৫টি অপারেটরের ইন্টারনেট প্যাকেজের দাম নিয়ে একটি ছোট্ট গবেষণা (কোন অপারেটর সবচে ভালো)

আজকে আমি বাংলাদেশের ৫ টি অপারেটরের (গ্রামীনফোন, বাংলালিঙ্ক, এয়ারটেল, টেলিটক ও রবি) নেটের খরচ নিয়ে সামান্য আলোচনা করবো। প্রথমেই বিভিন্য প্যকেজের দাম জেনে নেওয়া যাক।

৩০ MB বা তার নিচে
গ্রামীণফোনঃ অফিসিয়াল ওয়েবে নাই
বাংলালিঙ্কঃ ২.৫ টাকা (৫ MB)
এয়ারটেলঃ  ১০ টাকা (৩০ MB)
টেলিটকঃ ৮ টাকা (২০ MB)
রবিঃ ২ টাকা (৪ MB) ও ১০ টাকা (২৫ MB)

৭৫ MB বা তার নিচে
গ্রামীণফোনঃ ২৫ টাকা (telekothon.com এ লেখা ৫০ টাকা)
বাংলালিঙ্কঃ ৩০ টাকা (৭৫ MB)
এয়ারটেলঃ  ২০ টাকা (৫০ MB)
টেলিটকঃ ১৫ টাকা (৪০ MB)
রবিঃ ৩০ টাকা (৭৫ MB)

৩০০ MB-র নিচে
গ্রামীণফোনঃ ৯৯ টাকা (২৫০ MB)
বাংলালিঙ্কঃ ৭৫ টাকা (১৭৫ MB) ও ৯৯ টাকা (২৫০ MB)
এয়ারটেলঃ ৫০ টাকা (১৫০ MB) ও ১০০ টাকা (৩০০ MB)
টেলিটকঃ ৫০ টাকা (১০০ MB)
রবিঃ ১০০ টাকা (১০০ MB) ও ১৫০ টাকা (৩০০ MB)

১ GB
গ্রামীণফোনঃ ৩০০ টাকা (২৮ দিন)
বাংলালিঙ্কঃ ২৭৫ টাকা (১মাস)
এয়ারটেলঃ ১৯৯ টাকা (১মাস)
টেলিটকঃ ৮০ টাকা (৩দিন) ও ৯৯ টাকা (১মাস)
রবিঃ ২৭৫ টাকা (১মাস)

২ GB
গ্রামীণফোনঃ ৪০০ টাকা (২৮ দিন)
বাংলালিঙ্কঃ ৩৫০ টাকা (১মাস)
এয়ারটেলঃ ৩৫০ টাকা (১মাস)
টেলিটকঃ ৩৫০ টাকা (১মাস)
রবিঃ ৩৯৯ টাকা (১মাস)

৩ GB
গ্রামীণফোনঃ ৭০০ টাকা 1mbps (২৮ দিন)
বাংলালিঙ্কঃ ৭৫০ টাকা (১মাস)
এয়ারটেলঃ ৪৫০ টাকা (১মাস)
টেলিটকঃ ৪২০ টাকা (১মাস)
রবিঃ ৪৫০ টাকা (১মাস)

৫ GB
গ্রামীণফোনঃ নাই
বাংলালিঙ্কঃ ৯৫০ টাকা (১মাস)
এয়ারটেলঃ ৬৫০ টাকা (১মাস)
টেলিটকঃ ৩০০ টাকা (১মাস)
রবিঃ ৬৫০ টাকা (১মাস)

৬ GB বা তার উপরে
গ্রামীণফোনঃ নাই
বাংলালিঙ্কঃ ১৬০০ টাকায় ১০ GB (১মাস)
এয়ারটেলঃ ৯৫০ টাকায়  ৮ GB  (১মাস)
টেলিটকঃ ৫০০ টাকায় ১০ GB (১মাস)
রবিঃ ৯৯৫ টাকায় ৬ GB (১মাস)

সবগুলোতে ১৫% ভ্যাট প্রযোজ্য।
এছাড়া গ্রামীনফোনে Smart(৬৯৯ টাকা), Heavy(১২৫০ টাকা) বলে কিছু আনলিমিটেড প্যাকেজ আছে যেগুলোর Smart-এ ১.৫ থেকে এবং Heavy-তে ৮ GB-র পর থেকে Fair Usage Policy (FUP) চালু হবে, যখন স্পীড কমে হয়েযাবে 10kbps. কিন্তু অফিসিয়ালি ভাবে বলা আছে স্পীড 180kbps হবে।
আর সবচে মজার ব্যাপার হলো টেলিটকে 512kbps স্পীডের ৫ GB-র ২টা প্যকেজ আছে, ১টার দাম ৬০০ অপরটার দাম ৩০০। আবার ১০GB-র ও ২টা প্যাকেজ, যার একটা ৮২৫ টাকা এবং অপর টা ৫০০ টাকা।
শেষ কথাঃ দাম গুলো দেখে আপনারাই ডিসিশন নিন, কোন অপারেটর সবচে ভালো সেবা দিচ্ছে। তবে আমার মতে, যেহেতু টেলিটক দেশীও সীম তাই যাদের এলাকায় টেলিটক 3g আছে তারা টেলিটক ইউস করুন। কারন দিনদিন টেলিটকের ইউজার যত বাড়বে তারা কলরেট ও নেটের দাম ততো কমাবে।
বিঃদ্রঃ এটা আমার ২য় টিউন। তাই ভুল হলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ এপর্যন্তই। শুভ রাত্রি।

Level 2

আমি Hasan Toufiq। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 28 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

grameenphone er net pckg er meyad 28 din ….. 2 din niye o dakat giri, eybr ekdin call chrg nye likhn

best teletalk . . !! but ami calai harami phone . . karon er smart plan ase 299takay unlimited !!jeta karor ei nai !! etate 500mb er por FUP . . .
Ami ei 6 mnth jbot calassi !! month eh 18GB download dei . . . etw km dame jodi unlimited calate pari tbe khrp ki. ??

বুঝলাম না #লিমন

মোঃ মাহির মোহাইমিন তাসিন ভাই, fup এর পর স্পীড কতো পায়?

নেটওয়ার্কের সমস্যার কারণে বিভিন্ন সময় বিভিন্ন অপারেটর ব্যবহার করতে বাধ্য হই। সুবিধার আড়াঁলে আমাদের বারোটা বাজাঁয়। গ্রামীণের নেটওয়ার্কের মিনিটে ০৩-০৫ বার উঠানামা করে। বাংলালিংকতো একটা চোর। ৩ জিবি ৩জি ডাটা কিনলে অঘোষিত ৩জিবি ৩জি ডাটা ফ্রি।সময় পার হওয়া মাত্র মোবাইলের অবশিষ্ট ব্যালান্স গায়েব করে ম্যাসেজ দেয় আপনার ডাটা শেষ। আর যাই হোক বাংলা লিংক মোট ৬জিবি ৩জি ডাটা দিচ্ছে ৭৫০ টাকা + ভ্যাট সহকারে। অর্থ্যাৎ ৮৬২.৫০টাকায়। যা কোন অপারেটর দিচ্ছে না। আমাদের জন্য ভাল হলেও সরকার এক্ষেত্রে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে। নিশ্চয় আমাদের সুবিধা দিয়ে তারা হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। নইলে এমন সুবিধা বাংলা লিংক কেন একাই দিতে পারবে তাও আবার গোপনে?
অন্য অপারেটরগুলো নেটওয়ার্ক কভারেজ ভাল না থাকায় ব্যবহার করিনি। ধন্যবাদ টিউনারকে।

@মোঃ মাহির মোহাইমিন তাসিন: fup থাকা অবস্থায় স্পীড কত?

Level 0

@মোঃ মাহির মোহাইমিন তাসিন: Kebabe shombob, fup er por speed to 10kbps hoia jai.Arr apni bolchen 18 GB download. Impossible

Level 0

Teletalk ee best

tt best,,,,,ame use kori

এলাকায় টেলিটক 3g নাই, এই জন্য বাধ্য হয়ে জিপি ব্যবহার করছি। তবে আমি জিপিতে ১০০ টাকায় 3g ১জিবি কিনি (ভ্যাট সহ ১১৩ টাকা)

টেলিটক সম্পর্কে কিছু ভুল তথ্য উপস্থাপন করা হয়েছে।
1. ৯৯ টাকায় 1 GB মেয়াদ ১ মাস (রাত ২ টা থেকে সন্ধ্যা ৬ টা। বাকি সময় আপনার বাসায় যেয়ে চালাব?) ।
2. ৩০০ টাকায় 5 GB (রাত ২ টা থেকে সন্ধ্যা ৬ টা। টেলিটক তো আমাদের দুলাভাই ফ্রী দিবে কয়দিন পর) ।
3. ৫০০ টাকায় 10 GB (রাত ২ টা থেকে সন্ধ্যা ৬ টা। কি বললে আপনার লজ্জা হবে?)।

2 GB এর ক্ষেত্রে দেখা যাচ্ছে ডাকাত GP আর Teletalk সমান। সব কোম্পানিই সমান, হোক দেশি অথবা বিদেশি। টাকা দিয়ে যখন কিনব তবে যেটার Spreed ভাল সেটাই কিনব।

    Level 3

    @হুমায়ুন কবির মুন্না: ভাই ভুল ভাল তো আপনও কম লেখেন না। টেলিটকের ঐ প্যাকেজ গুলো রাত ১২ টা থেকে সন্ধা ৬ টা পর্যন্ত। কিন্তু স্পিড পছন্দ হয় নাহ।

    Level 0

    @হুমায়ুন কবির মুন্না: আপনিও ভুল তথ্য দিলেন। আপনার বর্ণীত প্যাকেজ গুলো এখন রাত ১২টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। প্রতি জিবি এর দাম হিসেবে এটাই এখন সর্বনিম্ন।

    আর ২জিবি এর কথা। ৫১২কেবিপিএস এ টেলিটক ৩৫০ আর আপনার জিপি ৪০০ (ভ্যাট ছাড়া)। টেলিটকের মেয়াদ ৩০দিন, যেখানে জিপি ২৮দিন। আর ভালো কভারেজে থাকলে টেলিটক স্পীড হাজার গুনে ভালো পাবেন জিপি থেকে।

Level 0

হুমায়ুন কবির মুন্না r8 !! And thank u for this ….

@অদৃশ্যলোক apni ki vabe 113tk te 1gb nen???

gp er ekta smartplan ache smart 299. eta valo. I use 11-12 GB every month &200 minutes to call any operator. dam 345

Level 0

টেলিটকে ৫১২ kbps স্পীডের ১জিবি ২৬০ টাকা

হুমায়ুন কবির মুন্না ধন্যবাদ আপনাকে আমাদের বোকা বানিয়ে টেলিটক টাকা হাতিয়ে নেয়ার ধান্দার জবাবে সঠিক ইনফরমেশন দেয়ার জন্য।

@ মোঃ মাহির মোহাইমিন তাসিন & মোঃ মোস্তাফিজুর রহমান ভাই, জিপ্যে স্মার্ট প্ল্যান ২৯৯টাকার প্যাক এ ৫০০ এমবির পর fup e স্পিড কতো পান? fup kaj korena? 11-12Gb kivabe use koren?

টেলিটক বেস্ট!

ভালো টিউন হইছে।

Taletalk er Agami & Bornomala Sim Best

আমার মতে teletalk best

Level 0

ভাই এ জি এম রুবেল হাসান- বাংলালিংকের ৩ জিবির সাথে ৩ জিবি বোনাস অফারটি কি এখনও চালু আছে? আমার মনে হয় চালু নেই। কেননা কিছুদিন আগে একবার বোনাসের আশায় ৩ জিবি ৭৫০ টাকার প্যাকেজটি নিয়েছিলাম কিন্তু কোন বোনাস পাইনি। ৩ জিবিই পেয়েছিলাম। তাই বলছিলাম যে, আপনি কি শিওর যে বোনাস অফারটি এখনও চালু আছে? যদি থাকে তাহলে এই প্যাকেজটা আমি চালাব। দয়া করে শিওর করবেন।

3g fup er por koto spd pan???

@somrat786 গতকাল আমার যে প্যাকেজটি শেষ হয়েছিল সেটিতেও তারা ৩জিবি সাথে ৩জিবি দিয়েছিল। আমার জানামতে এখনো আছে তবে প্রকাশ্যে নয়। আপনি ব্যবহার করলে পাবেন। আপনাকে ৩ জিবি ব্যবহার করার পর দেখানো হবে আপনি ৩জিবির ৫০% ব্যবহার করেছেন। এভাবে … ৮০% … ১০০%। ১২১ এ কল করে তারপর একটিভ করলে পেয়ে যাবেন। তারা প্রকাশ্যে এটা বলে না তবে ব্যবহারের সুয়োগ দেয়। তবে মেসেজের গাঁড়াকলে পড়ে আবার মোবাইলে সর্বস্ব খুইয়েন না। আমি গতকাল মেসেজের গ্যাড়াকলে পড়ে ৮৭০ টাকা কোন রকম ইন্টারনেট ব্যবহার না করেই ২মিনিটেই খুইয়েছি। ৩জিবি প্যাকেজ একটিভ করার পর এমনভাবে মেসেজ আসবে .. যা পড়ে আপনি হয়তো বুঝবেন আপনার পূর্বের প্যাকেজ আনসাব্সক্রাইব করতে ডায়াল করতে বলেছে … আপনি ভুলেই করে ফেললেন … তাহলে আপনার বর্তমান একটিভ প্যাকেজটি বন্ধ হয়ে যাবে। তাই বাংলালিংক ব্যবহারের পূর্বে সাবধান। আর হ্যাঁ প্রতিদিনের মেসেজ ডিলিট করার জন্য দুইজন কর্মচারী লাগবে …

Teletalk is the best.

Teletalk 3G is not available in my own aRea Bro 😀