[email protected] । এটি আপনাকে আপনার মুসলিম আইডেন্টিফাই করতে সাহায্য করবে, তাই এখনি একটা একাউন্ট খুলুন।

http://www.bismillah.com

মুসলিমদের জন্য ই-মেইল

সম্প্রতি একটি নতুন সাইট বিশেষ করে মুসলমাদের জন্য ই-মেইল আদান প্রদান করার সুবিধার্থে এই সাইটি খোলে।

একটি ই-মেইল আইডি যেটি আপনার অনলাইন আইডেন্টিফাই  করে। Bismillah Mail হল  একটি ইমেইল সার্ভিস যেটি আপনাকে মুসলিম হওয়াতে গর্বিত করে।

তারা আপনাকে নিম্নোক্ত সুবিধাগুলি প্রদান করবে:

Unique Muslim Identify

Lots of space

Address book with picture

Mobile Access

Great User Experience

ভাল লাগলে মন্তব্য করবেন আর

ভাল না লাগলে আমার দোষ নাই।

Level 2

আমি সাইফুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 185 টি টিউন ও 3440 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

টপটিউনার হতে ‍চাই !


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক ভাল জিনিস দিয়েছেন তা কি জানেন? আমার একদম মন ছুয়ে গেছে। অনেক ধন্যবাদ। অনেক অনেক ভাল লেগেছে

সাবাস।এই না হইলে খাটি মুসলমান 😀 ।থান্কু অনেক 🙂 ।এখনি একাউন্ট খুলতাছি।;)

আমি এখনই যাইতাছি।

—————————————
আমার এলোমেলো ব্লগ – আপনি আমন্ত্রিত

সাইটির সাথে পরিচয় করিয়ে দেয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আর টিউনটিও ভাল হইছে চালিয়ে যান।

কি বলে যে ধন্যবাদ দিবো, আমি ভাষাই হারিয়ে ফেলেছি। খুবেই সুন্দর সাইট।

Level 0

ভাল টিউন হয়েছে,
তবে স্টোরেজের দিকে তাকালে আর যেতে ইচ্ছে করেনা
ধন্যবাদ

    স্টোরেজ একটু কম কিন্তু তাতে কোন অসুবিধা হওয়ার কথা না। বেশি স্টোরেজ দরকার হলে Gmail তো আছেই। সবচেয়ে বড় কথা আপনার নাম@bismillah.com ।

    আমিও তাই মনে করি!

এমটাই চেয়েছালাম।

খুব ভাল। 🙂

শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। এইমাত্র একাউন্ট খুললাম। ভালই!

আপনাকে অনেক ধন্যবাদ। ভালো হইছে।

আপনাকে অসংখ অসংখ ধন্যবাদ।

Level 0

আপনাকে অনেক অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ,আমারটা [email protected]

Level 0

টিউনটি এর আগেও আপনি করেছেন, একই টিউনের পুনরাবৃত্তি না করাই ভাল।তবে টিউনের টাইটেলে আপনার উল্লেখ করা উচিত ছিল।আপনার আগের টিউন দেখে আমিও একটা একাউন্ট খুলেছিলাম। আপনাকে ধন্যবাদ।

আমি জানতে চাই অমুসলিমরা কি উনাদের ইমেল সার্ভিস ব্যবহার করতে পরবে কি না । না কি এটা শুধু মুসলিমদের জন্যই । আর যদি তাই হয় তাহলে আমার ভাল লাগবে না। কিছুদিন পর দেখা যাবে, হিন্দুরাও তাদের নিজস্ব ইমেল সার্ভস চালু করছে, খ্রিস্টানরাও করবে, অন্যন্য ধর্মাম্বলির লোকেরাও তাদের নিজস্ব সার্ভিস ইমেল সার্ভিস চালু করেছে। আর কত বিভেদ। এমনিতেই পৃথিবীতে জাতি, বর্ণ,ধর্ম, গোত্র হাজারো বিভেদ। যা হোক দারুন ব্যবাসয়িক পলিসি।
আমিও একটা চিন্তা ভাবনা করতেছি তা হল মুসলিম দেশগুলোতে শুধু মুসলিমদের জন্য আলাদা মোবাইল পরিসেবা চালু করব নাম্বার দেখলেই বুঝা যাবে এটা একজন মুসলিমের নাম্বার।
মানুষের মধ্য বিভেদ যত বাড়বে অশান্তিও তত বাড়বে। আর বিভেদ সৃষ্টিকারীকে আল্লাহ পছন্দ করেন না ।

    আরে ভাই কথা আসলে তা না। সবাই এখানে একাউন্ট খুলতে পারবে। বাই দা ওয়ে আপনি তো ওসামা বিন লাদেন, আপনিতো শুধু মুসলিমদের নিয়েই সবসময় ভাবেন।

    হুম এটাই তো আমার জন্য কাল হয়েছিল। আমি আগে ভুল রস্তায় ছিলাম, আগে ভাবতাম এই দুনিয়াতে শুধু মুসলিমরাই থাকবে অসুমলিমদের যে করেই হোক হয় মুসলিম বানাতে হবে নচেৎ জিহাদের মাধ্যমে তাদের কতল করা হবে। আসলে আমি কোরআনের অপব্যক্ষা করেছিলাম। এখন আমার ভুল ভেঙ্গে গিয়েছে, আমি মুসলমান বলে শুধু মুসলিমদের কথাই ভাবব আর অন্য ধর্মের মানুষদের নিচু চোখে দেখব তাদের মুসলমান বানানোর জন্য তাদের সাথে সংঘাতে জড়িয়ে পরব, না এটা কখনো ইসলাম সমর্থন করে না। এখন আমার জিহাদ যাবতীয় অন্যায় এর বিরুদ্বে তা সে হোক মুসলিম আর হোক অমুসলিম।
    আসলে টেকনোলজী সাইটে আমি এসব বিষয় নিয়ে আলোচনা করতে চাচ্ছি না এসব আলোচনা + তর্ক সাপেক্ষ ব্যপার। আমি এই সাইটে আসি টেকনোলজী সমন্ধে আরো বেশী জ্ঞান অর্জন করার জন্য ধর্ম প্রচার করার জন্য নয়। তবে আমি শুধু একটি কথাই বলতে চাই সকল ধর্মের মানুষের সৃষ্টকর্তা একজন। সকল ধর্মের মানুষই একই স্রষ্টার এবাদত করে ভিন্ন ভিন্ন ভাবে এবং স্রষ্টা শুধু মুসলিমদের একার নয় সকলেরই আছে নিজ নিজ ধর্ম পলনের অধীকার কিন্তু মানুষ হিসাবে সবাই একই সুতায় গথা কাজেই মানুষে মানুষে যত বিভেদ সৃষ্টি হবে ততই অশান্তি আসবে। আর অসান্তি সৃষ্টিকারিকে স্রষ্টা পছন্দ করেন না।
    আর টুইন টাওয়ার আমি ভাঙ্গি নাই তবে আমি এটাকে আগে সমর্থন করতাম কিন্তু এখন করি না আর এধরনের ধংসাত্নক কাজ আর কোনদিন ও সমর্থন করব না।
    ধন্যবাদ।

    ভাই ওসামা বিন লাদেন এতদিন পর আপনি নকল ওসামা হয়ে যে কথাটা বুঝতে পেরেছেন। আসলটা তার একটুও বুঝছিল কিনা কে জানে!

ভাই সুন্দর সাইট স্বীকার করি। কিন্তু ”এটি আপনার মুসলিম আইডেন্টিফাই তাই এখনি একটা একাউন্ট খুলুন” এই কথাটির মানে বুঝলাম না।

    @সাকিব, আপনার ইমেইল আইডির ডোমেইনটা যদি বিসমিল্লাহ্ হয় তাহলে বেশিভাগ মানুষই এটি দেখে বুঝতে পারবেন যে আপনি একজন মুসলিম। আমি আপনাকে বিষয়টা ঠিকমত বুঝাতে পেরেছি কি?

ভাই আপনার টিউনটা আনেক ভালো লাগলো

ভাইয়া এক টিউন বারবার করছেন যে ? কদিন আগেই না আমি এখান থেকে পড়ে সেখানে আইডি বানালাম !

    ভাইয়া আমি ইচ্ছা করে বারবার করিনাই। এই টিউনটির টাইটেল চেন্স করার পর অটোমেটিক প্রথম পাতায় চলে এসেছে।

ভাই সাইটটি অসাধারণ ভালো হয়েছে।কিন্ত এর উদ্দেশ্যটি হীনমন্যতা আর কূপমন্ডুকতায় ভরা।মানুষ এই চিন্তা থেকে একটি সাইট ডেভেলপ করে কিভাবে?

Level 0

জটিল জিনিস।

ভালো হয়েছে, তবে মেইল দিয়ে নিজেকে মুসলমান প্রমানের চেয়ে আচার, ব্যবহার ও পরোপকারিতা দিয়ে নিজেকে মুসলমান প্রমানের চেষ্টা করা বেশী দরকারী হয়ে পড়েছে এখন।

এই টেউন টা আমি করতই চেয়ে ছলাম

ভালো হয়েছে,

name kiba ase zay…montay asol….sundor tune…