সঠিক সিদ্ধান্ত নেওয়ার এখনই সময়

বিসমিল্লাহির রাহমানির রহিম।

সুপ্রিয় সুধি, আশাকরি ভাল আছেন?

প্রিয় টেকটিউনস! নামটা মনে পড়লেই এক দারুণ ভালবাসা এবং ভালো লাগা কাজ করে। কিন্তু বেশ কিছু দিন আগে টেকটিউনসের সাথে একটু মনমালিন্য হয়। এটা অবশ্য আমার নিজেরই ভুল ছিলো তাই হয়তো দূরে ছিলাম কিন্তু প্রিয় টিটি কে ছেড়ে কেউ দূরে থাকবে বলে আমার মনে হয় না।

এজন্য আজকে আবার ফিরলাম প্রিয় টেকটিউনসতে। জানি না কেউ মনে রেখেছে নাকি রাখেনি তবে প্রিয় টেকটিউনস ঠিকি মনে রাখবে এটা জানি।

যাহোক,
আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা বলতে এসেছি। কথা গুলা বলি আশা করি সবাই গুরুত্বসম্পন্ন ভাবেই গ্রহণ করবে।

আজকে প্রথমে কপি নিয়েই কথা বলি তার কারণ টেকটিউনসতে আমার সাথে কপি নিয়েই ঝামেলা হয়।
তাহলে চলুন।

কথা হলো "কপি জিনিষ্টা আসলে কি?"
সহজ ভাষায় কপি হলো সেটা, যেটা নিজের নয়!
অন্যের কোনো কিছু কপি করে, কপি করা বিষয়বস্তুর বা কোনো কিছুর ক্রেডিটের ভাগ না দিয়ে নিজের নামে চালানোর নামই হলো কপি।

কপি পেস্ট করা বে-আইনি কাজ।
কপি বিভিন্ন ধরনের হতে পারে। যেমন, আপনি একজন ব্লগারের লেখা পড়লেন বা না পড়লেন কিন্তু তার লেখাটা আপনি আপনার ব্লগ হোক বা অন্য কোথাও হোক নিজের নামে চালিয়ে দিলেন এটা কপি।
এরপর আপনি যদি টিউন কপি করেছেন কিন্তু নিজের মত করে এডিট করে দিয়েছেন তাহলে এটা কি হবে?
এটাও কপিই হবে কারণ ক্রিয়েটর অন্য জন্য। যতই আপনি এডিটর হন না কেন ক্রেডিট তার প্রাপ্য।

জানেন কপি করলে কি ক্ষতি হতে পারে যদি কেউ তার এগেন্সটে মামলা করে সে ফেঁশে যাবে তবে এটা আমাদের দেশে কেমন জানি না। তবে বাইরে আই সি টি মামলা আছে। সুতরাং এব্যাপারে সতর্কতা অবলম্বন করা উচিৎ।

এখন আসি ওয়েব সাইটের কথা।
আমার ইচ্ছা আছে ব্লগার হবার অথবা আমার একটা ব্লগ বা ওয়েব সাইট থাকবে যেখান থেকে আমি প্রতিমাসে মোটা টাকা আয় করতে পারবো। যদি এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে কেউ এদিকে আসে তাহলে তার না আসাই ভাল হবে কারণ এটা এতো ইজি জিনিষ না। ওয়েব সাইটের প্রচুর কাজ করতে হয়। আপনারা তো দেখেছেন, টেকটিউনস একদিনে টেকটিউনস হয়নাই। এর জন্য টেকটিউনসের সবাইকেই প্রচুর কষ্ট করতে হয়েছে এর পরেই তো টেকটিউনস হয়েছে।
এখন আপনি যদি চান যে আপনিও টেকটিউনসের মত ওয়েব সাইটের মালিক হবেন তাহলে বাধা নেই। কাজে লেগে পড়ুন আপনার হাতে সব আছে। কারণ যদি আপনার ফোন/ল্যাপটপ/ডেস্কটপে নেট সংযোগ থাকে তাহলে দুনিয়া আপনার হাতে। একটা পরিপূরণ ওয়েব সাইট বানাতে যা যা লাগবে আপনি তার সবাই পেয়ে যাবেন। কিভাবে সাইট তৈরি করে এই থেকে শুরু করে এস ই ও কিভাবে করে এবং সাইট থেকে কিভাবে ইনকাম করে তা পর্যন্ত জানতে পারবেন।
শুধু আপনার জানতে হবে "কি? কেন? কিভাবে?" এগুলা জানতে পারলেই যথেষ্ট।

আজকে আসি!
দেখা হবে আগামী টিউনে সবাই ভালো থাকুন টেকটিউনসের সাথেই থাকুন।
ধন্যবাদ।

কোনো পরামর্শ বা প্রয়োজনে মেসেজ করতে পারেন Connected with meফেইসবুকে

Level 8

আমি এম এইচ মামুন। Manager, Tasa'ad Private Limited, Pabna। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 122 টি টিউন ও 134 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 50 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

{জানিয়ে দাও} (,) {না হয় জেনে নাও}


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস