টরেন্ট ডাউনলোডের সেরা ৬ টি ওয়েবসাইট এবং টরেন্ট ডাউনলোডার

টিউন বিভাগ ইন্টারনেট
প্রকাশিত
জোসস করেছেন

প্রথমেই বলে নিই, যাদের টরেন্ট ডাউনলোডের অভিজ্ঞতা আছে তারা এমনিতেই টরেন্ট ডাউনলোড সাইট সম্বন্ধে জানেন এবং যারা জানেন না তাদের জন্য এই পোস্টটি। আমরা নতুন কোনো মুভি বা গেমস ডাউনলোডের জন্য অনেক সময় ইউটিউব ঘাটাঘাটি করি কিংবা গুগলে সার্চ করি। বেশিরভাগ ক্ষেত্রেই সঠিক ঠিকানাটি হয়তো পাওয়া যায়না কিংবা পাওয়া গেলেও সাইটটি নিরাপদ কিনা তা নিয়েও সংশয় থাকে। এক্ষেত্রে আপনি টরেন্ট ফাইল ডাউনলোডের মাধ্যমে নিশ্চিন্তে যেকোনো কিছু ডাউনলোড করতে পারেন। যাদের টরেন্ট কি? এবং কি ভাবে টরেন্ট থেকে ফাইল ডাউনলোড করবেন? সেই সম্পর্কে কোনো ধারণাই নেই তার "এস এম পলাশ" ভাইয়ের লেখা পোস্টটি পড়ে দেখতে পারেন। টরেন্ট ডাউনলোডে অনেক সুবিধা রয়েছে। চলুন তাহলে টরেন্ট সম্বন্ধে বিস্তারিত জেনে নেওয়া যাক।

টরেন্ট সম্বন্ধে বিস্তারিত তথ্য

টরেন্টের মাধ্যমে আপনি মুভি, গেমস, সফটওয়্যার, ফাইল ইত্যাদি ডাউনলোড করতে পারবেন। বলতে গেলে টরেন্ট সাইটে আপনার প্রয়োজনীয় যেকোনো কিছু পেতে পারেন। প্রথমেই বলেছিলাম টরেন্ট ডাউনোডের কিছু সুবিধা রয়েছে। আপনি টরেন্টের মাধ্যমে কোনো কিছু ডাউনলোড করলে যদি মাঝ পথে কারেন্ট চলে যায় কিংবা ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তবে পরবর্তীতে আবার শুরু থেকে ডাউনলোড  দেওয়ার কোনো প্রয়োজন নেই। টরেন্ট ডাউনলোডারে যে-টুকু ডাউনলোড হয়েছিলো তারপরের থেকে আবার ডাউনলোড করতে পারবেন।

টরেন্ট ডাউনলোডের ৬টি সেরা সাইট

আপনি যদি নতুন হয়ে থাকেন তবে ভাবছনে হয়তো, কোথা থেকে ডাউনলোড দিবেন? টরেন্ট ডাউনলোডের বহু ওয়েবসাইট রয়েছে তবে কিছু জনপ্রিয় সাইটের ঠিকানা শেয়ার করবো আপনাদের সাথে।

YTS

torrent d

যারা মুভি দেখতে পছন্দ করেন তাদের জন্য এই টরেন্ট সাইটটি। এই সাইটে আপনি নতুন মুভি থেকে পুরাতন সব মুভিই পাবেন এবং আরেকটি বিষয় হলো এখান থেকে আপনি হাই কোয়ালিটির মুভি ডাউনলোড করতে পারবেন অর্থাৎ, ১০৮০পিক্সেলের মুভি সহজেই পাবেন এই টরেন্ট সাইটটিতে। এই সাইট বর্তমানে অধিক জনপ্রিয় এবং প্রতিনিয়ত নতুন নতুন মুভিগুলো এখানে পাওয়া যায়।

1337X

torrent do

এই টরেন্ট সাইট থেকে আপনি মুভি, টেলিভিশন অ্যাপিসোড, গেমস, মিউজিক, সফটওয়্যার ইত্যাদি ডাউনলোড করতে পারবেন। এখান থেকেও আপনি ভালো রেজ্যুলেশনের মুভি ডাউনলোড করতে পারবেন। অধিকতর জনপ্রিয় টরেন্ট সাইটের মধ্যে এই টরেন্ট সাইটটি বেশ জনপ্রিয়। এখানেও নিত্যনতুন টিভি শো, মুভি পাওয়া যায় এবং যথেষ্ট ভিজিটররাও এখান থেকে ডাউনলোড দেয়।

Torrentz2

torrent b

এই টরেন্ট সাইটটিতে যাওয়ার পর আপনি ভাবতে পারেন এখানে কিছুই নেই, তবে এখানে সার্চ বক্সে সার্চ করে দেখুন। বানান ভুল না গেলে আপনার প্রয়োজনীয় প্রায় সব-কিছুই পাবেন এখানে। মুভি, গেমস, সফটওয়্যার, ই-বুক ইত্যাদি পাবেন এখানে। এখানেও নতুন নতুন মুভি সহ গেম, সফটওয়্যার সবই পাওয়া যায়।

RARBG

torrent down

এখান থেকে আপনি মুভি, টিভি শো, গেম, সফটওয়্যার সহ আর অনেক কিছুই পাবেন। অন্যান্য টরেন্ট সাইটের মত এখানেও আপনি খুব ভালো রেজ্যুলেশনের মুভি ডাউনলোড করতে পারবেন। এই সাইট থেকেও আপনি নিরাস হবেন না। প্রায় সব নতুন মুভি পাবেন এখান থেকে।

ThePirateBay

torrent downl

যারা টরেন্ট ডাউনলোড করে তাদের সবার মুখেই এই টরেন্ট সাইটটির নাম শুনে থাকবেন। এখান থেকে প্রায় সব প্রয়োজনীয় প্রায় সবকিছুই পাবেন। এখান থেকেও ভালো হাই কোয়ালিটির ভিডিও, মুভি পাবেন। এটিই সবচেয়ে পুরাতন টরেন্ট ডাউনলোড সাইট এবং বেশ নির্ভরযোগ্য সাইটও।

kissAnime

torrent download

নাম শুনেই হয়তো বুঝতে পেরেছেন এই টরেন্ট সাইটটি অ্যানাইমের জন্য বিখ্যাত। এখান থেকে আপনি পছন্দের যে-কোনো অ্যানাইম ডাউনলোড করতে পারবেন। বলতে গেলে এই সাইটটিকে কিং অব অ্যানাইম টরেন্ট ডাউনলোড সাইটও বলা যায়, তবে আপনাকে এখানে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে তারপর আপনি ডাউনলোড করতে পারবেন।

টরেন্ট ডাউনলোডার

বর্তমানে খুবই জনপ্রিয় দু'টি টরেন্ট ডাউনলোডার হলো, ইউটরেন্ট এবং বিটটরেন্ট। আপনি খুব সহজেই এই দুইটি সফটওয়্যার ডাউনলোড করে নিতে পারেন একদম বিনামূল্যে। তবে আপনাকে প্রো-ভার্সন ব্যবহার করতে হলে তা কিনে নিতে হবে। পিসির জন্য ইউটরেন্ট ডাউনলোড করতে হলে তাদের ওয়েবসাইটে যেতে নিচের নীল লিংকে ক্লিক করুন এবং বিটটরেন্ট ডাউনলোড করতে হলে তাদের ওয়েবসাইটে যেতে নিচের সবুজ লিংকে ক্লিক করুন।

µTorrent BitTorrent

এছাড়া অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমেও আপনি টরেন্ট ডাউনলোড করতে পারবেন। অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে ইউটরেন্ট ডাউনলোড করতে নিচের নীল লিংকে ক্লিক করুন এবং বিটটরেন্ট ডাউনলোড করতে নিচের সবুজ লিংকে ক্লিক করুন।

µTorrent BitTorrent

আজকে এখানে টরেন্ট ডাউনলোডের সম্বন্ধে বিস্তারিত আলোচনা করলাম। অনেকেই টরেন্ট ডাউনলোডের ওয়েবসাইট সম্পর্কে জানেনা। তাদের জন্য আজকের এই পোস্টটি আশাকরি উপকারে আসবে।

Level 1

আমি শাহরিয়ার আহমেদ। , Khulna। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 6 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

পড়তে এবং নতুন কিছু লিখে শেয়ার করতে ভালোলাগে। সেই ভালো লাগাকে শেয়ার করতে পেরেছি টেকটিউন্সের মাধ্যমে। আশাকরি, আপনারা আমার পোস্ট পছন্দ করবেন।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রিয় শাহরিয়ার আহমেদ,

টেকটিউনসে অরিজিনাল ও ইউনিক টিউন করার জন্য আপনাকে টেকটিউনস থেকে ‘রাইজিং কোয়ালিটি টিউনার’ ব্যাজ প্রদান করা হলো। আপনি এরকম মৌলিক, অরিজিনাল ও ইউনিক টিউন ১০ টি প্রকাশ করলে টেকটিউনস থেকে ‘ট্রাসটেড টিউজার ব্যাজ’ অর্জন করতে পারবেন।

ট্রাসটেড টিউনার হতে ও ট্রাসটেড টিউনারশীপ বজায় রাখতে আপনার পরবর্তি টিউন গুলো নিচের বৈশিষ্ঠ্য সম্পন্ন হতে হবে:

১. প্রথমত আপনার টিউন হতে হবে অরিজিনাল কন্টেন্ট। কোন ধরনের কন্টেন্টকে টিউনস এ অনিজিনাল কন্টেন্ট হিসেবে বিবেচনা করা হয় তা জানুন এখান থেকে।
২. আপনার টিউন হতে হবে কপি পেস্ট কন্টেন্ট মুক্ত। টিউনে একটি বাক্য ও কপিপেস্ট হওয়া যাবে না। যো কোন টিউনে একটি বাক্যও কপি পেস্ট হলে আপনি আপনার ট্রাসটেড টিউনার ব্যাজ হারাবেনা।
৪. আপনার টিউনের গড় শব্দ সংখ্যা হতে হবে ৫০০। আপনার টিউনের গড় শব্দ ৮০০ হলে আপনি স্প্যাশাল ব্যাজ পাবেন।
৩. আপনার প্রকাশিত সকল টিউন হতে হবে টেকটিউনস টিউন গাইডলাইন মোতাবেক

আপনার কোন একটি টিউন টেকটিউনস টিউন গাইডলাইন ভঙ্গ করে নেগেটিভ র‌্যাক পেলে আপনার ট্রাসটেড টিউনারশীপ বাতিল হয়ে যাবে।

টেকটিউনসের ‘ট্রাসটেড টিউনার’ হলে আপনি টেকটিউনস থেকে যে সুবিধা গুলো পাওয়া যাবে:

১. ‘ট্রাসটেড টিউনার’ হলে আপনি টেকটিউনসের মনিটাইজেশন প্রোগোামের মাধ্যমে টিউন, ভিডিও টিউন, অডিও টিউন, ফটো টিউন তৈরি করে নিয়মিত আর্ন করতে পারবেন।
২. ‘ট্রাসটেড টিউনার’ হলে আপনার প্রকাশিত সকল টিউন টেকটিউনসে প্রকাশের সাথে সাথে টেকটিউনসের সকল সৌশল চ্যানেল গুলোতে সাথে সাথে স্বয়ক্রিয় ভাবে প্রকাশিত হবে।
৩. আপনার টিউনের টিউন র‌্যাংক স্বয়ংক্রিয় ভাবে বৃদ্ধি পাবে।
৪. টেকটিউনস মনিটাইজেশন টিম এর প্রতি শনিবার আয়োজিত নিয়মিত মিটিং এ অংশ গ্রহণ করতে পারবেন। ডিজিটাল কন্টেন্ট তেরির নিত্যনতুন বিষয় নিয় আড্ডা, আলোচনা, বেইন স্ট্রমিং করতে পারবেন।

টেকটিউনস থেকে আর্ন করতে হলে আপনাকে ট্রাসটেড টিউনারদের মত মৌলিক, অরিজিনাল, কপিপেস্টমুক্ত, দারুন ইমেইজ ও ছবি সমৃদ্ধ, টেকটিউনসের সঠিক ও সুন্দর স্ট্যান্ডার্ড টিউন ফরমেটিং গাইডলাইন মোতাবেক ফরমেটিং করে, কোন ধরনের অ্যাফিলিয়েট, রেফারাল লিংক মুক্ত ইউনিক টিউন করতে হবে। টেকটিউনসে কি ধরনের কোয়ালিটি টিউন কিভাবে করে নিজের ফলোয়ার বাড়াবেন ও আর্ন করবেন তা প্র্যাকটিক্যালি শিখতে টেকটিউনস এর ‘ট্রাস্টেড টিউনারদের’ সকল টিউন গুলো দেখুন ও শিখুন এবং তাঁদের মত করে টিউন করুন। টেকটিউনস ট্রাস্টেড টিউনার ১, টেকটিউনস ট্রাস্টেড টিউনার ২, টেকটিউনস ট্রাস্টেড টিউনার ৩

আপনি ট্রাসটেড টিউনারদের মত মৌলিক, অরিজিনাল, কপিপেস্টমুক্ত, দারুন ইমেইজ ও ছবি সমৃদ্ধ, ভিজিটর এনগেজিং কন্টেন্ট ও শিরোনাম যুক্ত, টেকটিউনসের সঠিক ও সুন্দর স্ট্যান্ডার্ড টিউন ফরমেটিং গাইডলাইন মোতাবেক ফরমেটিং করে, কোন ধরনের অ্যাফিলিয়েট, রেফারাল লিংক মুক্ত ইউনিক ১০ টি টিউন প্রকাশ করলে টেকটিউনস থেকে আপনাকে ‘ট্রাসটেড টিউনার ব্যাজ’ দেওয়া হবে এবং আপনার একাউন্টে টেকটিউনস মনিটাইজেশন চালু করে দেওয়া হবে। টেকটিউনস মনিটাইজেশন চালু হলে আপনি স্ট্যান্ডার্ড টিউন (টিউন), ভিডিও টিউন (ভিউন), অডিও টিউন (ওউন), ফটো টিউন (ফিউন) তৈরি করে টেকটিউনস থেকে আর্ন করতে পারবেন এবং আপনার একাউন্ট প্রোফাইল থেকে প্রতি মাসের শেষ শনিবার টাকা উত্তলোন করতে পারবেন।

টেকটিউনস সৌশল নেটওয়ার্ক কীভাবে কাজ করে তা জানতে এই টিউনটি পড়ুন এবং টেকটিউনসে টিউন করতে কি কি বিষয় মেনে টিউন করতে হয়, কোন কোন বিষয় মেনে টিউন করলে আপনার টিউন র‌্যাংক করবে বেশি ফলোয়ার পাওয়া যাবে তা জানতে এই টিউনটি পড়ুন।

Torrent download korar jonno duita software share korlen.Shathe IDM diye torrent namanor jonno shera koyekta site niye tune korte paaren.