ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করুন সহজে – Rupayon YouTube Video Downloader

ইউটিউব বিশ্বের সর্ববৃহৎ ভিডিও সার্চ ইঞ্জিন। এই সত্য নিয়ে নিশ্চয়ই কোন দ্বিমত নেই? থাকার যৌক্তিকতাই নেই! কারণ এমন কি ভিডিও নেই যে ভিডিও অন্য কোন সার্চ ইঞ্জিনে আছে অথচ ইউটিউবে নেই?! হুম, যেকোন ভিডিওর এক অফুরন্ত ভাণ্ডার হল ইউটিউব। অন্য দেশে ইউটিউবে সরাসরি ভিডিও দেখার মতো অবস্থা থাকলেও কিন্তু বাংলাদেশে এই অবস্থা ভিন্ন। ইন্টারনেট অবস্থার বেহাল দশার কারণে আমাদেরকে ইউটিউব ভিডিও দেখতে হয় ডাউনলোড করে। যেহেতু ইউটিউব অফিসিয়ালি কোন ডাউনলোড অপশন দেয় নি। এজন্য যেকোন ইউটিউব ভিডিও ডাউনলোডের জন্য রয়েছে হাজার হাজার টুলস, প্লাগিনস, অ্যাডঅনস ইত্যাদি ইত্যাদি। সবগুলোই ভালো। যে যেটা ব্যবহার করে ডাউনলোড করতে পছন্দ করে আর কি! অনেক টুলসের মতো আজ নিয়ে এলাম একটি ছোট YouTube Video Downloader। ছোট হলেও কাজে ১০০ তে ১০০। নেই কোন বিজ্ঞাপনের বিরক্তিকর অবস্থা। অন্যান্য ইউটিউব ভিডিও ডাউনলোডারের মতো এখানেও রয়েছে বিভিন্ন কোয়ালিটিতে (HD, mp4, 3gp) ভিডিও ডাউনলোডের সুবিধা। ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করার এই সহজ টিউটোরিয়াল নিচে শেয়ার করলাম।

  • প্রথমে এই লিংক ভিজিট করুন।
  • ইউটিউব ভিডিও ডাউনলোডের জন্য একটি বক্স বা ঘর দেখতে পারবেন।
  • বক্সটিতে আপনার কাঙ্ক্ষিত ইউটিউব ভিডিওর লিংক পেস্ট করুন। যেমনঃ https://www.youtube.com/watch?v=8sQd4f76iF0#t=01m02s

  • এরপর ডাউনলোড বাটনে ক্লিক করুন।
  • পেয়ে যাবেন বিভিন্ন কোয়ালিটির ভিডিও ডাউনলোড লিংক।

  • ইচ্ছেমত যেকোন একটি ডাউনলোড লিংকে ক্লিক করলেই শুরু হয়ে যাবে আপনার কাঙ্ক্ষিত ইউটিউব ভিডিও ডাউনলোড।

হাজার হাজার ইউটিউব ডাউনলোডার টুলস ইন্টারনেটে অরহর পাওয়া যায়। একেকটি একেক ধরনের। সবগুলোর অভিজ্ঞতাই নিয়ে রাখা ভালো। এর আগেও আপনার নিশ্চয়ই বেশ কিছু ইউটিউব ভিডিও ডাউনলোডার ব্যবহারের অভিজ্ঞতা রয়েছে। আজকের টুলসটিও ব্যবহার করে কেমন লাগলো তা জানাবেন। আর টুলসে কোন সমস্যা ধরা পড়লে আমাকে জানাবেন। ঘুরে আসবেন আমার ব্যক্তিগত বাংলা ব্লগ থেকে। ধন্যবাদ

সৌজন্যেঃ Rupayon.Com

Level 1

আমি ব্লগার মারুফ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 196 টি টিউন ও 1301 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মারুফ। প্রযুক্তিকে ভালোবাসি। তাই গড়তে চাই প্রযুক্তির বাংলাদেশ। পড়াশুনা করছি রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে অ্যাকাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগে। আমার ওয়েবসাইটঃ https://virtualvubon.com এবং https://www.rupayon.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন একটা জিনিস শেয়ার করলেন মারুফ ভাই। আপনাকে ধন্যবাদ।

দেখি কাজ হয় কি না?

ভেরি নাইছ টিপস্ …

ভাই আমি youtube থেকে 480p ডাউনলোড করতে পারছিনা হেল্প

অসাধারন একটি পোস্ট। শেয়ার করার জন্য ধন্যবাদ। ব্রাদার একটি তথ্য জানতে ইচ্ছুক,রিভিউ করলে উপকৃত হই। আপনার ব্লগ সাইট রুপায়ন সাইট ভিজিট করলাম, বেশ ভাল লাগলো। হুইস তথ্যমতে জানতে পারলাম আপনি গ্রীণ সাইট হতে হোস্ট নিয়েছেন। আসলে তাদের হোস্ট সার্ভিস কেমন?? মূল কথা হল আমার পরিচিত একজনক স্বল্প দামে বাট সার্ভিস ভাল ….এই রকম প্রভাইডার হতে হোস্ট নিবে। পরিশেষে ভাল থাকবেন।

ভাই, আমিও আমার সাইটা পোস্ট করে সবার কাছে উপস্থাপন করতে চেয়েছিলাম। মানে আমারও একটা এরকম সাইট আছে। কোন বিজ্ঞাপনের ঝামেলা নাই তাছাড়া সবকিছুই বাংলায়। যাই হোক একদিন অবশ্যই সবার কাজে দেবে আমার সাইটটি http:tube.bdspot.ml