১৫ মিলিয়ন গান এবং ১১০০০+ রেডিও স্টেশন শুনুন কোন রকম লোডিং টাইম ছাড়াই!!

কি চমকে উঠলেন নাকি? ভাবছেন এটা আবার সম্ভব নাকি! আমাদের দেশের যেই নেট স্পিড তা দিয়ে বাফারিং ছাড়া গান শোনা সম্ভব নাকি? আরে ভাই তাহলে আর বলছি কি। হ্যা ১৫ মিলিয়ন গান এবং ১১০০০+ রেডিও স্টেশন শোনা যাবে কোন রকম লোডিং টাইম ছাড়াই!!

ভাবছেন এটা শুধু ইংলিশ গানের জন্য? না! শুধু ইংলিশ গান নয় বাংলা,হিন্দি সহ সারা বিশ্বের ১১০০০+ রেডিও স্টেশন থেকে আপনার গান খুজে বের করে দিবে।আর এই অসাধারন মিউজিক প্লেয়ারের নাম হলো Nexus Radio

যে সব সুবিধা পাবেনঃ

  • ১৫ মিলিয়নেরও বেশি গান।
  • ৩৮টি মিউজিক ক্যাটাগরিতে গান।
  • গান রেকর্ডের সুবিধা।
  • মিউজিক এডিটর।
  • ফাইল সাপোর্টঃAAC, MP4, MP3, MP2, MP1, OGG, WAV & WMA।
  • HD অডিও।
  • ভিজুয়্যাল ইফেক্ট।

আর সব চেয়ে বড় সুসংবাদ হলো এসব কিছুই সম্পুর্ন ফ্রী!!!!!!!!!!!

আরও বিস্তারিত এখানে

যে সব অপারেটিং সিস্টেম সাপোর্ট করেঃ

Windows® 7/Vista/XP/2000/2003

যেভাবে গান সার্চ করবেনঃ

চিত্রের দেখানো স্থানে ক্লিক করে সার্চ বক্সে গানের কথা লিখুন।

তারপর গানের লিস্ট আসবে। সেখান থেকে আপনার পছন্দ মতো একটাতে ডাবল ক্লিক করলে গান শুরু হবে।

আর এসব কিছুই করতে হবে নেট কানেক্ট থাকা অবস্থায়।

ডাউনলোড লিঙ্কঃ

এটি মাত্র ১০ মেগাবাইট।
Nexus Radio v5.2
এটা সম্পুর্ন ফ্রী।তাই সিরিয়াল কী এর কোন ঝামেলা নেই।

এটা নিয়ে পুর্বে টিউন হয়েছিল। নতুন ভার্শন বের হওয়ায় টিউন করলাম।

আশা করি আপনাদের ভাল লাগবে।
ধন্যবাদ সবাইকে।

Level 7

আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 164 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল লাগল। ধন্যবাদ।

অনেক ধন্যবাদ ভাই ।

এত দিন এটাই খুজছিলাম,অনেক ধন্যবাদ হাসান ভাই

বেশশি জটিল জিনিশ…অন্তত আমার মত যারা গান অনেক শুনে তাদের জন্য তো পোয়া বার। অনেক ধন্যবাদ ভাইজান 😀

ভাই এইটা দিয়ে কী বাংলাদেশের রেডিও শোনা যাবে?

ধন্যবাদ।

জটিল বস জটিল…………

Level 0

ভাল হয়েছে…।

Level 0

awesome babyyyyyyyyyy
keep it uppppppppppp
r u the very best ?????

সবাই পারলো……শুধু কি আমিই গান শুনতে পারলাম না???!!! আমি তো কোন গানই ২-৩ সেকেন্ডের বেশি শুনতে পারছি না!!! ২-৩ সেকেন্ড চলার পরই “unable to connect” show করে!!! প্রবলেম টা কোথায়????!!!

অনেক অনেক ধন্যবাদ ভাই,অনেক দিনের পুরানো গান খুজে পেলাম।

জোস্‌ হয়েছে…..

দেখি চেষ্টা করে কেমন লাগে ধন্যবাদ ।

বাপরে জটিল বেপার সেপার। হাহাহা। দেখি কেমন লাগে আমার জন্য এই মুহুর্তে খুব ভালো হয়েছে মেইন পিসি নষ্ট যেটা ইউস করি সেটায় কনো গান ই নাই ১টা গান ২৪ঘন্টা শুনি। হাহাহাহহা। এমন মোবাইলের একটা সোফট ছিলো আমার কাছে। দেখি খুজে পাইলে মোবাইলেরটা শেয়ার করবো।
ধন্যবাদ হাসান ভাই

    একটা গান ২৪ ঘন্টা শুনেন? হাসাইলেন ভাই। 😛
    অনেক ধন্যবাদ পুদিনা ভাই।

    হাহাহাহা, একটা গান ২৪ঘন্টা বললে ভুল হবে, ১০/১২দিন যাবত এই গানটাই সুনতেছি। হাহাহা

হাসান ভাইয়া, আমি সফটওয়্যারটি ইন্সটল করেছি কিন্তু যখনই সফটওয়্যার চালাই ওপেন হয়ে পিসি হ্যাং করে। এর উপায় কী?

    Nexus Radio System Requirements

    » Intel® Pentium® or Xeon® processor /AMD® processor
    » Microsoft® Windows® Vista/XP/2000/2003
    » Microsoft® Internet Explorer®
    » 128MB of RAM (256MB recommended)
    » 12MB of available hard-disk space
    » Color monitor with 32-bit color video card
    » Sound Card
    » Internet connection required

    দেখেন আছে কিনা।

    ভাইয়া আপনার Requirements যা দিয়েছেন তার ৫ ভাগের ১০ ভাগ Requirements আমার আছে। তবুও কেন যানি হচ্ছে না। ওপেন করলেই হ্যাং করে।

    কি সমস্যা বুঝতে পারছি না।
    আপনি একবার আনইন্সটল করে আবার ইন্সটল করে দেখতে পারেন।

khubi balo jinish bai onek kajer.

নির্বাচিত টিউনের জন্য মনোনীত করলাম সাথে প্রিয়তে রাখলাম। অবসর সময়ে দেখবনে। আর ধন্যবাদ তোমাকে।

Level 0

kom speed a kam hoba to

vai ata windows10 a colba…