জেএসসি রেজাল্ট ২০১৯ সহজে কীভাবে পাবেন?

জেএসসি এর পূর্নরুপ জুনিয়র স্কুল সার্টিফিকেট। ক্লাস এইট এ এই পরীক্ষা নেওয়া হয়। সকল ৮ এ পরুয়া স্টুডেন্ট দের অবশ্যই এ পরীক্ষায় অংশ গ্রহন করতে হয়। এটি একজন শিক্ষার্থীর ২য় বোর্ড পরীক্ষা। এর পূর্বে একজন শিক্ষার্থীকে অবশ্যই ৫ম শ্রেনীর সমাপনী পরীক্ষায় পাস করতে হয়।

জেএসসি পরীক্ষার রেজাল্ট প্রকাশ হয় ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে। ২০১৮ সালের জেএসসি রেজাল্ট প্রকাশিত হয়েছিলো ২৪ ডিসেম্বর। এই বছর জেএসসি রেজাল্ট ২০১৯ প্রকাশিত হবে ৩০ শে ডিসেম্বর।

জেএসসি রেজাল্ট ২০১৯ পাওয়ার পদ্ধতি সমূহঃ

  1.  জেএসসি রেজাল্ট অনলাইন
  2.  জেএসসি রেজাল্ট এসএমএস
  3.  জেএসসি রেজাল্ট এপপ

জেএসসি রেজাল্ট অনলাইন

জেএসসি রেজল্ট অনলাইন এ দুইটি ওয়েব সাইট এর মাধ্যমে দেখা যেতে পারে। ওয়েব সাইট দুটি হলোঃ

  • educationboardresults.gov.bd
  • eboardresults.com

উক্ত সাইট থেকে রেজাল্ট জানার উপায় নিচে দেওয়া হলো-

  • প্রথমে ব্রাউজার থেকে educationboardresults.gov.bd ভিজিট করবো।
  • সেখানে পরীক্ষা টাইপ ঃ JSC / JDC সিলেক্ট করবো
  • এরপর পরীক্ষার বছর সিলেক্ট করবো - ২০১৯
  • এর পর পরীক্ষায় অংশগ্রহনের বোর্ড সিলেক্ট করবো।
  • অতঃপর জেএসসি পরীক্ষার রোল দিবো।
  • ক্যাপচা কোড ইনপুট দিয়ে সাবমিট এ ক্লিক করবো।
  • পরবর্তী যে পেজ আসবে তাতে জেএসসি এর রেজাল্ট দেখা যাবে।

জেএসসি রেজাল্ট এসএমএস

জেএসসি রেজাল্ট সহজে ও সবচেয়ে দ্রুত পাওয়ায় মাধ্যম হলো এসএমএস। এসএমএস এর মাধ্যমে জেএসসি রেজাল্ট সবচেয়ে দ্রুত পাওয়া সম্ভব। যেভাবে এসএমএস এর মাধ্যমে জেএসসি রেজাল্ট দেখবেন।

মোবাইল এর ম্যাসেজ অপশন এ গিয়ে টাইপ করুন-

  • JSC
  • বোর্ড এর প্রথম তিন অক্ষর। (like: Dha, Raj, Com, Jes)
  • জেএসসি রোল নাম্বার
  • পরীক্ষার বছর ২০১৯

উদাহরনঃ  jsc dha 129476 2019

এবং ম্যাসেজ টি পাঠিয়ে দিন ১৬২২২ নাম্বারে।

ফিরতি ম্যসেজ এ আপনার কাঙ্খিত রেজাল্ট দেখতে পারবেন।

জেএসসি রেজাল্ট এপপ

গুগল প্লেস্টোরে গিয়ে JSC Result  বা Education Board Result লিখে সার্চ করলে রেজাল্ট দেখার এপ পাওয়া যাবে। এপ ইন্সটোল করে সেখানে রোল আর বোর্ড ইনপুট দিয়ে রেজাল্ট চেক করতে পারবেন।

জেএসসি রেজাল্ট নিয়ে আরো কোন জিঙ্গাসা থাকলে টিউমেন্ট করতে পারেন।

Level 0

আমি আরিফুল ইসলাম ডিপু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 5 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস