আপনার পুরুনো নকিয়া NOKIA ফোন কি ফেলে দিতে যাচ্ছেন? থামুন

টিউন বিভাগ ইন্টারনেট
প্রকাশিত
জোসস করেছেন

অ্যান্ড্রয়েডের এই যোগে আমাদের পুরুনো নোকিয়া যেন আজ একটা বর্জে বা জামেলাতে পরিনত হয়েছে। সবার আকর্ষন অ্যান্ড্রয়েড। তাই আপনার নকিয়া পুরুনো ফোনকে কিভাবে কাজে লাগাবেন তা নিয়ে আজ আমি হাজির হয়েছি। এর মাধ্যমে কোন সফটওয়ার ছাড়াই আপনার নকিয়া ফোন এর ইন্টারনেট পিসি/ল্যাপটপে ব্যবহার করতে পারবেন।

এখনো কেন ব্যবহার করি নকিয়া ফোন-

কল কোয়ালিটি অনেক ভাল। দূর্বল নেটেও ভাল স্টেবল ইন্টারনেট সেবা পাই। চার্জ একদিন দিলে চারদিন কারেন্ট না থাকলেও সমস্যা নাই।

তো চলুন শুরু করি-

১। প্রথমে আপনার মাউস ডেস্কটপের উপরে ডান প্রান্তে বা কি-বোর্ড এর win+C কি চাপুন। একটি চার্মবার পাবেন।

২। change pc setting এ প্রবেশ করুন – pc and device এর Bluetooth এ প্রবেশ করে অন করুন। পাশা পাশি আপনার নকিয়া ফোন এর  Bluetooth এবার আপনার নকিয়া ফোন এর সাথে কানেক্ট করুন। এ সময় নকিয়া ফোনে পিসি এর সাথে সংযোগ নেয়ার জন্য অনুমতি চাইবে, আপনি “Yes” বোতাম চাপবেন আপনার নকিয়া ফোন থেকে।

৩। কন্ট্রোল প্যানেল থেকে Network and shearing center এ প্রবেশ করুন। এবার Setup a new connection- internet connection/Dial up -Next এ প্রবেশ করে Dial up-ক্লিক করে  next এ ক্লিক করবেন।

“এই খানে সমস্যা হতে পারে তাই লিঙ্ক দিলাম”- সবার নিচে।

  1. Dial up phone number : এই ঘরে “*৯৯#” দিবেন তা না হলে কাজ নাউ করতে পারে।

৫। Connection Name : এই খানে আপনি যে কোন নাম দিতে পারেন। উদাহরন সরুপ আমি “Nokia blue Net” দিলাম।

৬। Connect এ ক্লিক করুন ও একটু অপেক্ষা করুন। করুন। এ সময় নকিয়া ফোনে পিসি এর সাথে সংযোগ নেয়ার জন্য অনুমতি চাইবে, আপনি “Yes” বোতাম চাপবেন।

৭। সফল ভাবে সংযোগ করা শেষ। এখন কন্ট্রোল প্যানেল ক্লুজ করতে পারবেন। এবার ব্রাউজিং এর পালা, যে কোন ব্রাউজার দিয়ে চালাতে পারবেন এই নেট। আর নটিফিকেশন এরিয়ায় দেখুন ইথারনেট লাইন আইকোন এসেছে।

৮। অন্য যে কোন সময় ব্যবহার করার জন্য Wi-fi line এর আইকন এ ক্লিক করে “Nokia Blue Net” এ ক্লিক করে connect এ ক্লিক করে ব্যবহার করতে পারবেন।

পারসনালি আমি ৩জি স্পিড পাই কারন সেট গুলো ৩জি।

বিঃদ্রঃ PC হলে সাধারনত ব্লুটুথ বিল্ট ইন থাকেনা তাই ব্লটুথ কিনে নিবেন।

আর ল্যাপটপে ব্লূটুথ ড্রাইভার আপডেট রাখবেন এতে ভাল স্পিড পাবেন। সবাই ভাল থাকবেন এই কামনা করি। ধন্যবাদ।

Level 0

আমি রবিউল্লাহ হাসান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 5 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 3 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

এত সুন্দর পোস্ট ক্যানু বাই। আরও সন্দর সন্দর পুষ্ট চাই বাই

চেস্টা করব বাই

কেন নোকিয়া পিসি সুইট কি দোষ করল…??? পিসি সুইট থাকতে এত ঝামেলা করবেন কেন…??? আমি নোকিয়া ই সিক্স এর মাধ্যমে চালাই 3.5 জি চালাই… তবে ব্লুটুথ দিয়েও আগে চালাইছি ব্লুটুথ এর মাধ্যমে কানেক্ট করতে একটু ঝামেলা করতে হয় আর কি তবুও পোস্টটি সুন্দর….