ফেসবুক চ্যাটিং-এ আনুন লেখার পরিবর্তন

ছোট্ট একটা পোষ্টের মধ্য দিয়ে শুরু করছি আমার প্রথম টিউন। ফেসবুক পাগলেরা এটাতে মজা পাবেন। অনেকে হয়ত জেনে থাকবেন তবে যারা জানেন না তাদের জন্য এই টিউন।

আমরা তো ফেসবুকে চ্যাটিং এর সময় সাধারণভাবে লিখি। তবে এ লেখার সামান্য কিছু পরিবর্তন করা যায়। আসুন, কথা না বাড়িয়ে শিখে নিই।

চ্যাটিং এর লেখাকে Bold করা যায়। লেখাকে bold করার জন্য **  symbol  দুটি ব্যাবহার করতে হবে। মাঝে শুধু লেখাটা বসিয়ে দিলেই bold হয়ে যাবে। অথাৎ আপনি যদি কাউকে লেখেন hi তাহলে hi লেখাটি বোল্ড করার জন্য লিখতে হবে *hi*. দেখবেন লেখাটি bold হয়ে গেছে।

একই ভাবে লেখাতে underline দেয়া যায়। তবে এই সময় _ _ দুটি symbol ব্যাবহার করতে হয়। অথাৎ তখন লিখতে হবে _hi_. তাহলে লেখাতে underline চলে আসবে।

আর বোল্ড এবং আন্ডারলাইন এক সাথে দিতে চাইলে লেখার system হবে এইরকম- *_hi_*

তবে bold বাংলা লেখায় হবে না। বাংলা লেখায় শুধু underline দেওয়া যাবে।

Level 0

আমি Bookworm ইশতিয়াক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 17 টি টিউন ও 964 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ৯ম শ্রেণিতে পড়ি। বগুড়ায় থাকি। বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ এ পড়ি। ভিন্ন সময় বিভিন্ন দিকে আগ্রহী হলেও গল্পের বই পড়া এবং সংগ্রহ করা আমার সবচেয়ে প্রিয় হবি। আমার সাথে ফেসবুকে যোগাযোগ করতে পারেন- http://www.facebook.com/home.php?#!/ishtiak.jok


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ইশতিয়াক ভাই প্রথম টিউনটাই ফাটিয়া দিলেন………..থাকঙ্কু

ভালো।

ভাই ফাটাফাটি…..

Janlam…………
Thanks.

ধন্যবাদ শেয়ার করার জন্য।

নতুন টিউনারকে welcom.ভাল হয়েছে।ভবিষ্যতে আরো ভলো ভালো টিউন উপহার দিবেন আশা করি।

Level 0

বাহ দারুন তো….:)

Level 2

ভাল হয়েছে।চালিয়ে যান।

প্রিয় টিউনার এবং সদস্যবৃন্দরা, সবাই আমার জন্য please দোআ করেন because এইবার আমি JSC অথাৎ অষ্টম শ্রেণির সমাপনি পরীক্ষা দিলাম। জানি না ফলাফল কেমন হবে তবে আপনাদের দোওয়ায় সব্বোর্চ্চ ভালোটুকু আশা করতে পারি। তাই আপনাদের এই নতুন টিউনারের জন্য দেআ না করলেও মনে মনে plz মঙ্গল কামনা করেন….

    দোয়া পায়রার পায়ে বেধে পাঠিয়ে দিলাম। পায়রাটারে নেট থেকে একটু খুজে নিয়েন। 😉
    ধন্যবাদ for সুন্দর Tune…

Level 0

thanks a lot

নতুন একটা জিনিস শিখলামতো। thanks

ব্যাপারটা জানা ছিলো না। আপনাকে অসংখ্য ধন্যবাদ শেয়ার করার জন্য। দোয়া করি আপনার ফলাফল যেনো ভালো হয়।

এভাবে বাংলায়ও বোল্ড লেখা যায়।
আন্তরিক ধন্যবাদ।

    বাংলায় বোল্ড করলে তো একই রকম আসে। কোনো পার্থক্য বুঝতে পারিনি।
    টিউনটি দেখার জন্য আপনাকেও আন্তরিক ধন্যবাদ।