মার্চেই চালু হচ্ছে বাংলা ডোমেইন

হ্যাঁ আমরা বাংলা ডোমেইন কেনার অপেক্ষায় ছিলাম কবে ইন্টারনেটে ডোমেইন নাম হবে বাংলা । কবে এভাবে লিখতে পারবো http://www.মা.com .আমরা অধীর আগ্রহে রয়েছি মাতৃভাষা বাংলাকে ইন্টারনেট ডোমেইন পাবার জন্য । শীঘ্রই আমাদের এই প্রত্যাশা পুরন হতে চলেছে বলে জানিয়েছেন বিটিআরসি চেয়ারম্যান জিয়া আহমেদ আর ইতিমধ্য চালু হয়েছে http://www.বাংলাদেশ.com ? কিন্তু প্রশ্ন থেকেই এবারো কি কম.বিডি ডোমেইনের মত বাংলা ডোমেইন দায়িত্ব পাচ্ছে বিআরটিসি? যদি তাই হয় আমার প্রশ্ন সরকারের হাতে থাকা প্রতিষ্ঠান কতটুকু সফলতা পায় ? কতটুকু সফল টেলিটক .বিটিসিএল ও কম.বিডি ডোমেইন ? সরকারি প্রতিষ্ঠানের বিভিন্ন শর্ত ও দুর্নিতীর খড়্গে সাধারন মানুষ অতিষ্ঠ হয়ে উঠে তাই আমার অনুরোধ বাংলা ভাষার যে সম্মান দেখিয়েছে আইকান এই সম্মান রক্ষার্থে ও বাংলা ভাষাকে আরো প্রসার করার লক্ষ্যে বাংলা ডোমেইন ক্রয় বিক্রয়ের দায়িত্ব বিটিআরটিসি নয় অন্যকোন বাংলাদেশী কোম্পানীকে দেওয়া উচিত্‍ ও জোরালো দাবি জানাচ্ছি।অবশেষে একটি বাংলা ডোমেন কিনে ওয়েবসাইট বানাতে পারবো এই আশায় আজকের মত বিদায় ।
লেখাটি একযোগে somewhere in bangla blog লেখাটি একযোগে techtunes bangla information technology blog ও লেখাটি একযোগে bangla it blog প্রকাশ করা হলো ।

Level 2

আমি MD. RUBEL AHMED। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 588 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ইন্টারনেট থেকে নতুন জিনিস শিখতে ও শেয়ার করতে ভালবাসি ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

বিষয়টা ক্লিয়ার হলাম। অনেক ধন্যবাদ.

    আপনাকেও ধন্যবাদ . বাংলা ডোমেইন দিয়ে ওয়েবসাইট বানাবেন তো ?

onek onek thanks bhai. im agree with you

    আপনাকেও ধন্যবাদ . bangla domain সহজলভ্যতা ও পাকিং বন্ধ করার দাবি জানানো উচিত্‍ ।

http://www.বাংলাদেশ.com ডোমেইন খানা তো পার্ক করা ব্রাদার।

    হ্যাঁ .তবে আমার আপনার একটা উপায় আছে সেটা হলো প্রতিবাদ করা । এখনো যেহেতু বাংলা ডোমেইন বিক্রী শুরু হয়নি তো সরকার অনেক কিছু সংশোধন করতে পারবে । আসুন আবার বল্গে ঝড় উঠাই বাংলা ডোমেইন পাকিং করার বিরুদ্ধে আইন করতে হবে । নতুবা সব বাংলা পপুলার নামের ডোমেইন পার্কিং হয়ে যাবে । অতএব যে বাংলা ডোমেইন পাকিং এর অভিযোগ পাবে সেটা তত্‍ক্ষনাক বাতিল করে উপলভ্য করতে হবে ।

    সহমত

http://www.xn--54b6eqazv8bc7e.com/ এটা হলো http://www.বাংলাদেশ.com ডোমেনের্ পূর্ন রুপ কিন্তু এভাবে কি লাভ হলো ?

    ঠিক .আমাদের উচিত্‍ সরকারের কাছে দাবি জানানো বাংলা ডোমেইন কেনার দায়িত্ব কোন কোম্পানীর হাতে ছেড়ে দেওয়া ।

    সহমত পোষণ করছি। আমরা ভালো ডোমেইন হাতেই পায় না শুধু মাত্র বিভিন্ন কোম্পানির জন্যই

কিন্তু প্রশ্ন থেকেই এবারো কি কম.বিডি ডোমেইনের মত বাংলা ডোমেইন দায়িত্ব পাচ্ছে বিআরটিসি?
????????????????????????????????????????????????????????????????????????????

    ধন্যবাদ মেহেদী আকরাম ভাই । আসলে বিআরটিসি থেকে ডোমেইন কিনতে গেলে কম.বিডি ডোমেইন মত ঝামেলা হবে । আমাদের উচিত্‍ বাংলাকে বিশ্বদরবারে উচু স্থানে নিয়ে যেতে বাংলা ডোমেইন সহজলভ্য করতে হবে । আর এটা বিআরটিসির হাতে থাকলে কখনো সম্ভব না । তাই এখনি সময় বাংলা ডোমেইন নিয়ে লেখালেখি করতে হবে আমাদের । ধন্যবাদ

টেকটিউনস.com হবে নাকি techtunes.bangla হবে?

    আমি শিরোনামে লিখেছি http://www.টেকটিউনস.com হবে । তবে বাংলা ডোমেইন কোথা থেকে কিনতে হবে কি কি লাগবে বাংলা ডোমেন কিনতে বিষয়টা এখনো পরিস্কার নয় । আশা করি শীঘ্রই বাংলা ডোমেইন কেনার দিক নির্দেশনা পাবো ।

আসলে এভাবে চলবে না । অনন্য ডোমেইনের মত বাংলা ডোমেইন বিক্রী করার জন্য বাংলা বল্গারদের সরকারের কাছে দাবি জানানো উচিত্‍ ।

bangla domain registation পদ্ধতি কি হবে ? একটি বাংলা ডোমেইন কিনব ভাবছি । কিন্তু বাংলা ডোমেন কিনার নিয়মকানুন জানিনা । কিভাবে বাংলা ডোমেইন কিনতে হবে জানালে খুশি হবো । আমি বাংলা ডোমেইন কেনার আইনকানুন জানতে চাই । আশা করি বাংলা ডোমেইন রেজিষ্টেশন করার নিয়ম কেউ জানাতে পারবেন ।