বাংলা নিউজ সাইটের লিস্ট পেতেঃ All Bangla News
    ওয়েব সাইট সাবমিশন বিশয়ক লেখা পেতেঃ http://websitesubmissionfree.blogspot.com/

Learn With Boss

Level New

আমি মুসা বিন মোস্তফা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 13 টি টিউন ও 23 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস