প্রিয়জন কে মেইল পাঠাবেন কিন্তু সাজাবেন না তা কি করে হয়? এবার মেইল পাঠান মনের মতো সাজিয়ে!!!

সবাইকে সালাম জানিয়ে আমার টিউন শুরু করছি। আশা করি সবাই ভাল আছেন।

বর্তমান ইন্টারনেটের যুগে ই-মেইল হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অংশ। নেট ব্যবহার করে অথচ দুই তিনটা মেইল আইডি নেই তা কখনও সম্ভব না।
আপনি প্রয়োজনে বা অপ্রোয়োজনে অনেককেই মেইল করে থাকেন। কিন্তু কখনও কি মনে হয়নি আপনার মেইলটি আরও আকর্ষনীয় করলে ভাল হয়? মেইলের সাথে বিভিন্ন ইমো,কার্টুন, বেক গ্রাউন্ড পিক, ভয়েস মেইল সহ অনেক কিছু পাবেন IncrediMail নামের সফটওয়্যারে।

এক নজরে IncrediMail এর ফিচারঃ

  • অসাধারণ সব বেকগ্রাউন্ড ইমেজ।
  • ভয়েস মেইল করার সুবিধা।
  • Junk Mail Filter করার সুবিধা।
  • জনপ্রিয় মেইল সার্ভিস yahoo,Gmail সাপোর্ট।
  • মেইল বেক আপ রাখার সুযোগ।
  • নতুন নতুন স্কিন।
  • ফাইল এটাচম্যান্ট সুবিধা।
  • নতুন মেইল আসলে অ্যানিমেটেড নোটিফায়ার।
  • অ্যানিমেশন, ইমো ব্যবহারের সুযোগ।
  • কাস্টমাইজ ই-কার্ড সহ আরও কত কি!

বিস্তারিত জানুন এখানে

Write বাটন থেকে মেইল লিখা শুরু করুন। তবে মনে রাখবেন বেশি ইমেজ দিলে মেইল সেন্ড হতে সময় লাগতে পারে।

নিরাপত্তা নিয়ে যাদের সন্দেহ আছে তারা বিস্তারিত জানুন এখানে। তাছাড়া ফেসবুকের 682,277 জন মানুষের লাইক থাকলে সন্দেহ থাকার কথা না।

আর বিস্তারিত বলার দরকার মনে করছি না। ব্যবহার করা খুবই সহজ।
নতুন অভিজ্ঞতায় স্বাগতম!

ডাউনলোডঃ

IncrediMail 2 । সাইজ মাত্র ১১ মেগাবাইট। এটা ফ্রী ভার্শন। তাই সব সুবিধা পাবেন না।
IncrediMail Plus করার জন্য এখান থেকে প্যাচ ফাইল ডাউনলোড করুন।
xp এবং Windows 7 এর জন্য আলাদা দুটা ফাইল আছে।
এখন সেট আপ দেয়া ফোল্ডার অর্থাৎ C:\Program Files\IncrediMail\Bin এখানে প্যাচ ফাইল কপি পেস্ট করুন।
IncrediMail সফট ওপেন থাকলে Exit করে দিন।
এখন প্যাচ ফাইলের pach বাটনে ক্লিক করুন।( Windows 7 এ রাইট ক্লিক করে Run as administrator দিয়ে ওপেন করুন)
ব্যাস কাজ শেষ!

আশা করি আপনাদের কাজে লাগবে।
ধন্যবাদ সবাইকে।

Level 7

আমি হাসান যোবায়ের। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 157 টি টিউন ও 4939 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 164 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

নতুন কিছু করার দারুন আকাঙ্ক্ষা!


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন জিনিস, সরাসরি প্রিয়তে যদি হারিয়ে যায়………………..Jossssss

ব্যবহার করে দেখতে হবে… আসলে প্রতিদিন প্রচুর মেইলের রিপ্লাই করতে হয় পাশাপাশি মেইলও করতে হয় অনেককে, এতো কিছুর ভীড়ে সাজানোর সময় পাওয়া যায় না… বিশেষ কাউকে পাঠাতে হলে সাজানো দরকার… দেখি এটা কতটুকু কাজের… ধন্যবাদ যোবায়ের ভাই… 😈

হাসান এটার একটা কিন্তু সীমাবদ্ধতা রয়েছে আর সেটি হল ইয়াহু মেইল যুক্ত করা যায় না তবে জিমেইলের জন্য খুবই সুন্দর সফটওয়্যার।

https://www.techtunes.io/other/tune-id/12703/

https://www.techtunes.io/animation/tune-id/9027/

এই দুটো লিংক দেখ এখানে বিস্তারিত দেয়া আছে

    ইয়াহু মেইল টাকা দিয়ে কিনে যুক্ত করতে হয় তবে বাংলাদেশে কেউ টাকা দিয়ে কিনে ইয়াহু সাপোর্ট করাবে না

    হাসিব ভাই এটা নতুন ভার্শন।
    এটাতে ইয়াহু সাপোর্ট করে। 😀

    তাহলে তো চমৎকার

Level 0

মেইলের সাথে বিভিন্ন ইমো,কার্টুন, এগুলি যুক্ত করে মেইল করলে প্রাপকের যদি এই সফটয়্যার না থাকে তাহলে সেকি মো,কার্টুন, পাবে ???

আর অসংখ্য ধন্যবাদ অত্যন্ত সুন্দর একটি সফটয়্যাট উপহার দেওয়ার জন্য

আচ্ছা ভাইজান, এই প্রিয়জন কি সেই প্রিয়জন? 😛

    প্রিয়জন অনেকেই হতে পারে। বাবা-মা থেকে শুরু করে সবাই। 😀

    প্রিয়তে পাঠিয়ে দিলাম। ধন্যবাদ দিয়ে ছোট করতে চাইনা। আপনার টিউন বরাবরের মত সুন্দর।

    সাইফুল ইসলাম ভাই @হাসান যোবায়ের (আল-ফাতাহ্) ভাই আসল কথা টা বলেনি পাশ কাটিয়ে গেল।

দারুন জিনিস.. 🙂 ধন্যবাদ হাসান ভাই

Level 0

দারুন জিনিস, সরাসরি প্রিয়তে

ধারুন জিনিস মনে হইতেছে অবশ্যই দেখব ব্যাবহার করে,
তোমাকে অনেক অনেক ধন্যবাদ সুন্দর সফটি শেয়ার করার জন্য।

ভাই একটা কপি আপনার কাছে যাবে না তো? প্রিয়তে রাখলাম। ধন্যবাদ

Level 0

হুম…… সত্যিই অসাধারন দেখি কয়দিন ব্যবহার করে ।

ডাউনলোড করে রাখলাম পরে ব্যবহার করে দেখবো।

Bookmark করে রাখলাম পরে ডাউনলোড করে দেখিব

চরম টিউন !!!!!!!!

আচ্ছা সবগুলো Mail মানে Gmail, Ymail ইত্যাদি সবগুলোতে একসাথে Sign In করা যাবে নাকি যেকোন একটা?

Level 0

ভালোই তো মনে হচ্ছে………….ব্যবহার করে দেখব না কি হাসান?
ধন্যবাদ…………..

sign out করতে পারছিনা ভাই..

ইহা ইয়াহুতে কিভাবে একটিভ করবো?//

ধন্যবাদ যোবায়ের ভাই ,আমি অনেক দিন থেকে ব্যবহার করছি কিন্তু সেটা ফ্রী ভার্সন ছিল । প্লাস ভার্সন পেয়ে ভালো লাগছে । তবে প্যাচ টাতে ট্রোজান ভাইরাস আছে । এন্টি ভাইরাস অফ করে প্যাচ শেষ করে ফাইলটি ডিলিট করাই ভালো বলে আমি মনে করি ।

ইয়াহুতে সাপোর্ট করছেনাতো >>>>>>>>>>>>>>

প্রিয়তে পাঠিয়ে দিলাম

আমার ইয়াহুতে যে ইমেইল এড্রেসগুলো সেভ করা আছে, তাহা ইনক্রেডিমেইলে কিভাবে পাব????

apnar tune all time hit …..thanks 4 share

ধন্য বাদ আপনাকে আপনার টিউন টির জন্য আরও ধন্য টিউনটি সবাইেক জানানোর জন্য ?

ধন্যবাদ হাসান ভাই ,আগে ব্যবহার করেছি, কিন্ত ইয়াহু সাপোর্ট না করাতে আর ব্যবহার করিনি ,যদি ইয়াহু তে মেইল যাই ,তাহলে খুব সুন্দর,

অনেক ধন্যবাদ আপনাকে