ইন্টারনেট ও প্রযুক্তির বিভিন্ন জিনিসের প্রতিষ্ঠাতাদের নাম ও প্রতিষ্ঠার তারিখ জেনে নিন। প্রযুক্তিপ্রেমী হিসেবে এটা আপনার জানা উচিৎ।

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালই আছেন।
আজ আমি আপনাদের কিছু ভিন্ন কিছুর সন্ধান দেবো। আর তা হল ইন্টারনেটের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রতিষ্ঠার তারিখ। আশা করি এই তথ্যগুলো আপনাদের উপকারে আসবে। কেননা একজন ইন্টারনেট ব্যবহারকারী হিসেবে এটা আমাদের জেনে রাখা উচিৎ। চলুন দেখে নেই:

গুগলঃ ১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বর ল্যারি পেইজ ও সের্গে ব্রিন গুগল প্রতিষ্ঠা করেন। সদর দপ্তর: মাউন্টেন ভিউ, ক্যালিফোর্নিয়া, আমেরিকা। গুগল বর্তমানে ইন্টারনেটে রাজত্ত করছে।
ফেসবুকঃ ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারী মার্ক জোকারবার্গ ফেসবুক প্রতিষ্ঠা করেন। যা বর্তমানে সামাজিক যোগাযোগে বিরাট ভূমিকা পালন করছে। সদর দপ্তর: ম্যানলো পার্ক, ক্যালিফোর্নিয়া, আমেরিকা।
টুইটারঃ ২০০৬ সালের ২১ মার্চ প্রতিষ্ঠিত হয়। সদর দপ্তর: সান ফ্রানসিসকো, ক্যালিফোর্নিয়া, আমেরিকা। প্রতিষ্ঠাতা: জ্যাক ডোরসি, নোয়াহ গ্লাস, বিজ স্টোন, ইভান উইলিয়ামস।
ইউটিউবঃ ২০০৫ সালের ১৪ ফেব্রুয়ারী প্রতিষ্ঠিত হয়। ইউটিউব গুগলের পন্য। প্রতিষ্ঠাতা: জাভেদ করিম (বাংলাদেশী বংশদ্ভোব), স্টীভ চেন, চাদ হার্লি। সদর দপ্তরঃ ৯০১ চেরি এভি, সান বরনো, ক্যালিফোর্নিয়া, আমেরিকা।
মাইক্রোসফটঃ প্রতিষ্ঠাকাল ৪ এপ্রিল ১৯৭৫। প্রতিষ্ঠাতা: বিল গেটস, পাউল অ্যালেইন। সদর দপ্তর: মাইক্রোসফট রেডমন্ড ক্যাম্পাস, রেডমন্ড, ওয়াসিংটন, আমেরিকা।
ইয়াহুঃ ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত। প্রতিষ্ঠাতা: জেরি ইয়াং, ডেবিড ফিলো। সদর দপ্তর: সানিভ্যালি, ক্যালিফোর্নিয়া, আমেরিকা।
স্যামসাংঃ স্যামসাং ১৯৩৮ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা: লি বাইয়াং-চাউল। সদর দপ্তরঃ সিউল, দক্ষিণ কোরিয়া।
অ্যাপলঃ ১ এপ্রিল ১৯৭৬ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা: স্টেভ জরস, স্টেভ উজনিয়াক, রোনাল্ড ওয়নি। সদর দপ্তর: অ্যাপল ক্যাম্পাস, কোপেরটিনো, ক্যালিফোর্নিয়া, আমেরিকা। আইফোন, আইপড, আইটিউস ইত্যাদি অ্যাপলের পণ্য।
নোকিয়াঃ ১৮৭১ সালে নোকিয়া নামে প্রতিষ্ঠিত হলেও ১৯৬৫ সালে ফিনল্যান্ডে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাতা: ফ্রেডরিক আইডেস্টম, লিও মেকেলিন। সদর দপ্তর: এসপো, ইউসিমা, ফিনল্যান্ড। মাত্র কয়েক বছর আগে নোকিয়াকে মাইক্রোসফট কিনে নেয়।
এনড্রোয়েডঃ এন্ড্রোয়েড গুগল পরিচালিত ও গুগল দ্বারা প্রতিষ্ঠিত একটি প্রোডাক্ট। প্রতিষ্ঠাকাল ২৩ সেপ্টেম্বর ২০০৮। সর্বশেষ ভার্শন ললিপপ ৫.১ (রিলিজ হয় ১০ মার্চ ২০১৫)।
অপেরা মিনিঃ রিলিজ ডেট - ১০ আগস্ট ২০০৫। প্রতিষ্ঠা অপেরা কর্পোরেশন।
মজিলা ফায়ারফক্সঃ প্রতিষ্ঠাকাল ২৩ সেপ্টেম্বর ২০০২। ৩৯ ভাষায় প্রকাশিত হয়েছে।

তথ্য গুলো আপনাদের কাজে আসলেই আমার এই টিউনটি করা সার্থক হবে। আশা করছি আপনাদের অজানা কিছু তথ্য এই টিউনে পেয়েছেন। আরো কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন।
আজ এ পর্যন্তই।

প্রথম এখানে প্রকাশিত হয়

Level 2

আমি মাসুম রহমান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 42 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ইন্টারনেট আমার নেশা ❤️


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ স্যার

ভই কেউ কি এমন কোন সাইট এর ঠিকানা দিবেন, যেটার মাধ্যমে আমি জনতে পারবো যে, কোন কোম্পানীর মালিক কোন ধর্মাবলম্বী।

Level 0

অসম্ভব দরকারী জিনিষ

Thanks for informative tune.