SEO টিউন ৫

ফোরাম posting এর মাধ্যমে     কিভাবে আমরা ব্যাকলিঙ্ক পাব সেই বিষয়টি দেখানো হবে আমার আজকের টিউনে ।বাংলাদেশী ফোরাম গুলিতে কমবেশী আমাদের যাতায়াত আছে ।এদের মধ্যে অন্যতম forum.projonmo.com , rongmohol.com, rongdono.com .আজকে আমি দেখাবো কিভাবে ফোরামে comments ও topics posting এর মাধ্যমে ব্যাকলিঙ্ক পাবো ।Forum.joomla.org

এর থেকে কিভাবে ব্যাকলিঙ্ক পাবেন তা নিচে দেয়া হল ।এটি জুমলার বাংলা ফোরাম ।বলে রাখি এই সাইটের page rank ৮ ।

১. এই সাইটে যান

2. register বাটনে click করুন ।

৩. registration form পূরন করুন ।

৪. আপনার ই মেইলে ফিরে যান এবং আপনার confrmation লিঙ্ক click করুন ।

৫. এবার log in করুন ।

৬. আমরা এখন দেখবো bangla book on joomla এই টপিকসটি ।

৭. এই টপিকসটিতে একজন জুমলাতে বাংলা বই আছে কি না জানতে চাইছে ।এখন আমরা এখানে comment করে একটি ব্যাকলিঙ্ক নিবো ।

আসুন এই comments টি করি । এজন্য topics টির উপরে post a reply বাটন টি চাপুন ।

জুমলা শিখতে যোগাযোগ করুন http://www.outsourcingbd.com

এখন এখানে দেখুন আমার সদ্য দেয়া ব্যাকলিঙ্ক টি ।

আপনি চাইলে নিজে ঐ ফোরামে question করে তার ভিতরে আপনার সাইটের লিঙ্কটি দিতে পারেন

এছাড়া আপনি আপনার profile এ ও লিঙ্ক দিতে পারেন ।সেটিও ব্যাকলিঙ্ক হিসেবে গন্য হবে ।এজন্য আপনাকে প্রথমে user control panel এ যেতে হবে ।ওখানে গিয়ে profile click করুন ।

এবার edit profile পেজটি আসবে ।ওখানে যে website ঘরটি আছে সেখানে আপনার website এর url দিতে হবে ।যেমন : http://www.outsourcingbd.com/

চেক করতে এখানে দেখুন ।

আমরা বার বার topics post এবং comments এর মাধ্যমে এই page rank ৮ এর website থেকে প্রচুর ব্যাকলিঙ্ক তৈরি করতে পারি ।যা আমাদের ভালো page rank পেতে সাহায্য করবে ।

আপনার সাইটের ভাষা যদি ইংলিশ হয় তাহলে http://www.outsourcingbd.com এ যান ।ওখানে এই

সাইটেরই ইংলিশ ফোরাম থেকে কিভাবে ব্যাকলিঙ্ক নিতে হবে তা দেওয়া আছে ।

আমি যেদিন এখানে seo টিউন লেখা শুরু করি তখন আমার ব্যাকলিঙ্ক ছিল ৩ টি ।এখন তা ৬২ হয়েছে ।আপনার সাইটের ব্যাকলিঙ্ক চেক করতে এখানে যান ।ধন্যবাদ সবাইকে ।

Level 2

আমি শারাফাত হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 20 টি টিউন ও 43 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

ফরেক্স ট্রেডিং এর সাথে যুক্ত আছি সেই ২০১০ থেকে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক কাজে লাগলো আমার।thanks

Level 0

ভাল টিউন । চালিয়ে যান ।