গুগল অ্যাপসের ইমেইল ঠিকানা পরিবর্তন করা

যারা ইমেইল ব্যবহার করেন তা নিশ্চয় জানেন ইমেইল ঠিকানা (ইউজার নেম) পরিবর্তন করা যায় না। সমপ্রতি গুগল তাদের অ্যাপস্‌ ব্যবহারকারীদেরকে ইমেইল ঠিকানা (ইউজার নেম) পরিবর্তন করা সুবিধা দিয়েছে। খুব সহজেই গুগল অ্যাপসের নিয়ন্ত্রক তার ব্যবহারকারীর ইমেইল ঠিকানা (ইউজার নেম) পরিবর্তন করতে পারবে।
ধাপ১) এজন্য গুগল অ্যাপসে লগইন করে Organization & users এ ক্লিক করুন।
ধাপ২) এবার যে ইমেইলটির ঠিকানা পরিবর্তন করতে চান সেটির উপরে ক্লিক করে Rename user এ ক্লিক করুন তাহলে একটি উইন্ডো আসবে।
ধাপ৩) এখানে First name, Last name ছাড়াও Primary email address এর নিচে ইউজার নেম পরিবর্তন করে Rename user বাটনে ক্লিক করুন।
ব্যাস ইমেইল ঠিকানা পরিবর্তন হয়ে গেল। ইমেইল ঠিকানা পরিবর্তনের প্রক্রিয়া সম্পন্ন হতে সর্বোচ্চ ১০ মিনিট সময় লাগবে, তবে ৩ দিনের মধ্যে উক্ত মেইল ঠিকানা আবার পরিবর্তন করা যাবে না। আর আগের ইমেইল ঠিকানাটি নিক নেম হিসাবে মেইলটির সাথে যুক্ত হবে, চাইলে তা মুছেও ফেলা যাবে। ইমেইল ঠিকানা পরিবর্তনের ফলে মেইলটির পূর্বের চ্যাটিং এর সকল ইনভাইটেশনগুলো থাকবে না, কারণ এটাতো নতুন মেইল ঠিকানা। আর ইমেইল ঠিকানা পরিবর্তনের সময় উক্ত ইমেইলে যেন লগইন অবস্থায় না থাকে সেটিকে লক্ষ্য রাখা জরুরী।

পূর্বে প্রকাশ

Level 3

আমি এস এম মেহেদী আকরাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 116 টি টিউন ও 113 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 5 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

+88-0155-2333272


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

কাজের টিউন ! প্রিয়তে রাখলাম ।
আর মেহেদী ভাই TT তে বেশ কিছুদিন পর টিউন করলেন , এটি বেশ হতাশা জনক । যাই হোক টিউনটির জন্য প্লাস+

শেয়ার করার জন্য ধন্যবাদ 🙂
আর আপনাকে নিয়মিত টিটিতে দেখতে চাই …………