আপনার পিসি কে WiFi হটস্পট করার সহজ পদ্দতি (এক্সক্লুসিভ-2015)

আপনারা যারা ল্যাপটপ ব্যবহার করেন তারা সহজেই তাদের ল্যাপটপ কে WiFi Hotspot করতে পারেন কয়েকটি সফটওয়্যার ব্যবহার করে। এটা সম্ভব কারন ল্যাপটপ এ Built in WiFi adapter / Lan Card থাকে। তাই কিছু সফটওয়্যার আছে সেগুলো ইন্সটল করে সহজেই ল্যাপটপ এর ইন্টারনেট কে WiFi করে ফেলা যায়।
সফটওয়্যার গুলার নামঃ
mhotspot
mypublicwifi
connectify

কিন্তু যারা পিসি ইউজার তারা চাইলেই এই সফটওয়্যার দিয়ে তাদের পিসি কে WiFi Hotspot করতে পারবেন না। কারন পিসি তে Lan Card / Built in WiFi adapter থাকে না। তাই বলে কি WiFi ইউজ করবেন না পিসি ইউজাররা ??

হ্যাঁ অবশ্যই WiFi Hotspot করবেন কিন্তু তার জন্য আপনাকে ১টা ডিভাইস কিনতে হবে যার দাম ৫০০-৬০০ টাকা। সেই ডিভাইসটি আপনার পিসি তে LAN CARD হিসাবে কাজ করবে। ফলে আপনি মাত্র ৫০০ টাকার মধ্যে পুরো পিসি কে WiFi হটস্পট করে ফেলতে পারছেন এমন কি আপনার পুরো বাসাকে। জাস্ট USB PORT এ লাগাবেন Pendrive এর মত। Range: 1000 scrft পর্যন্ত। একসাথে ৩০ টা ডিভাইস ইউজ করা সম্ভব।

দেখুন কি কি করতে পারবেন এরকম ১ টি ডিভাইসের সাহায্যেঃ

১। পিসির যেকোন ইন্টারনেট কে WiFi hotspot করে সেটা আপনার মোবাইল / ট্যাব / ল্যাপটপ এ ইউজ করতে পারবেন।

২। আপনার মোবাইল এ ইন্টারনেট থাকলে সেটা WiFi করে / আশে পাশে WiFi থাকলে সেটা পিসি তে রিসিভ করতে পারবেন।

৩। ফাইল ট্র্যান্সফার করতে পারবেন পিসি টু মোবাইল / মোবাইল টু পিসি, SHARE IT ইউজ করতে পারবেন পিসিতেই।

এখন জিজ্ঞাসা করতেই পারেন কোথায় পাবেন এরকম ১ টি ডিভাইস??

আপনি সহজেই অনলাইনে পেতে পারেন এরকম ডিভাইস। আপনি ওয়ার্ল্ড এর ৩য় ফোন কোম্পানি Xiaomi এর নাম শুনে থাকবেন। তাদের এরকম ১ টি ডিভাইস আছে যেটা আমি নিজেও ইউজ করছি। এটা খুব ই জনপ্রিয় এখন। দাম মাত্র ৫০০ টাকা। আপনি চাইলে এটা কিনতে পারেন। এটার সাহায্যে উপরের ৩টি কাজ ই করতে পারবেন। আর এই ব্র্যান্ড এর প্রোডাক্ট এর আলাদা সুনাম আছে, কাজেও তেমন।

আপনাদের সুবিধার্থে কোথায় পাবেন তা বলে দিলাম, অনলাইনে অর্ডার করলে Cash On delivery সিস্টেম এ ওরা বাসাতে দিয়ে যায়

কিনতে চাইলে এই লিঙ্ক এ যান: ক্লিক করুন

অথবা এই লিঙ্ক এঃ ক্লিক করুন

ছবি দেখুনঃ

অনেক দারুন না জিনিসটা ?? সবাই ভাল থাকবেন। বিদায়।

Level 0

আমি মিস্টার হ্যলো। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 67 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ami 1ta shoitan. amar theke dure thaken vai...........


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সরাসরি ফোন এ অর্ডার করতে চাইলে কল করতে পারেন তাদের নাম্বার এঃ ০১৯১৩-০১০১১৫ অথবা ০১৬৭২-৫৫৬৮২৫ নাম্বারে। বাসাতে এসে দিয়ে যাবে।

এইগুলার চাইতে D-LInk অনেক ভাল । তবে দামটা ৮৫০-৯০০ টাকা

    D-Link এর রেঞ্জ কম + ঝামেলা পূর্ণ জিনিস এটা। আপনার ধারণা নেই তাই বলছেন,।

online a kono jinis kena tik na karon taka dia kinbo dekhe sune nibo…

    দেশ এখন ডিজিটাল । অনলাইনেও টাকা দিয়ে দেখে শুনে কিনা যায় কারন সবাই এখন ক্যাশ অন ডেলিভারি দিচ্ছে। প্রোডাক্ট হাতে পায় এবং প্যাকেট খুলে দেখতে পারে , শুনতে পারে তারপর টাকা দেয় কুরিয়ার ম্যান কে। প্রোডাক্ট ভাল না লাগলে ফেরত দিয়ে দেয়ার অপসান থাকে আর এইসব ঘরে বসেই করতে পারে। তাই অনলাইনে জিনিস কিনা ঠিক না এই মনমানুশিকতা থেকে উঠে আসতে হবে।