নেট কানেক্ট করার সাথে সাথে এমবি শেষ? নিয়ে নিন সমাধান

আসসালামু আলাইকুম। আমার ৮ম পোস্টে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা অনেকেই আছি যারা মোডেমে লিমিটেড নেট ইউজ করি। নেট স্পীড বেশি থাকলে কিছুক্ষণের মধ্যেই সব এম্বি শেষ হয়ে যায়। আর অনেকের তো এই নেটের টাকা যোগাতে অনেক ভুগতে হয় বিশেষত স্কুল পড়ুয়া ছাত্রদের। তাই আজকে এর সমাধান নিয়ে আসলাম।

নেট কানেক্ট করলেই সব সফটওয়্যারের শুরু হয়ে যায় আপডেট চেক। তাছাড়া আপনার অজান্তেই অনেক সফটওয়্যার ব্যাকগ্রাউন্ডে নেটের সাথে কানেক্ট হয়। এসব থেকে বাঁচতে TinyWall নামের এই ছোট ফ্রী ফায়ারওয়ালটি ডাউনলোড করুন।

ডাউনলোড করতে এখানে ক্লিক করুন                  আর ফিচারগুলো দেখতে ক্লিক করুন এখানে

এরপর ইন্সটল করুন। ইন্সটল করার পর দেখবেন যে আপনার কোন সফটওয়্যার নেটে কানেক্ট হতে পারবে না। এমনকি মোজিলা ফায়ারফক্স বা গুগল ক্রম কোনটাই না।

এখন আপনার বহুল ব্যাবহারিত সফটওয়্যারগুল কে নেট কানেক্টের অনুমতি দিতে চাইলে কীবোর্ড থেকে CTRl+SHIFT+E প্রেস করুন। তাহলে ছবির মত একটা মেনু আসবে সেখান থেকে আপনার মোজিলা ফায়ারফক্স/গুগল ক্রম/FDM/IDM এর .exe ফাইল নির্বাচন করুন। তাহলে যেই সফটওয়্যারএর exe ফাইল নির্বাচন করবেন তা নেটে কানেক্ট হতে পারবে।

আর যদি সাময়িকভাবে কোন সফটওয়্যারকে অনুমতি দিতে চান তাহলে CTRl+SHIFT+P প্রেস করে Process টি সিলেক্ট করুন।  এখন আপনার নেট আগের চাইতে অনেক কম খরচ হবে।

পোস্টটি পূর্বে প্রকাশিত টিপস ওয়ার্ল্ডে। আর একবার ঘুরে আসবেন TipsWorld.Net.Tf

Level 0

আমি আব্দুল্লাহ আল মামুন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 60 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thank’s for share

অনেক সুন্দর টিউন। বিষয়বস্তু এবং লেখার ধরন চমৎকার। সব সময় সুন্দর টিউন করে টেকটিউনস পরিবারের সাথেই থাকুন, ধন্যবাদ।

শেয়ার করার জন্য ধন্যবাদ । সরাসরি লিঙ্ক দেওয়ার চেস্টা করুন ।

thanx …bai …ata ami khujcilam ….

mny mny tnx… Etai khuzsilam

‘windows 8 firewall control’ soft. dia er theke sohoje kora jay

Share korar jonno dhonno baad.. But amar pc te windows host prosess sob mb kete nei.. Eita off korle aar net chole na. Ekdin vabtecilam je koto mb nibi ne.. Beta 2 gb hojom kore dice.. But ekhono khai.. Wifi theke khai na.. Only modem.. Kono solution??

Level 0

কাজের সফ্ট দিছেন ভাইয়া

এরকম কিছুই খুজছিলাম।।
শেয়ার করার জন্য ধন্যবাদ।।।

Kajer jinish

আসলেই কাজের

অনেক দেরিতে পেলাম, সংগ্রহে রাখলাম