গুগল কিভাবে ওয়েবসাইট র‍্যাঙ্ক করায়? আপনার সার্চ রেজাল্ট নির্ভর করে যার উপর

টিউন বিভাগ ইন্টারনেট
প্রকাশিত
জোসস করেছেন

বিশ্বের সর্ববৃহৎ সার্চ ইঞ্জিন গুগলে প্রতিদিন ৩.৫ বিলিয়ন সার্চ হয়। এই লেখাটি পড়ার সময় ইতিমধ্যে ৬০ লাখ সার্চ হয়ে গেছে।

শুনতে অবাক লাগলেও সত্য। ইন্টারনেট লাইভ স্টেটস এর তথ্য মতে তাই।

বছরে প্রায় ১.২ ট্রিলিয়ন সার্চ হয় পৃথিবী জুড়ে। এই বিপুল সংখ্যক সার্চার কে গুগল কিভাবে সামলায়?

google searches yearwise

ছোটবেলা থেকেই শুনে আসছি গুগল সব কিছুর উত্তর জানে। গুগলে সার্চ করলে সব পাওয়া যায়। আমরা বড় হয়েছি গুগল ও বড় হয়েছে। সাথে অন্য কোন সার্চ ইঞ্জিন এতটা আগাতে পারেনি। তার আসল কারন হলো গুগলের সার্চ এলগরিদম।

গুগলের সার্চ এলগরিদম অনেক শক্তিশালী। এতটাই শক্তিশালী যে অন্য কোন প্রতিদ্বন্দ্বী দাড়াতে দেয়নি বিগত এক যুগ ধরে।

গুগল সার্চ এলগরিদম বছরে প্রায় ৪০০-৫০০ বার আপডেট নেয় উদ্দেশ্য একটাই, সার্চার কে বেস্ট সার্চ রেজাল্ট দেয়ার জন্যে।

সম্প্রতি গুগল র‍্যাঙ্ক ব্রেইন নামক নতুন কোডিং চালু করেছে যা অভাবনীয়।

গুগল র‍্যাংক ব্রেইন নিয়ে অন্য কোনদিন আলোচনা করব। আজ আলোচনা করব গুগল সার্চ ফ্যাক্টরস নিয়ে।

আমরা যারা ওয়েবসাইটে ব্লগ লিখি তারা সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান নিয়ে ঘাটাঘাটি করি। সার্চ ইঞ্জিন কি পছন্দ করে আর কি অপছন্দ করে তা জানার চেষ্টা করি।

মজ এর হিসেব মতে গুগল ২০০+ ফ্যাক্টর এর উপর ভিত্তি করে ওয়েবসাইট র‍্যাঙ্ক করায়। তার মধ্যে কিছু কমন ফ্যাক্টর ছাড়া প্রায় সব গুলোই প্রতি মাসে মাসে আপডেট হয়।

কমন ১০০+ গুগল  ফ্যাক্টর গুলো কি?

কন্টেন্ট বা আর্টিকেল সংক্রান্ত ফ্যাক্টর

  • টাইটেল ট্যাগ এ কিওয়ার্ড
  • কিওয়ার্ড দিয়ে শুরু টাইটেল ট্যাগ এবং ডেসক্রিপশন ট্যাগ
  • কিওয়ার্ড H1 ট্যাগ এর মধ্যে
  • কন্টেন্ট এ Keyword
  • আর্টিকেল এর মাপ
  • Keyword এর ঘনত্ব
  • LSI কিওয়ার্ড ব্যবহার
  • টাইটেল এবং ডেসক্রিপশন ট্যাগে LSI কিওয়ার্ড
  • কন্টেন্ট লোডিং টাইম
  • ডুপ্লিকেট কন্টেন্ট
  • ক্যানোনিকাল রিলেশন
  • গুগল ক্রোম এ সাইট স্পীড
  •  ইমেজ অপ্টিমাইজ
  •  আপডেট কন্টেন্ট
  • আপডেট ধরন
  • পেজ আপডেট এর সময়
  • কিওয়ার্ড প্রথম প্যারাগ্রাফ এ
  • H2, H3 ট্যাগ এ কিওয়ার্ড
  • কিওয়ার্ড অর্ডার
  • ব্যাকলিংক কোয়ালিটি

ডোমেইন সংক্রান্ত র‍্যাংকিং ফ্যাক্টর

  • ডোমেইন রেজিস্ট্রেশন মেয়াদ
  • ডোমেইন-এর বয়স
  • ডোমেইন হাতবদল
  • ডোমেইন এর মধ্যে সার্চ কিওয়ার্ড
  • ডোমেইন এর প্রথম শব্দ কিওয়ার্ড
  • সাব-ডোমেইন এ কিওয়ার্ড
  • ডোমেইন এ কান্ট্রি কোড
  • হুবহু বিজনেস ডোমেইন
  • ডোমেইন ইনফো প্রকাশ রাখুন
  • ডোমেইন অওনার

সাইট সংক্রান্ত গুগল ফ্যাক্টর

  • সাইট এর ভেল্যু
  • কন্টাক্ট পেইজ
  • ট্রাস্টেড ডোমেইন থেকে লিঙ্ক
  • সাইট স্ট্রাকচার
  • সাইট আপডেট
  • পেইজের পরিমান
  • সাইট সাইটম্যাপ
  • সার্ভার লোকেশন
  • এসএসএল সার্টিফিকেট
  • Terms & Condition পেইজ
  • ডুপ্লিকেট মেটা ডেসক্রিপশন
  • ব্রেডক্রাম্ব
  • মোবাইল ভার্সন
  • ইউটিউব ভিডিও
  • সাইট ইউজার ফ্রেন্ডলি
  • গুগল এনালাইটিক্স ও ওয়েবমাস্টার টুল
  • সাইট রিভিউ

ব্যাকলিংক সংক্রান্ত ফ্যাক্টর

  • পুরোন ডোমেইন
  • রুট ডোমেইন থেকে লিংক
  • সি-ক্লাস আইপি থেকে লিংক
  • পেইজ লিংক এর পরিমান
  • Anchor Text/Alter Text
  • '.edu' '.gov' থেকে আসা লিংক
  • লিংকিং সাইট এর PA (Page Authority)
  • লিংকিং সাইট এর DA (Domain Authority)
  • কম্পেটিটর থেকে লিংক
  • সোশ্যাল শেয়ার

গুগল র‍্যাঙ্কিং গোপন সুত্র পুরোপুরি জানা সম্ভব নয়। আরো বিস্তারিত জানতে ভিজিট করুন গুগল র‍্যাঙ্কিং ফ্যাক্টর

Level 0

আমি আমিনুল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 2 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস