নিজের মোবাইলটা বিক্রি করে দিচ্ছেন? তাহলে এই কাজগুলো অবশ্যই করে নিন আগে!

এন্ড্রয়েড

যুগের সাথে তাল মিলিয়ে চলতে গিয়ে আপনি কি চাইছেন আপনার পুরোনো হ্যান্ডসেটটি বিক্রি করে দিয়ে নতুন একটি সেলফোন কিনতে? তবে আপনার সদ্য ব্যবহৃত সেলফোনটি বিক্রি করার আগে সতর্কতার সাথে যে কাজগুলো অবশ্যই করবেন :

১. ফোন সেটে থাকা সব নম্বর কপি করে নিন :

অনেক সময় সিমে সেভ করার জায়গা শেষ হয়ে গেলে নম্বরগুলো হ্যান্ডসেটে সেভ হয়ে যায়। আপনি যদি আপনার হ্যান্ডসেটটি বিক্রি করে দিতে চান তাহলে অবশ্যই বিক্রির আগে ফোনের সব নম্বর হয় আপনার ল্যাপটপে নতুবা সিমকার্ডে সেভ করে নিন অথবা নতুন ফোনসেটে সেভ করে নিন। এতে করে আপনার কাছ থেকে কোনো নম্বর হারিয়ে যাবে না। আর বিক্রির আগে হ্যান্ডসেটে থাকা সব নম্বর ডিলিট করে দিন।

২. ব্যাটারি ফুলচার্জ করুন :

আপনি আপনার সেটটি যেখানে বিক্রি করতে যাচ্ছেন সেখানে সেটটি দেয়ার আগে ফোনটির ব্যাটারি ফুলচার্জ করে নিন। এতে করে কোনো ধরনের টেকনিক্যাল সমস্যা থেকে আপনার ফোনটি দূরে থাকবে।

 

৩. ছবি এবং ভিডিও ডিলিট করুন :

আপনার হ্যান্ডসেটটিতে অনেক ব্যক্তিগত ছবি এবং ভিডিও থাকতে পারে। এগুলো যেন আপনার সেটের সাথে দ্বিতীয় কোনো ব্যক্তির হাতে না যায় সেজন্য বিক্রির আগে অবশ্যই এগুলো ডিলিট করুন বা প্রয়োজনে ল্যাপটপে সেভ করে তারপরে ডিলিট করুন। এতে করে কোনো ধরনের সমস্যা তৈরি হবে না।

৪. মেসেজ ডিলিট করুন :

ছবি এবং ভিডিওর মত আপনার কিছু ব্যক্তিগত মেসেজ থাকতে পারে। আপনার নিজের সেফটির জন্য হ্যান্ডসেটটি বিক্রির আগে আপনি এগুলো অবশ্যই ডিলিট করে নিন। এতে করে আপনার ব্যক্তিগত কোনো বিষয়ই কোনো তৃতীয় পক্ষ জানতে পারবে না।

৫. রিস্টোর ফ্যাক্টরি সেটিং সেট আপ দিতে পারেন :

আপনি আপনার সেলফোনটি বিক্রির আগে ফ্যাক্টরি সেটিংসে রিস্টোর সেটআপ দিতে পারেন। এতে করে আপনার কোনো ধরনের তথ্য নতুন ব্যবহারকারী পাবে না, পাশাপাশি সেটটি একেবারে নতুনের মত ব্যবহার করতে পারবেন।

ZubyTech (একদম নতুন কিছু! এই ব্লগে শীঘ্রই লেখালেখি করে আয়ের ওপরে একটি সিরিজ চালু করছি। সিরিজ পড়তে চাইলে সাবস্ক্রাইব করে রাখুন এখানে।)

ZubyTech পেইজ (টেক নিউজ, টিপস, ট্রিকস, মোবাইল আপডেট, নেট ট্রিক্স সহ সমস্ত কিছু এখন ফেসবুকেই পাবেন! মাত্র একটা লাইক দিয়ে রাখুন।)

Level New

আমি প্রীতম চক্রবর্তী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 155 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

বাংলা ভাষাভাষীদের জন্য ফ্রি লার্নিং প্ল্যাটফর্মঃ https://www.eduquarks.com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

কথাগুলো ফেলে দেওয়ার মতো নয়। ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টের জন্য

Level 0

Dur

আজ ই বিক্রি করে দেব আমার ফোন