‘ই-চালান’ এর মাধ্যমে পাসর্পোট ফি সহ সকল সরকারী ফি দেয়া যাবে ঘরে বসেই

সরকারি বিভিন্ন সেবার ফি আদায় ও লেনদেনের ক্ষেত্রে চালান ব্যবহৃত হয়, এই চালান ব্যবস্থাকে আরো সহজ করতে এটুআই নিয়ে এসেছে ‘ই-চালান’। এখন ‘ই-চালান’ এর মাধ্যমে পাসর্পোট ফি, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট, জাতীয় পরচিয়পত্র এবং জমির নামজারি আবেদন ফি ডিজিটাল সেন্টার বা ঘরে বসেই খুব সরাকারী ফি সহজেই প্রদান করা যায়।

‘ই-চালান’ কী?

‘ই-চালান’ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের একটি প্রাপ্তি বাতায়ন, সরকারের রাজস্ব আহরণ ও হিসাবের সঙ্গতিসাধন, জনগণের হয়রানি লাঘব, আর্থিক খাতে শৃঙ্খলা ও স্বচ্ছতা প্রতিষ্ঠা সর্বোপরি সরকারের ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির সফল বাস্তবায়নের লক্ষ্যে ইলেকট্রনিক পদ্ধতিতে সরকারি প্রাপ্তি জমাদানের জন্য অর্থবিভাগের উদ্যোগে “ই-চালান – সরকারের প্রাপ্তি বাতায়ন” নামের এই অনলাইনভিত্তিক প্লাটফরমটি ২৫শে মার্চ, ২০১৮ তারিখে চালু হয়েছে।

সরকারের কর ও বিভিন্ন সেবার ফি ব্যাংকে জমা প্রদানের বিদ্যমান পদ্ধতির পাশাপাশি এই পদ্ধতিতে অনলাইনে জমা দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
সরকারি সকল প্রাপ্তি জমা দেওয়ার অনলাইন প্লাটফরম হিসেবে এই পদ্ধতি বিবেচিত হবে এবং এটি ভবিষ্যতে বাংলাদেশ ব্যাংকের জাতীয় পেমেন্ট গেটওয়ের সাথে যুক্ত হবে।

প্রাথমিকভাবে সোনালী ব্যাংকের পেমেন্ট গেটওয়ের মাধ্যমে পাসপোর্ট ফি, পুলিশ ক্লিয়ারেন্স ফি ও জাতীয় পরিচয়পত্র ফি জমাপ্রদানের সুবিধা সরকারের প্রাপ্তি বাতায়নে চালু করা হয়েছে। অন্যান্য সরকারি প্রাপ্তির জন্য অর্থজমাদানের সুবিধা পর্যায়ক্রমে চালু করা হবে।

ডিজিটাল সেন্টার বা ঘরে বসেই খুব সহজেই সরাকারী ফি প্রদান করতে ভিজিট করুনঃ- http://www.echallan.gov.bd

পূর্ব প্রকাশিতঃ চ্যানেল আগামী

Level 0

আমি তানজিম রিফাত। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 2 টি টিউন ও 11 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

abOut mE? juSt aN invEstment Of lOve!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস