ইন্টারনেটে ইনকাম বা ইন্টারনেট থেকে আয় পর্ব-০১

ইন্টারনেটে ইনকাম বা ইন্টারনেট থেকে আয় পর্ব-০১

“ইন্টারনেট থেকে আয়” এরকম টিউন অনেক হয়েছে এবং এটা খুবই একটি স্পর্শ কাতর বিষয় টেকটিউনস পরিবারে।

ইন্টারনেট থেকে আয় বিষয়ে কথা উঠলেই প্রথমে আসে অ্যাডসেন্স এর কথা । আমি অ্যাডসেন্স সম্বন্ধে বলতে চাই, অ্যাডসেন্স তেকে আয় করা সম্ভব কিন্ত জীবন ধারণ সম্ভব নয়, তাই অ্যাডসেন্স নিয়ে আর না ভাবাই ভাল।

আমি আমাদের দেশের দৈনিক পত্রিকা গুলির প্রযুক্তি অংশে প্রতিদিন চোখ রাখি এবং প্রায়ই দেখি কিছু প্রতিষ্ঠান ইন্টারনেট থেকে আয় বিষয়ক সেমিনার ও ট্রেনিং এর আয়োজন করে থাকে। তারা কি শেখায় এটা জানা থাকলে এই টিউনে হয়তো আরো কিছু বিষয় স্বচ্ছ করে লেখা যেত।

ইন্টারনেট থেকে আয় করতে হলে আপনাকে ই-কমার্স (ইলেকট্রনিক কমার্স) সম্বন্ধে জানতে হবে।

ই-কমার্সঃ

কম্পিউটার নেটয়ার্ক ও ইন্টারনেট এর মাধ্যমে কোন বস্তু (Product/ যেমনঃ software, handicrafts, clothes, processed foods, images etc) বা সার্ভিস (Service/ যেমনঃ IT Skills or other skills etc) কেনা-বেচা করাকেই সাধারণ ভাবে ই-কমার্স বলা হয়।

আমরা যেহেতু কেনার চেয়ে বিক্রিতেই বেশী আগ্রহী, তো দেখা যাক কিভাবে আমরা আমাদের প্রোডাক্ট ও সার্ভিস বিক্রি করতে পারি।

সার্ভিস বিক্রিঃ

সার্ভিস বিক্রির সবচেয়ে ভাল উপায় হচ্ছে ফ্রীল্যান্স প্রোগ্রামিং। আপনি ফ্রীল্যান্স প্রোগ্রামার হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করতে পারেন।এখন প্রশ্ন  হল কিভাবে শুরু করবেন? আমার মনে আছে একজন টিউনার ফ্রীল্যান্স প্রোগ্রামিং নিয়ে সুন্দর একটি টিউন করে ছিলেন, আপনারা সেটা আবার পড়ে দেখতে পারেন। ফ্রীল্যান্স প্রোগ্রামার হিসেবে কাজ করতে হলে আপনার কমপক্ষে নিম্ন লিখিত বিষয গুলিতে পারদর্শী হতে হবে-

  • ওয়েব ডেভলপমেন্ট (static and dynamic (e-commerce)
  • Php, MySQL, HTML, Dreamweaver (বা এরকম), CSS etc
  • ডেটাবেইজ ম্যানেজমেন্ট (যেমনঃ পে-রোল সিস্টেম)

এছাড়া যত বেশী এরিয়ায় (as many areas of programming)পারদর্শী (Java) হবেন তত বেশী কাজ আপনি করতে পারবেন।

ফ্রীল্যান্স প্রোগ্রামার হিসেবে কাজ করতে হলে আপনাকে আরো কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে, যেমন-

  • ভাল রেজুমি (resume)
  • আপনি নিজে করেছেন এমন software

সবসময় রেডি রাখতে হবে (you can upload it in your personal page on online) কারণ যারা আপনাকে কাজ দেবে তারা এর মাধ্যমে আপনার অভিজ্ঞতা ও দক্ষতা পরিমাপ করবে।

নিম্নে একটা লিংক দেয়া হল যেখানে আপনি প্রথম সারির ২০ টা ফ্রীল্যান্স কাজের ওয়েব লিংক পাবেন এবং সেখান থেকে আপনি ফ্রীল্যান্স প্রোগ্রামার হিসেবে কাজ যোগাড় করতে পারবেন।

Top 20 Websites to Find Work as a Freelance Designer

পরবর্তী পর্বে প্রোডাক্ট বিক্রি সম্পর্কে লিখব আশারাখি।

ধন্যবাদ।

Level 0

আমি জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 61 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

শেখা আমার শখ। কখনও ভাবিনি ব্লগার (টিউনার) হব, যে দিন থেকে টেকটিউনস পরিবারে এলাম, নিজের অজান্তে টিউনার হলাম (যদিও বংলা টাইপ করা খুবই কষ্ট) আর সেই সাথে শিখতে শুরু করলাম।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

মনে হয় এবার জট খুলবে…..

Oh …….vlo lagbe mone hoi টা

Level 0

Oh bai taratari koran ar wait korta parche na……………………………………

ইন্টারনেট থেকে উপার্জনের ক্ষেত্রে ফ্রী-ল্যান্স লেখালেখির কথাটা বললে ভাল হয়। এটা ভারত ও পাকিস্তানে একটি রমরমা ব্যাবসা।

thanks a lot

Level 0

খুবই ভাল ট্রিক্স। শেয়ার করার জন্য ধন্যবাদ ।