সকল টিউনার এর দৃষ্টি আকর্ষন করছি—-সপ্তাশ্চর্য নির্বাচনে পিছিয়ে পরেছে সুন্দরবন—-সবার সহযোগিতা দরকার

আস-সালামু-আলাইকুম।

সবাইকে সালাম জানিয়ে শুরু করছি আজকের টিউন।

সুন্দরবন সমুদ্র উপকূলবর্তী নোনা পরিবেশের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বনভূমি হিসেবে অখন্ড বন যা বিশ্বে সর্ববৃহৎ। অববাহিকার সমুদ্রমূখী সীমানা এই বনভূমি গঙ্গা ও ব্রহ্মপুত্রের মোহনায় অবস্থিত এবং বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গ জুড়ে বিস্তৃত । ১০,০০০ বর্গ কিলোমিটার জুড়ে গড়ে ওঠা সুন্দরবনের প্রায় ৬,০০০ বর্গ কিলোমিটার রয়েছে বাংলাদেশে। সুন্দরবন ১৯৯৭ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি পায়। এর বাংলাদেশ ও ভারতীয় অংশ একই নিরবচ্ছিন্ন ভূমিরূপের অংশ হলেও ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের সূচিতে ভিন্ন ভিন্ন নামে সূচিবদ্ধ হয়েছে যথাক্রমে সুন্দরবন ও সুন্দরবন জাতীয় পার্ক নামে। সুন্দরবনকে জালের মত জড়িয়ে রয়েছে সামুদ্রিক স্রোতধারা, কাদা চর এবং ম্যানগ্রোভ বনভূমির লবণাক্ততাসহ ছোট ছোট দ্বীপ । বনভূমিটি, স্বনামে বিখ্যাত রয়েল বেঙ্গল টাইগার ছাড়াও নানান ধরণের পাখি, চিত্রা হরিণ, কুমির ও সাপ সহ অসংখ্য প্রজাতির প্রাণীর আবাসস্থল হিসেবে পরিচিত। জরিপ মোতাবেক ৫০০ বাঘ ও ৩০,০০০ চিত্রা হরিণ রয়েছে এখন সুন্দরবন এলাকায়।

এবার আসি আসল কথায়।

টেক্টিউন্স এর যারা সদস্য তাদের মধ্যে আমার মনে হয় সবাই সুন্দরবন কে ভোট দিয়েছেন।কিন্তু আপনাদের অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি  যে বিশ্ব প্রাকৃতিক সপ্তাশর্য নির্বাচনে সুন্দরবন এর অবস্থান দ্রুত নিচে নেমে যাচ্ছে।

গত ডিসেম্বর এ যেখানে সুন্দরবন এর অবস্থান ছিলো দ্বিতীয়, গত চার সপ্তাহে তা অষ্টম স্থানে নেমে গেছে।এর চেয়ে আর কষ্টের খবর কি হতে পারে?আমরা কত আশা নিয়ে বসে আছি যে আমাদের দেশ এর একটি অংশ পৃথিবির সবার কাছে অন্যরকম ভাবে পরিচিত হবে।কিন্তু এখন আমাদের সপ্ন শেষ হয়ার পথে।

আমরা কি পারিনা সবাই মিলে এক হয়ে ভোট দিয়ে সুন্দরবন এর অবস্থান দৃঢ় করতে?

সুন্দরবন কে ভোট দেয়ার শেষ সময় আগামি ১০ ই নভেম্বর।

এদিকে গতকাল এক সম্মেলনে সুন্দরবন বাচাও কমিটি সুন্দরবন কে নির্বাচনে বিনা পয়সায় টেলিফোন এ ভোট দেয়ার ব্যবস্থা এর কথা জানিয়েছে।এর জন্য তারা সরকার কে এ ব্যপারে প্রয়জনিয় পদক্ষেপ নিতে আহবান জানিয়েছে।

আসুন আমরা সবাই মিলে সুন্দরবন কে ভোট দেই।এই খবর টি সবাই কে জানাই।

এই লিঙ্ক এ ক্লিক করে জেনে নিন সুন্দরবন কে কিভাবে ভোট দিতে হবেন।

আর ভোট দিতে আমাকে ক্লিক করুন।

ছবি গুলো দেখুন এবং আপনারাই বলুন,আমরা  কি এমন অপরুপ দৃশ্য পৃথিবি কে দেখাতে পারবনা?

বিঃ দ্রঃ আমদের মধ্যে যারা ফেসবুক ব্যবহার করি তাদের কে বলছি ...এই পেইজ টি কে সবাই লাইক করুন আর অন্যদের কে জানিয়ে দিন।আপনাদের সবার সহযোগিতাই পারে সুন্দরবন কে পৃথিবির সপ্তাশ্চর্য এর অংশ বানাতে।

সবাইকে ধন্যবাদ।

খবরের সুত্রঃ প্রথম আলো।

Level 0

আমি ওমর ফারুক মুকুট। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 86 টি টিউন ও 2091 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি মুকুট বলছি ঢাকার মানিক নগর থেকে।ভালোবাসি হাসতে।ভালোবাসি ঘুরতে,গান শুনতে ,ছবি দেখতে। অপছন্দ করি বেশি কথা বলতে।সুদ , সিগারেট ও এলকোহল কে ঘৃণা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর উদ্যোগ এর জন্য ধন্যবাদ। যাই ভোট দিয়ে আসি।

    Level 0

    আপনাকে ধন্যবাদ।সবাই কে জানান।অন্যান্য পোস্ট সবাই পড়ছে,কিন্তু এই পোস্ট টি কেও দেখছেনা।টেনশন এ আছি।সুন্দরবন কি বাদ পড়বে?

Level 0

আগেও দিছিলাম, আখন আবার দিলাম ,সুন্দর পোস্ট এর জন্য ধন্যবাদ…।।ঃ)

    Level 0

    ভোট দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।

আগেও দিছিলাম, আখন আবার দিলাম

    Level 0

    ভোট দেয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ।////

ধন্যবাদ আমি অলরেডি ভোট দিয়ে দিয়েছি…

ধন্যবাদ আপনাকে 🙂 ভোট দিলাম এখুনি