ই-মেইল ব্যবহার করেনতো? তাহলে এই টিউন নিশ্চিত আপনার কাজে আসবে!

আপনাকে যদি জিজ্ঞেস করা হয় কয়টা সিম ব্যবহার করেন? তাহলে উত্তর দিবেন মিনিমাম দুইটা। আর যদি সেটা কোন ছাত্র হয় তাহলে উত্তর হবে সব কোম্পানীর সিম। 😀 তাহলে এত সিম চেক করেন কি করে? অনেকে ডুয়েল সিমের মোবাইল ব্যবহার করেন। কিছু কিছু চায়না সেটে ৩টা বা ৪টা সিম রাখারও ব্যবস্থা আছে। 😛

তাহলে আপনাকে যদি জিজ্ঞেস করা হয় মেইল আইডি কয়টা ব্যবহার করেন? আপনার সোজা সাপ্টা উত্তর নিশ্চয়ই হবে অসংখ্য! কারন বিভিন্ন কারনে বেশ কয়েকটা মেইল আইডি এমনিতেই দরকার হয়। তাহলে এত মেইল আইডি চেক করেন কি করে? নিশ্চয়ই প্রত্যেকবার ঝামেলা করে লগ ইন করতে হয়? তাছাড়া কোন নতুন মেইল আসলে জানতেই পারছেন না যদি না লগ ইন থাকেন।

আচ্ছা এমন হলে কেমন হয় ধরেন আপনার সব আইডির যেকোন একটাতে যদি নতুন মেইল আসে তাহলে ডেস্কটপে সেটা নোটিফাই হবে। শুধু তাই না! আপনি ইচ্ছা করলে ডেস্কটপ থেকেই মেইল পড়তে পারবেন এবং পাঠাতে পারবেন। ইচ্ছা করলে সব মেইল ব্যাকআপ রাখতে পারবেন। সব চেয়ে বড় কথা এসব কিছুই ফ্রী!! এই অসাধারণ সফটওয়্যারের নাম হলো POP Peeper

এক নজরে POP Peeper এর সুবিধাঃ

  • জনপ্রিয় সব ইমেইল প্রভাইডারের সাপোর্ট। যেমনঃ
  • Gmail
  • Hotmail
  • Live
  • Yahoo
  • অটোমেটিক ১৫ মিনিট পর পর ইমেইল চেক।
  • সাব্জেক্ট,প্রেরক এবং মেইল দেখার সুযোগ সাথে সাথেই।
  • পছন্দ অনুযায়ি সাউন্ড সিলেক্ট করা।
  • আনলিমিটেড ইমেইল আইডি যুক্ত করার সুবিধা।
  • সর্বোচ্চ নিরাপদ সিকিউরিটি সিস্টেম।
  • ইমেইল বেক আপ রাখার সুবিধা।
  • পছন্দের স্কিন সেট করার সুবিধা।
  • ডেস্কটপ থেকেই মেইল করার সুবিধা।

আরও কত কি!
বিস্তারিত এখানে

যেভাবে আইডি যোগ করবেনঃ

Accounts> Add থেকে Create Single Account এ ক্লিক করুন।

তারপর আপনার মেইল আইডি আর পাসওয়ার্ড দিয়ে নেক্সট দিয়ে দিয়ে Finish করুন। এভাবেই সব মেইল আইডি যুক্ত করুন। একবার লগ ইন করার পর আর কখনও লগ ইন করার প্রয়োজন হবে না। আর হ্যা এটা ১০০% নিরাপদ!
আপনি ইচ্ছা করলে পাসওয়ার্ড প্রটেক্টেড রাখতে পারেন যাতে কেউ মেইল না দেখতে পারে।

আর নতুন স্কিন পাবেন এখানে।
আপনি একবার ব্যবহার করে দেখুন নিশ্চিত ফ্যান হয়ে যাবেন। 😀

ডাউনলোড লিঙ্কঃ

POP Peeper v3.7.0.0 (1MB)

Supported OS's: Windows 95, 98, ME, 2000, XP, 2003, Vista, 2008, Windows 7; 32-bit or 64-bit platforms

আশা করি আপনাদের কাজে লেগেছে।
ধন্যবাদ সবাইকে।

Level 7

আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 164 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

প্রথম প্রশ্নের উত্তর কিন্তু আমার কাছে একটা। সফটওয়্যারটা জটিল লাগল। ডাউনলোডে দিলাম। ধন্যবাদ শেয়ার করার জন্য। 😀

ভালো জিনিসতো! ধন্যবাদ শেয়ার করার জন্য।

Level 0

ভালো জিনিসতো! ধন্যবাদ শেয়ার করার জন্য।

ধন্যবাদ শেয়ার করার জন্য।

ভালই হবে মনে হচ্ছে…। ডাউনলোড দিলাম। 😀

উফফ!! বাচালেন ! ডুয়েল/ট্রিপল/৪পল সীমের সেটের থেকেও ভাল জিনিস দিলেন।
অসংখ্য মরিচ-পিয়াচ,আলু-পটলসহ ধইন্না।

ভাই এইটাতো yahoo mail এ কাজ করেনা ।Error massage এ দেখায় Yahoo Error: Try again later. (-10)। ভাই কি করব?

Level 0

বাহ বাহ সুন্দর…! একসতীন টিউন! 😛 😛 খুভ ভালো লাগলো।

brother :: {আর হ্যা এটা ১০০% নিরাপদ!} কেমনে বুঝলেন আপনে যে ১০০% নিরাপদ…

Level 0

সফটওয়্যারটা কতটা নির্ভরযোগ্য। আমার password যে চুরি হবে না, এর কোন নিশ্চয়তা কি আছে?

ধনন্যা

ভালো টিউন ……………কাজে লাগবে ……….ধন্ন

হুম ….. ভালো হলেই ভালো । 😎 মাঝখানে নন্দঘোষ সাজলো বেটা xtremefaisal ……… হা হা হা 😈 😈 😈

লেখাটা পড়লাম, ভাল লাগল। কাজেও লাগবে হয়ত শীঘ্রই

Level 0

NICE TUNE…………………আমি আমার ব্লগস্পট এ কোন ব্লগ লিখলে তা 2বার দেখা যায়…এটি বন্ধ করব কীভাবে?
PLEASE HELP ME……………..

নেট কানেক্ট থাকতে, হবে নাকি না থাকলেও হবে?

ধন্যবাদ শেয়ার করার জন্য

Level 0

NICE TUNE…………………আমি আমার ব্লগস্পট এ কোন ব্লগ লিখলে তা 2বার দেখা যায়…এটি বন্ধ করব কীভাবে?
PLEASE HELP ME……………..

১০০% নিরাপদ এই কথাটা কেমন জানি ? এই ধরণের ১/২ মেগাবাইটের সফটওয়্যার ইউজ করতে ভয় লাগে । তার উপর যদি আবার ইমেইল আইডি আর পাস লাগে তাহলে তো কথাই নেই । মনে হয় ইউজ করতে পারলাম না !
তবুও আপনাকে অনেক ধন্যবাদ বিষয়টা জানানোর জন্য

আমিও অনেক বাচা বাচলাম ভাই লগ আউট লগ ইন করা থেকে। আপনাকে ১ কেজি ধন্ন্যা পাতা ফ্রি দিলাম 😛 😛 😛

দারুন জিনিস।

http://www.techvission.com/

জটিল জিনিস ভাই । অনেক ধন্যবাদ ।

Level New

:D:D কাজে আসবে ্‌ শুধু পাসওয়ার্ড চুরির ভয়। যেহেতু একবার চুরি হয়েছে ভয় লাগছে।

ইয়াহুর নতুন একাউন্টগুলা সম্ভবত কাজ করবে না।

অনেক সুন্দর একটা জিনিস শেয়ার করলেন ভাই, অনেকদিন invisible থাকার পরে। তাও দুইবছর ব্যাবহার করার পরে????
ব্যাবহার করতে ইচ্ছা করতেছে অনেক, কিন্তু পাসওয়ার্ড চুরির একটু ভয় থেকেই যাচ্ছে। ভাই তিনটা ফু দিয়া দেনতো, তাইলে একটু সাহস পাইতাম

    দুই বছর ব্যবহার করেও আপনাদের বিশ্বাস করাতে পারছি না আর একদিন ব্যবহার করে যদি টিউন করতাম তাহলে কেউ ব্যবহার করেই দেখতো না। 😛 😉

Level 2

হাসান যোবায়ের (আল-ফাতাহ্) ভাই, আপনাকে ধন্যবাদ দিতে পারছিনা বলে আমি খুব দুক্ষিত. আমার সামনে Exam . Exam এর পর আমি একটা ভাষা শিক্ষা course এ ভর্তি হব. তারপর আপনাকে ধন্যবাদ দেবার ভাষা তা শিখব, তারপর আপনাকে ধন্যবাদ দেব. কেরন এই মোহর্তে আপনাকে ধন্যবাদ দেবার ভাষা আমার জানা নেই.

অনেক ধন্যবাদ ভাল একটি সফটওয়ার সেয়ার করার জন্য।

আর চুপ থাকতে পারলাম না। ধন্যবাদ দিতেই হবে। :d

ধন্যবাদ তো দিলাম, এবার বলেন এটায় কি জিমেইল বা অন্য কোন ক্লায়েন্ট এর একাধিক একাউন্ট একসঙ্গে ব্যাবহার করা যাবে?

    ও টিউনটার জন্য একটা গান………………………

    তা তা থৈ থৈ তা তা থৈ থৈ
    তা তা থৈ থৈ তা তা থৈ থৈ
    তা তা থৈ থৈ তা তা থৈ থৈ
    তা তা থৈ থৈ তা তা থৈ থৈ
    আমার থাম্বানেইল ছোট আশে কেন?

    হ্যা যাবে।
    গান করলেন নাকি থৈ থৈ করলেন। 😛 😆

ধন্যবাদ

https://www.techtunes.io/tips-and-tricks/tune-id/23154/
Pop peeper, দারুন একটি মেইল ক্লাইন্ট !!!
—এই শিরোনামে একটি টিউন করেছিলাম। আপনার উপস্থাপনা অনেক ভাল হয়েছে।
(ধন্যবাদ)

ভালই তো লিখলেন তাতে তো আর সন্দেহ নেই। কিন্তু আপনি দুই বছর ধরে এই সফট ব্যবহার করসেন আর আজকে আমাদের সাথে শেয়ার করলেন? যাই হোক শেয়ার তো করলেন, এই জন্য ধন্যযোগ।

    দুই বছর ব্যবহার করেও আপনাদের বিশ্বাস করাতে পারছি না আর একদিন ব্যবহার করে যদি টিউন করতাম তাহলে কেউ ব্যবহার করেই দেখতো না।

শুকনা মরিচের শুভেচ্ছা তুমারে 😛

Level 0

ভাইজান=>ধইন্না,পুদিনা কিছুই বাদ দিলাম না,শুধু আপনার পরীক্ষার জন্য অসংখ্য দোয়া করলাম।

ধন্যবাদ।

বাউরে কমেন্টের পরিমাণ এতই বেশি স্ক্রল করে নামতে নামতে হাত ব্যথা হয়ে যায়… আপনি এটা নিয়ে করেছেন, সামনে আমি করি মোযিলা থান্ডারবার্ড নিয়ে… একই কাজ তবে আরেকটু এডভান্স… মাইন্ড করবেন নাতো? 😉 😉 😉 😉 😉 😉

যাওয়ার আগে একটা ফ্রি ধন্যবাদ দিয়ে গেলাম…. 🙂 😀

অনেক সুবিধা হয়ে গেল বস।

কি আজব!
হিট হয়েছে ১২০০ অথচ শো করছে ২৫০!!!

    আমার আম টিউনেও একই অবস্থা!!!!!

Level 0

Firefox addons- Webmail Notifier ইউজ করি।

Level 0

Gmail
SSL connection failed (Is SSL Plugin loaded?)

Yahoo
Login Error ([SYS/PERM] pop not allowed for user.)
ভাই এই MSG show kore..kaj to kore na 🙁

Level 0

Thank U..

Level 2

হাসান যোবায়ের (আল-ফাতাহ্) ভাই এই software দিয়ে delete করা msg গোলো কি কোনো ভাবে ফিরে পাওয়া সম্ভব? আমি এটা দিয়া আমার inbox আর msg গোলো delete করেছি. আমি ভেবেছিলাম firefox দিয়া যখন dokhi ওখানে থাকবে. কিন্ত ঢোকে দেখি inbox empty . ভাই, ওখানে আমার onek important mgs chilo. কোনো ভাবে jodi ফিরে পাওয়া jay tobe please jania amake help koron.

Level 0

ভাল জিনিস………….. কাজে লাগবে মনে হয়…….. ধন্যবাদ।

ভাই আমি বাংলালিওন ইউস করি।। আমার কানেকশন তো ঠিক দেখায় না।

ভাই আপনার রান্না একদিন খেয়ে দেখতে হবে। 😀