যে ভাবে বিডি ডোমেইন এর ডি এন এস পরিবর্তন করবেন।

শীতের সকালে সবাইকে ভাপা পিঠার শুভেচ্ছা রইলো। আশা করি সকলে ভাল আছেন। দেশের কিছু হোস্টিং কোম্পানিগুলোর উধাউ হওয়া আবার কিছু কোম্পানির সার্ভিস খারাপ হউয়ার কারনে অনেকেই বি ডি ডোমেইন এর ডি এন এস নিয়ে অনেক সমসসায় পরেছেন। আমার কাছ থেকে দেশের অনেকেই বিডি ডোমেইন রেজিস্ত্রেসান করে নিয়েছেন। কিছু দিন থেকে অনেকেই ফোন করছেন ডি এন এস পরিবর্তন করার জন্য। আজ তাদের জন্যই এই টিউন।

প্রথমেই বলে নেই। শুরুতেই অনেকেই কম দামে হোস্টিং বা ফ্রি হোস্টিং নিয়ে বিডি ডোমেইন নিয়েছেন এখন তারা চাইছেন হোস্টিং পরিবর্তন করতে। প্রথমে আপনাকে প্রতিষ্ঠানের প্রধানের পক্ষ থেকে একটি আবেদন লিখতে হবে। কিভাবে লিখতে হবে তা জানিয়ে দিলাম নিচে।

তারিখ: ১৫ নভেম্বর ২০১৫ ইং

বরাবর,
বিভাগীয় প্রকৌশলী
প্রশাসন ও সমন্বয় বিভাগ, বি টি সি এল ভবন
মগবাজার, ঢাকা।

বিষয়: ডোমেইন নেম সার্ভার ও আই পি পরিবর্তনের এর জন্য আবেদন।

জনাব,

বিনীত নিবেদন এই যে আমি, প্রধান শিক্ষক,      উচ্চ বিদ্যালয়,। আমার বিদ্যালয়ের  http://www.name.edu.bd ডোমেইন এর নেম সার্ভার পরিবর্তন করে নিম্নবর্ণিত   নেম সার্ভার ও আই পি প্রদানর জন্য আবেদন করছি।
ns1.site.com    5.125.68.26
ns2.site.com    112.5.132.147

অতএব উক্ত বিষয় বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার জন্য সবিনয় অনুরোধ করছি।

(প্রধান শিক্ষক)

 

এবার সেই আবেদন নিয়ে বিটিসিএল এর ৬ তলায় গিয়ে জমা দিয়ে আসতে হবে। বিটিসিএল এর কর্মকর্তারা সেই আবেদন পূর্বের ডোমেইন রেজিস্টড়েশান এর আবেদনের সাথে মিলিয়ে নিয়ে আপনার ডিএনএস পরিবর্তন করে দিবে। এর জন্য কোন ফি লাগবে না। সময় লাগবে মোটামূটি ১৫ দিন।

আমার কাছ থেকে যারা ডোমেইন রেজীঃ করে নিয়েছিলেন তারা এভাবে আবেদন লিখে আমার কাছে মেইল করে দিন আমি ৩ দিনের ভেতর ডিএনএস পরিবর্তন করে দিচ্ছি।

পরিশেষে আমি একজন ছোট হোস্টিং প্রভাইডার। সময় পেলে আমার সাইট থেকে ঘুরে আসবেন। আমার সাইট দেখতে এখানে

ধন্যবাদ

Level 2

আমি অসময়ের পথিক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 25 টি টিউন ও 68 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

.com.bd ডোমেইন ও কি এই ভাবে DNS চেন্জ করতে হবে?

ভাল জিনিস শেয়ার করেছেন , ধন্যবাদ

আপনাকেও ধন্যবাদ।

ইউজারকে কি ফুল কন্ট্রোল পেনেল দেন না?

    বিটিসিএল ডোমেইন এর কোন কন্ট্রোল প্যানেল দেয় না। ধন্যবাদ।

আপনি দেন?

    যারা আমার নিকট থেকে ডোমেইন অথবা হোস্টিং নিয়েছেন তাদের কে দেই। ধন্যবাদ।