হুম….সম্ভব আপনার ডাওনলোড স্পীডকে সর্বচ্চ ৫০ গুন বৃদ্ধি করার! [টিউটোরিয়াল]+ ছোট হলেও কাজের অনেক কিছু (মেগা টিউন)*(এক্সক্লুসিভ টিউন)*

অনেকদিন হলো টিউন করা হয় না... বিভিন্ন কাজে ব্যস্ত থাকায় টেকটিউনসে আর লেখা হয়ে উঠে নি 🙁 সেজন্য প্রথমেই স্যরি বলে নিচ্ছি......

এবার কথা না বাড়িয়ে ফিরে আসি টিউনে।আজকে এমন একটা ডাওনলোড ম্যানাজারের কথা বলবো যেটি আপনার ডাওনলোড স্পিড কে সর্বচ্চ ৫০ গুন বৃদ্ধি করতে পারবে(**অনেক ক্ষেত্রে সেটা বেশিক্ষণ স্থায়ি নাও হতে পারে**)এমন কি আপনার আর ফাইল খুজে তারপর ডাওনলোড দেওয়া লাগবে না! ডাওনলোড ম্যনাজারটিতেই পাবেন প্রায় সব রকমের ফাইল:

  • Movies
  • Softwares
  • Videos
  • Music
  • Games
  • এমনকি আরো অনেক কিছু!

এটা ফ্রিতে পাওয়া খুবই দূর্লভ! তবে একটা ফাইল সার্ভার থেকে আমি সেটা ফ্রি পেয়েছিলাম তাদের একটা স্পেশাল অফার উপলক্ষে।আমার ডাওনলোড স্পিড মূলত ৭ কে.বি. তবে এটি ইউস করে আমি স্পিড পেয়েছি ৩০০-৪০০ কেবিপিএস! যেটা প্রায় অবিশাস্য!....

~কেউ বিশ্বাস না করলে নিচের স্ক্রিনশট দেখুন:

hh

ss

ডাওনলোড ম্যানাজারটিট নাম ইজি ডাওনলোডস (Easy Downloads)।এটি Izloader কোম্পানীর একটি পণ্য।

এটার ট্রায়াল ভার্সন ডাওনলোড করতে পারবেন ফ্রি তে।কিন্তু ফুল ভার্সন ডাওনলোড করতে আপনার প্রায় ১০ ডলার গুণা লাগবে....!

jjj

তবে চিন্তা নেই।আমি নিজে পুরো ফুল ভার্সন টা দিচ্ছি একদম ফ্রী তে 🙂

এখান থেকে ডাওনলোড করুন।পাসওয়ার্ড:rafsantechtunes

ফাইলটি ডাওনলোড হলে যেকোনো জায়গায় এক্সট্রাক্ট করুন।এবার ইজি ডাওনলোডস.ইএক্সই ফাইলটি ওপেন করুন।এবার সার্চ বক্সে কি ডাওনলোড করতে চান লেখুন:

nn

এবার সার্চ রেজাল্ট থেকে সঠিক ফাইলটি চয়েস করে ডাওনলোড বাটনে ক্লিক করুন

ono

এবার আপনা আপনি ডাওনলোড শুরু হয়ে যাবে 🙂

____________________________________________________________________________________________

এবার ছোট হলেও দরকারী কিছু জিনিশ যা আমি নিজে সংগ্রহ করেছি:

বিভিন্ন এন্টিভাইরাস সিরিয়াল,কিজেন,ক্র‍্যাক সহ (মিডিয়াফায়ার লিংকে):

------------------------------------------------------------------------------

বিভিন্ন সময় আমাদের এন্টিভাইরাস প্রয়োজন পরে।আর সে ক্ষেত্রে এন্টিভাইরাস পেলেও এর সিরিয়াল,কিজেন,ক্র‍্যাক ইত্যাদি বের করতে সমস্যা হয়।কিন্তু আমার সংগ্রহীত কিছু মিডিয়াফার লিংক দিচ্ছি যেখান থেকে এসব এন্টিভাইরাস সিরিয়াল,কিজেন,ক্র‍্যাক ইত্যাদি সহ ডাওনলোড করা যাবে (রিজিউম সাপোর্ট):

http://www.mediafire.com/?4hwj7xtovx7eb

http://www.mediafire.com/?cm74qnk375bkr

http://www.mediafire.com/?xxyasg9j2dmux

http://www.mediafire.com/?axrxitiu3tzj3

http://www.mediafire.com/?puykwb95bb5bd

http://www.mediafire.com/?asfukf4kuzjid

=================================================================================

ফুল স্পিডে ইন্টারনেট ব্রাউস করুন!:

-----------------------------------------------

ব্রডব্যান্ড অনেক ট্রিক্স আছে যা দিয়ে আপনার স্পিড ঠিক রাখা যায়।১২৮ কেবিপিএস এর নেটওয়ার্ক লাইন দিয়ে পাওয়া যায় তার অর্ধেক।তবে এ সমস্যা ঠিক করতে একটা দারুণ সফ্টওয়ার পেয়েছি।এটি দিয়ে ফু্ল স্পিডে নেট ব্রাউস করা যায়।এটা ফ্রী তে ডাওনলোড করতে চলে যান এখানে

=================================================================================

জনপ্রিয় মুভি গুলো ডাওনলোড করুন এমকিভি রিপে (টরেন্ট):

-----------------------------------------------------------------------------------------

এমকিভি রিপ এর কথা আমরা প্রায় সবাই জানি।মুভির সাইজ ছোট হলেও মুভি কোয়ালিটি ভালো হয়।আর এমকিভি কোয়ালিটিতে মুভি রিপ করে আসছে

MKVGuy নামের একটা গ্রুপ।তাদের রিপ করা এসব মুভি পাবেন এই লিংকে:

http://thepiratebay.org/user/MKVGuy/

=================================================================================

সাজিয়ে তুলুন ফায়ারফক্স কে বিশ্বকাপের সাজে !:

-------------------------------------------------------

ফায়ারফক্সকেও সাজিয়ে তুলুন বিশ্বকাপের সাজে এই দুটি পার্সোনা পরিয়ে

https://addons.mozilla.org/af/thunderbird/addon/cricket-world-cup-2011-icc/

অথবা

https://addons.mozilla.org/en-us/firefox/addon/icc-cricket-world-cup-2011/

=================================================================================

নাটক ডাওনলোড করুন মিডিয়াফায়ার লিংকে:

----------------------------------------------------------

বিভিন্ন নাটক ডাওনলোড করুন মিডিয়াফায়ার লিংকে:

http://www.mediafire.com/?l2abobnvxayzb

================================================================================

সরাসরি চেক করুন আপনার ডাওনলোড স্পিড:

-------------------------------------------------------------

ছোট্ট একটা ফ্রী সফ্টওয়ার দিয়ে আপনিও খুব সহজেই চেক করতে পারবেন আপনার ডাওনলোড ও আপলোড স্পিড।টুল টার নাম ডু মিটার।এটা ফ্রী তে পাবেন এখানে

=================================================================================

বলিউড মুভি মিডিয়াফায়ার লিংকে ডাওনলোড করুন:

---------------------------------------------------------

ফ্রী তে লেটেস্ট বলিউড মুভি ডাওনলোড করতে সোজা চলে যান এ লিংকে:

http://www.mediafire.com/bollywoodmovies

=================================================================================

স্লো নেট দিয়েও কন্ট্রোল করুন অপরের পিসি:

--------------------------------------------------------------------

স্লো নেট দিয়েও সহজেই অপরের পিসি আপনি কন্ট্রোল করতে পারবেন টিম ভিউয়ার নামের একটা সফ্টওয়্যার দিয়ে।ফ্রী তে ডাওনলোড করুন এ লিংক থেকে 🙂

=================================================================================

প্রায় সব সফ্টওয়্যার পোর্টাবেল ডাওনলোড করুন:

---------------------------------------------------------

প্রায় সব সফ্ট ই পোর্টাবেল ভার্সনে ডাওনলোড করুন http://portableapps.com/ থেকে।আর এদের পিসি সুইট টি আর জোশ! ডাওনলোড করুন এখান থেকে http://portableapps.com/suite

**********************************

**********************

*************

যা ছিল সংগ্রহে প্রায় সব কিছুই দিয়ে দিলাম।কোনো সমস্যা হলে আমাকে সবসময় পাবেন ফেইসবুকে http://www.facebook.com/profile.php?id=100002032772501

অবশ্যই কমেন্ট করবেন প্লিজ!

Level New

আমি রাফসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 56 টি টিউন ও 495 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

আরে বাপরে! অসাধারণ। অনেক ধন্যবাদ আপনাকে।

vaijaan amarrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrrr tooooooooooooooooooooo matha aaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaa gorseeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeeee?

    নতুন কোনো ঝামেলায় ফেলাইয়েন না ভাই! 😛

অনেক সুন্দর টিউন ।
আরও টিউন করবেন।
ধন্যবাদ। প্রিয়তে।

ভাই! আপনি কই আছিলেন, আপনেরে আমি বহুত মিস করসি! টিউনের কথা কী আর বলব! অসাধারন!!! আরেকটু ঘন ঘন টিউন কইরেন!

    আর করবেন না! এখন নিয়মিত থাকব ভাইয়া! ধন্যবাদ কমেন্ট এর জন্য!

এমনভাবে সবকিছু দিলেন যেন বিশ্বকাপের টিকেট দিচ্ছেন।আপনি কী ভাই পেয়েছেন বিশ্বকাপের টিকেট।যদি না পান তাহলে আমার সাথে হাত মিলান।কারন আমিও ভাই পাইনি।টিউনটি কিন্তু জটিলস্ হয়েছে

    ট্রাই করসি ভাই! কিন্তু পাইনাইক্কা।সমস্যা কি টিভি আছে না? 🙂 ধন্যবাদ 😀

chalia jan vai…onek onek valo laglo,,

Level 0

সত্যিই অসাধারণ। অনেক ধন্যবাদ 🙂

অসাধারণ। একের মধ্যে অনেক রকম সফটওয়ার আর ওয়েব লিংকের সন্ধান দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

কোনটা রেখে কোনটা নেই । তবে কাজ হয় কিনা আগে ডাউনলোড করে দেখি।

Level 0

Darun tune vai

Level 0

অসাধারণ …………
my speed KB/260+

Level 0

vai just apnake
comment korar jonno log in korsi.
ato kisu a sate disen konta rekhe kon ta download korbo….?
thankssssss bossssss tunessss……..
sabas

অনেক ধন্যবাদ মুভি দেখে সময় কাটবে।

    গুড টাইমিং! ধণ্যবাদ মন্ত্যবের জন্য!

Level 0

vai tune ta darun……………..bt vai resume korte partasina………….speed besi khon thaktasena…………..

    অনেক ক্ষেত্রে স্পিড বেশিক্ষণ থাকে না! রিজিউম করা যায়

    ডাওনলোড ক্যান্সেল দিয়ে তারপর আবার নতুন করে সার্চ করুন।দেখবেন রিজিউম শুরু হয়েছে।

    আর ভাই স্পিড আপনার যেটা এমনিতে পাওয়ার কথা সেটা তো সবসময় পাচ্ছেন তাই না?

    আর অন্য ডাওনলোড ম্যানাজার দিয়ে ডাওনলোড করলে কি ১ সেকেন্ড ও থাকতো এমন স্পিড?

    যা পাচ্ছেন তা কি বেশি নয়?

Level 0

ভাইয়া আমি এটা দিয়ে ডাউনলোড করতে গিয়ে দেখছি স্পিড 0.1kbps এর ওপরে ওঠেই না। 🙁

    ব্যাপার আছে কিছু! যত বড় ফাইল ডাওনলোড করবেন তত স্পিড উঠবে!

    বড় ফাইল এর সাথে স্পীড এর সম্পর্ক জীবনে প্রথম শুনলাম।

    বড় ফাইল বেশী স্পিড !!!!

    Level 0

    বড় ফাইল বেশী স্পিড !!!! হাহাহা

ভালো হয়েছে রাফসান ভাই ……………

thanks

allah apnake aro dek …….. amader jonne….. valo hoyese…….

অনেক দিন পর কেউ মন খুলে টিউন করল।আপনাকে অসংখ্য ধন্যবাদ।

    সত্যি তাই! আপনাকেও ধন্যবাদ 🙂

Level 0

Bro ami thik bujmanna. Ami ja esse tai download korte parbo naki na? Ar ta hole kothai link dibo? Okhane ja show korse ar besi kisu ki download kora jabena?

    -ভাইয়া সবরকম এর ফাইলই তো ওখানে পাওয়া যায়

    -এর এন্সারও উপরে

    -নাহ! আর ওখানে সব কিছুই পাওয়া যায় এর বেশি দরকার আছে কি?

Level 2

আরে ভাই! আমি তো এতদিন আপনারেই খুজতেছিলাম। অনেক ধন্যবাদ।

nice nice.thanks a lot dear

Hmmm i see

vai bolar kissu nai. vai anonda thanks o dite parsi na.
vai arokom aro dean.

Level 0

কি কমেন্ট করব সেটাই বুঝতে পারছি না!!! গতকাল বাংলাদেশ তো চোখে ধান্দা লাগিয়ে গেল…… আর আজ আপনি!!! দুর্দান্ত…;)

    ভাই এখন চুপ থাকেন! আমি ভয়ে আছি ! কালকে না জানি নিজের দেশের মাটিতে বাংলাদেশ কি করে! ধন্যবাদ মন্তব্যের জন্য!

Level 0

আমি যতদুর জানি যে download manager গুলোর মধ্যে internet download manager সবথেকে ভাল আর torrent file এর জন্য সেরা হল vuze আপনার টা যাচাই না করে বিশ্বাস করতে পারছি না ।শেয়ার করার জন্য ধন্যবাদ ।

    ইnternet download manager

    আমি নিজেও ইউস করি!

    আর টরেন্ট ফাইল এর জন্য ইউস করি ইউটরেন্ট সেটাই বেশ ভালো লাগে!

    যাচাই করার দরকার ই নাই, আইডিএম বস দের বস। Sync cue + লিঙ্ক রিপ্লেস এখনও কেও দিতে পারবে কিনা সন্দেহ।

    ও আচ্ছা তা আপনি আইডিএম ইউস করেন না? কেনো আপনি না ব্যাক্তিগত ভাবে পাইরেসি সহ্য করতে পারেন না শাওন ভাইয়া……

    আমি Jdownloader ইউজ করি। Rapid, Mega, hotfile এর লিঙ্ক চেক + download করতে পারে idm বা ইজি? আমি ওগুলো জ্দৌংলওয়াদের দিয়ে কাচা খাই। 😛

    হোস্টিং সাইটের জন্য J ভাল , তবে আমার কাছে মাইপনি চরম লাগে
    Sync cue + লিঙ্ক রিপ্লেস প্লিজ একটু বুঝান

many many thnx 4 ur extra ordenary collection viya. pls amakay ak2 help kortay parban? onak din dhoray sutterstock.com ar premium account ar premium account password o usear id hack kortay caitaysi bt on works

    একটু মেইল আইডি টা দিয়ে রাখুন! কিছু পেলে অবশ্যই জানাবো 🙂

ধন্যবাদ দিতে পারছি না। এক second এর জন হাজার কেবি পাক, কয়েক মেগা পেয়েই বা লাভ কিসের আর এটা আপনার downloader এর কৃতিত্ব দিতে আমি নারাজ। বিশ্বাস না হলে যে কোনও ফাইল ফায়ারফক্স এর নিজের downloader দিয়ে নামিয়ে দেখুন, প্রথম 600 KB + থাকে পড়ে কমতে কমতে আসলে এসে ঠেকে। আসলে অনেক downloader এর cache থেকে স্পীড শো করে। আমার banglalion 256 kbps এর লাইন, আমি 32 KB যদি kono ডাউনলোড ম্যানেজার দিয়ে পাই, তাহলে বুঝতে হবে আমার ম্যানেজার সম্পুর্ন ঠিক ভাবে কাজ করছে, সেখানে আমাকে যদি 100 কেবি শো করে তবে বুঝতে হয়ে ঘাপলা আছে। টিউন টি সুন্দর সন্দেহ নাই। তবে adjecive একটু বেশি লাগানো হয়েছে। আপনি যে স্ক্রীন শত গুলো দিয়েছেন সেগুলো 1% হবার আগেই অর্থাত্‍ স্টেডি স্টেট আসার আগেই। 15% কম্প্লিট হলে একটা স্ক্রীন শট দেন। বাকি লিঙ্ক গুলো বেশ কাজের । যদিও আমি ব্যক্তিগত ভাবে Piracy কে না বলি।

    আপনার আপনার করছেন কেনো? ডাওনলোড ম্যানাজারটি কি আমি বানিয়েছি?

    কাজ করে কিনা সেটা কমেন্টারদেরই প্রশ্ন করুন!

    ভাই রাগ করলে চলবে না, যুক্তি তে আসুন। আমার লাইন যেখানে ৩২ KB ম্যাক্স supported, সেখানে ৫০ গুণ বেশি স্পীড কী ভাওতাবাজি নয়? ১৫% এর একটা স্ক্রীন শট দেন

    আনলিমিটেড % ফাইজলামি ছাড়া আর কিছু না

    Level 0

    ঠিক ১৫-২৫ % এর একটা স্ক্রীন শট দেন । 😀

thanks for this tunes. amar ontorer modho khan thike.

Level 0

thanks for ur tune.do u have properly functioning clean latest idm? If so,then please help me by giving the link.

    I will publish it in my next tune 🙂

    I have. একদম নতুন টা চাইলে সাইলেন্ট পাবেন না। patch নিয়ে ইন্সটল এর ঝামেলা বেশি। patch ছাড়া ঝামেলাহীন আইডিএম সারাজীবন চাইলে http://www.rmcforum.com/topic855.html এখানে থেকে নামিয়ে নিন। আপডেট করবেন না। আর যদি আপডেট জনিত বিপত্তি এড়াতে চান তাহলে
    http://www.rmcforum.com/topic728.html এই টপিক টি পড়ে নিন। বাপের জন্মেও আইডিএম নিজে থেকে আপডেট হয়ে ঝামেলা করবে না।

ফালতু টিউন না করলে কি হতো না? ব্লগার ও কিছু আছে কিছু না বুঝেই ধন্যবাদ দেয়া শুরু করবে।

    টিউন টি যতই নিম্নমানের হোক না কেন, এরকম বক্তব্য আরেকজন কে টিউন করতে হতাশ করে।

A+

    আর কইলাম না!

    Level 0

    ওরে আল্লাহ হেতে কয় কি!!

ভাই আমি ত Easy Downloads নামাইতে পারতেছি না । আপনি আমাকে কষ্ট করে ফাইলটা মেইল করে দেন।

আমার মেইল : [email protected]

আশা করি অতি শিগ্রই ফাইলটা মেইল দিবেন 🙂

Level 0

apni comment pawyer moto…………

vai, tune ta onek valo hoise, bt ami to download korte partesi na, 40 min dhore just “finding nearest servers….” dekhacce, ami bes koyta file download korar try korsi, bt akta o hocce na 🙁

Level 0

শুধু আপনাকে ধন্যবাদ জানাতেই এখন লগ ইন করলাম।এতক্ষন এ সাইটে ভিজিটর ছিলাম।
আসধারন হয়েছে।
তবে পরে সমস্যায় পড়লে আপনাকে পাবতো?

বিশ্বাষতো হয়না। তবু বিশ্বাষ করতে মন চায়। কি আর করব, ডাউনলোড দিয়াই দেখি।

Level 0

Amar dumdam 76 MB hoar por ar noreona choreona
@ Rafsan bhai apnar 700 MB Download korte koto shomoy lage?

এটা যারা এই সফটওয়্যারের নির্মাতা তাদের কারসাজি।ডাইনলোড স্বাভাবিক স্পীডে হয় কিন্তু তা প্রদর্শন করে অন্য স্পীড।কারসাজি যাতে ধরতে না পারে সে জন্য তাদের নিজেদের ডাউনলোডার দিয়ে ডাউনলোড করতে হয়।

দেখা যাক…………

যা……………………সংগ্রহ যে খালি হয়ে গেলো…………এবার কি হবে?

কিছুই না………সংগ্রহ….আবার খালি…………..এই ভাবেই চলবে………………..অপেক্ষায় রইলা…..থাকবো……
বিশ্বকাপের অভিন্দন

Level 0

ভাই ফাউল একটা সফটওয়্যার। আমার ডাউনলোড স্পীড ফাস্ট এর থিকেই ১-২কেবি করে শুরু করছে। অনেক কষ্টে ৮ কেবি উটছে। তাই আপনাকে অনুরদ করা জাইতাছে যে সামনের থিকে এই সব ফালতু টিউন লেকবেন না।

রাফসান আমাকে আগে না দিয়ে টিটি তে শেয়ার করলি? anyway nice tune.

অসাধারন!!!!!

ওয়াও! সত্যি কাজ করছে দেখি!

সুন্দর টিউন…. 🙂

এটা খুবই ভাল

ভাইয়া,
এটা কি ডাউনলোড ম্যানেজার দিলেন? আমার তো মাথা নষ্ট হয়ে যাচ্ছে স্পীড দেখে। আমি ব্রডব্যান্ড ১ মেগাবাইট ইন্টারনেট কানেকশন ব্যবহার করি। আমি আপনার এই ডাউনলোড ম্যানেজার ব্যবহার করে ৮ থেকে ১০ মেগাবাইট প্রত্যেক সেকেন্ডে ডাউনলোড স্পীড পাচ্ছি। আমি শেষ।

    ভাই ১০ percent এর পর আর ভাল লাগবে না।

রাফসান ভাই প্রথমে ২৩০ কেবি পাইছিলাম পরে দেখি এই অবস্থাhttp://www.freeimagehosting.net/uploads/6423120fe8.png

এর উপায় থাকলে বলেন

download er bajey obosta.Amar maximum 32 KB/s cross kortey parlo na.Taholey eto prosongsa korey Luv ki.IDM e valo.

রাফসান ভাই এটা কি পেলাম……আমি কল্পনা ও করতে পারছি না আমার ডাউনল্ওড স্পিড ৪৫০-৫০০ কেবি। ইয়াহু। আপনাকে কি বলে ধন্যবাদ দিব তা জানি না।আপনি রিয়েলি একজন জিনিয়াস পারসন।

Level 0

বাজে জিনিস ডাউনলোড দিয়া দেখেছি 1.5mps পাই কিন্তু আমার bandwidth monitor এ তা শো করে না। মানে কোন ডাউনলোড হচ্ছে না। যখন আসলে ডাউনলোড শুরু হয় তখন 13KBps শো করে আর আমার bandwidth monitor ও 13KBps শো করে তার মানে আগের টা লোভ দেখাইসে ।

    এ কথা টা আগেই বলছিলাম, কমেন্ট খেয়াল করছেন?

Level 2

রিজিউম সাপোর্ট মনে হচ্ছে পাবে না। 10% হবার পর স্বাভাবিক যে স্পীড সেটা চলে আসে। যদি রিজিউম সাপোর্ট করা যায় তাহলে বলব সফটওয়ারটা জোশ। আর যদি না পারা যায় তাহলে বলব সফট টা পুরাই ভাউতামি। বিস্তারিত তথ্য আশা করছি।

সফট গুলো পাস ওয়াড চাইতেছে..কি করি.?

ভাইজান, ডাউনলোড রিজিউম করব কি করে ? একটু তাড়াতাড়ি বলেন।

Level 0

amaka free ta english movie download korar valo kichu website( direct link deoya thaka)adders deya help koran plz

ভাইজান স্পিড কি বাড়ার কথা ছিল ? নাকি কমার ? আমার ক্ষেত্রে কইমা গ্যাছে , মাইন্দ কইরেন না এই ডাউনলোডের কুনো কামের না

Level 0

রাফসান ভাই, শুধু আপনার একথাটাই ১০০ পার্সেন্ট সঠিক **অনেক ক্ষেত্রে সেটা বেশিক্ষণ স্থায়ি নাও হতে পারে** ১০ পার্সেন্ট এর পর গাড়ী চলেনা…. তবু ধন্যবাদ।

    Level 0

    Aar cholbeo na 🙂

Level 0

Shobar jonno onek upokari ekta Megatune. Thank you very much.

Level 0

many thanks for right information

MARVELLOUS TUNE !………………………KEEP IT ON,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,THANKS A LOT!!!!!!!!!!

Hello ami apner deoa mediafire link বিভিন্ন এন্টিভাইরাস সিরিয়াল,কিজেন,ক্র্যাক সহ (মিডিয়াফায়ার লিংকে)golo theke kisu file namisi segolote password chai .
plz give me the password.
thank you for your post.

Level 0

টিউনটা আসলেই এক্সক্লুসিভ। ধন্যবাদ রাফসান ভাই এত কিছু একসাথে শেয়ার করার জন্য।

এক শাথে এত হেল্প !!!!!!!!!!!!! ধন্যবাদ

খাইছে! thanks

Level 0

problem ta ki bujhte partesi na vai……ami oikhan e jei menu gula ase oigula te jotobar ee click kori na kenri na ken kisui hoy na..kisukkhon load hoia again page tai show kore….karon ki hote pare vai ???