সিটিসেল ইন্টারনেট মডেম ও প্যাকেজে যা যা আছে

কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভাল। আমরা যারা নতুন ইন্টারনেট সংযোগ কিনতে চাই তাদের জন্য আমার এ টিউন । আজ আমি সিটিসেল ইউএসবি মোডেম এবং প্যাকেজ নিয়ে আলোচনা করবো এবং জানানোর চেস্টা করবো কি কি আছে এতে। সিটিসেল নিয়ে এলো ইন্টারনেট ইউ এস বি মডেম zoom Ultra । সিটিসেল দাবী করেছে যেzoom ultra ৫১২ কেবিপিএস পর্যন্ত বাংলাদেশ আপনাকে ডাউনলোড গতিতে দ্রুততম ইন্টারনেট পেতে পারেন, Zoom Ultra সংযোগ আপনার ল্যাপটপ অথবা ডেস্কটপ যন্ত্রে সহজভাবে সংযোগ করা যাবে এবং উচ্চ গতি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন।
সিটিসল zoom Ultra EV-DO প্রযুক্তির দেশে চালু করেছে। EV-DO Rev. একটি ডেটা 3 1Mbps download/ 1 8Mbps পর্যন্ত আপলোড করতে পারবেন। সুতরাং ভবিষ্যৎতে এই উচ্চ গতি EV-DO প্রয়ুক্তি ছালু করেছে যেটি 3 1Mbps গতি জোগান দেয়।

Zoom Ultra মডেম এর ফিচার সমুহ –

Windows 7/Vista/XP/2000 ও Mac

Handy & portable

CDMA2000 1X/EV-DO Rel. 0/EV-DO Rev. A, 800/1900 MHz

EV-DO Rev. A data service of up to 3.1Mbps download/1.8Mbps upload

SD Card Reader

High Speed Internet Access

Stylish Design

zoom Ultra মডেম এর দাম :

zoom Ultra প্যাকেজ এর দাম-

pre-paid এর জন্য

post-paid এর জন্য

নেটওয়াক কভারেজ :

বাংলাদেশের প্রায় সব জেলাতে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে।

সিটিসেল বাংলাদেশে সব প্রথম উচ্চ গতি ইন্টারনেট নিয়ে আসে। এখন সবচেয়ে ভালো মোবাইল ইন্টারনেট হচ্ছে zoom Ultra। আপনি zoom ultra সঙ্গে পূর্ণ ইন্টারনেট গতি পেতে পারেন। সবাইকে ধন্যবাদ……….

Level 0

আমি rasel japan। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 43 টি টিউন ও 983 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার প্রযুক্তি বিষয়ে আনেক আগ্রহ। আমাকে পেতে ইমেল করুন [email protected] ফেসবুক ওয়েবসাইট


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভালতু সারভিস।

Level 0

512kbps 5GB 3500 tk? আর আপনি এই টা নিয়ে টিউন করেছেন? এর থেকে কিউবি এবং বাংলালায়ন কয়েক লাখ গুন ভাল। কারন ৫১২কেবি unlimited 1400 tk monthly.

সহমত

৩৫০০ টাঁকায়ে ৫ জিবি খেক খেক খেক এই বছরের সেরা কউতুক…মজা পাইলাম।

আফসোস!!!!! 150 কেবিপিএস 1500 টাকা!!!!!! 512 যেখানে পাওয়া যায় 1200 টাকায় ।আরে ভ‍ই যারা গ্রামে থাকে ত‍ারাতো বাংলালিংক ব্যবহার করতে পারে ৬৫০ টাকা দিয়েআনলিমিটেড ।

    বাংলালিঙ্ক আনলিমিটেড মাসিক বিল ৬৫০ না, ৭৫০ টাকা

citycell এখনো আদিম যুগে পড়ে আছে ।

Level 0

zoom Ultra service খারাপ হয়ে গেছে। প্যাকেজ এর দাম old model. connection distrave আছে। তবে বাংলাদেশের প্রায় সব জেলাতে নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে। সবচেয়ে ভালো মোবাইল ইন্টারনেট হচ্ছে zoom Ultra এটা সঠিক । gp থেকে অনেক অনেক ভাল।

    Level 0

    ভাই এর কথাসঠিক

Level New

ভাই, সিটিসেল এমন মাইর খাবে , আর মাইর দেয়ার জায়গা খুজে পাওয়া যাবেনা

ফাঁদে পা দিবেননা।

আমি টঙ্গি, চেরাগআলী থাকি।On my mobile i use Gp Internet. On my PC i use Broadband internet. Speed hisebe amar chole.. tobe besi hole bhalo…
ঠেকার কাম চালাই আর কি।

no no no