৬টি জিনিস যা গুগল প্লাস করতে পারে কিন্তু ফেইসবুক পারে না!!

১। ফটো, লিঙ্ক এবং পোস্ট শেয়ার এর কাস্টমাইজেশন সুবিধাঃ

গুগল প্লাসে আপনি ছোট ছোট সার্কেল তৈরী করে অথবা সার্কেল তৈরী ছাড়াই যেকোন মানুষকে ট্যাগ করে নির্দিষ্ট কোন ছবি না পোস্ট বা লিঙ্ক শেয়ার করতে পারেন যা সেই মানুষ বা সার্কেল ছাড়া আর কেউ দেখবে না। ফেইবুকেও কাজটি করা যায় তবে সেটি গুগল প্লাসের ড্রাগ এন্ড ড্রপ এর মত এত সহজ নয়। তাছাড়া ফেইবুকে আপনাকে বার বার সেটিংস পরিবর্তন করতে হবে পোস্ট শেয়ারিং কাস্টমাইজেশনের জন্য কিন্তু গুগল প্লাসে এসব ঝামেলা নেই, শুধু নাম বা সার্কেল অ্যাড করুন আর শেয়ার করুন, নির্বাচিত লোকজন ছাড়া আর কেউ দেখতে পাবে না!

২। লাইভ ভিডিও চ্যাটঃ

শোনা যাচ্ছে এই সপ্তাহেই ফেইসবুক স্কাইপির সাহায্য নিয়ে ভিডিও চ্যাটের ব্যবস্থা করবে। ততখন পর্যন্ত গুগল প্লাস তার হ্যাংআউট অপশনের মাধ্যমে ফেইবুকের চেয়ে এগিয়ে আছে।

৩। একসাথে ইউটিউব ভিডিও দেখুন!

হ্যাংআউট অপশনের মাধ্যমে আপনি যাদের ইনভাইট করেছেন তাদের নিয়ে একসাথে ইউটিউবের ভিডিও দেখতে পারবেন গুগল প্লাসে!

৪। আপনার পছন্দের টপিকের নিয়মিত আপডেটঃ

গুগল স্পার্কস নামের অপশনটিতে আপনি আপনার পছন্দের যেকোন বিষয় যেমন মুভি, গান, গাড়ি, কম্পিউটার অথবা যেকোন লিঙ্ক যেমন সামহোয়্যারইনব্লগ, টেকটিউনস, সুখবর... অ্যাড করে দিতে পারেন, ফলে এসব যায়গা থেকে নতুন সব নিউগ এবং আপডেট আপনি পাবেন স্পার্কস অপশনটির ভিতরে। ফেইসবুকের পেইগ লাইকের মত এটি আপনার হোমপেজের সৌন্দর্য্য নষ্ট করবে না অথবা কষ্ট করে খুজে নিতে হবে না।

৫। তাৎক্ষনিক ছবি আপলোড এবং আনলিমিটেড স্টোরেজঃ

পিকাসা ওয়েব অ্যালবামের মাধ্যমে আপনি পাচ্ছে ২০৪৮*২০৪৮ পিক্সেল পর্যন্ত ছবি আপলোডের ক্ষেত্রে আনলিমিটেড স্টোরেজ। এছাড়া গুগল খুব শীঘ্রই একটি মোবাইল অ্যাপ্লিকেশন ছাড়বে যার মাধ্যমে আপনার তোলা ছবি গুলো সাথে সাথে আপ্লোড হয়ে যাবে গুগল প্লাসে তবে শেয়ার হবে না, পরবর্তিতে আপনি ইচ্ছামত শেয়ার করতে পারবেন।

৬। অ্যাকাউন্ট বাতিলঃ

কেউ কি কখনো ফেইসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাকটিভেট করেছেন? ডিঅ্যাকটিভেট করার পরেও অ্যাকাউন্টটি পুরোপুরী ফেইসবুক থেকে মুছে যায় না, তখনো আপনার বন্ধুরা আপনাকে ট্যাগ করতে বা ইনভাইট করতে পারবে। তাছাড়া অপশনটি খুজে পাওয়াও কষ্টকর। গুগল এক্ষেত্রে খুব সহজেই আপনাকে বের হয়ে যাওয়ার সুযোগ দেবে এবং ফেইবুকের মত গুগল থেকেও আপনি আপনার সব ছবি, ভিডিও ডাউনলোড করে নিতে পারবেন।

আরো বিস্তারিত এখানে দেখুন

৮টি ফিচার যা ফেইসবুকের আছে কিন্তু গুগল প্লাসে নেই

সূত্রঃ সুখবর

Level 0

আমি Ripendil। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 140 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

গুগল প্লাস এর একটা আইডি কেই দেয় না। খালি আপডেট দেয়। মাথা পুরা নষ্ট।

Level New

আজ সকালে এ নিউজটা শুনে ছিলাম। ধন্যবাদ সবার মাঝে শেয়ার করার জন্য।

Level 0

সবাই সব জায়গায় ভাল করতে পারে না।সার্চিং এবং ব্রাউজিং এ গুগল প্রথম। কিন্তু সোস্যাল নেটওয়ার্ক এ ফেসবুককে টেক্কা দিবে এটা সম্ভব না। বরং এটা ফেসবুকের জন্য আরও সুবিধাজনক হল,তারা সহজেই বুঝতে পারবে, কিভাবে এসব সার্ভিস গ্রাহকদের দেয়া যায়।

    Level 0

    হুম আমারও তাই মনে হয়। একেকজন একেক জগতে রাজ।

Level 0

বাবু ভাই অনেক দামি একটা কথা বলছেন।

Facebook er ekta opposition dorkar chilo. Ebar compare kora jabe.

হেহেহেহ । কেম্নে খুলুম ?? রিকোয়েস্ট লাগে শুনলাম ।

কিভাবে গুগল প্লাস এ অ্যাকাউনট খুলব ?

একাউন্ট ই তো খুলতে পারলাম না।

ব্যাপারটা যখন গুগল, আমি একটু ভিন্ন মত পোষন করি।
জি-মেইল কিন্তু প্রথম প্রথম এমনই ছিল। তখন ইয়াহু আর হটমেইল ইউজাররা নাক সিটকেছিল। কিন্তু আজকে দেখুন।
আমার মনে হয়, গুগল প্লাস ফেসবুককে ছাড়িয়ে যাবে। সময় লাগবে – এই যা। নতুন একটা সিস্টেমে ট্রানজিশন সবসময় একটু বেশী সময় নেয়।
টিউনারকে ধন্যবাদ।

    Level 0

    সহমত, গুগল হাল ছাড়ে না।

Level 0

যারা এখনো গুগল প্লাস এর অ্যাকাউন্ট খুলতে পারেন নি তাদের জন্য একটা সুখবর দেই, ৩১জুলাই থেকে গুগল প্লাস সবার জন্য উন্মূক্ত হবে। আপাতত ইনভাইট সার্ভিসটি সবসময় কাজ করছে না, তাই ইচ্ছা থাকা সত্ত্বেও ইনভাইট পাঠাতে পারছি না।

গুগল প্লাস নিয়ে টিউন করে এর প্রতি আগ্রহ বাড়িয়ে তুলছে ।কবে পাব গুগল প্লাসকে।

Level 0

৩১জুলাই সবার জন্য উন্মুক্ত হবে। অপেক্ষা করুন। ততদিনে গুগল প্লাসের সব কিছু জেনে হাফেজ হয়ে যান, আসলে একবারে প্রয়োগ কইরেন!

গুগল প্লাসের সব কিছু জেনে হাফেজ হয়ে যান

Read more: https://www.techtunes.io/internet/tune-id/78564/#ixzz1RJyGU2wD

Level 0

ফেসবুকেও অ্যাকাউন্ট পুরোপুরি বাতিল করা যায়।

https://www.facebook.com/help/contact.php?show_form=delete_account

আশা করি এবার গুগল সোস্যাল নেটওয়ার্ক জগতে সাড়া জাগাতে পারবে ।

    Level 0

    ডিলিট করা যায় জানি, কিন্তু অপশনটি খুজে পাওয়াই কষ্টের। স্পষ্টতই ফেইসবুক চায় না কেউ তার অ্যাকাউন্ট ডিলিট করুক।

Level 0

অ্যাকাউন্ট বাতিল করার অপশনটি দেখেছি, কিন্তু এটি খুজে পাওয়াই কষ্টকর। স্পষ্টতই ফেইসবুক চায় না কেউ তার ফেইসবুক অ্যাকাউন্ট ডিলিট করুক!

অপেক্ষায় আছি কবে উনি সবার জন্য উম্মুক্ত হইবেন-ধন্যবাদ।

Level 0

[email protected] a email id soho mail den ..dekhi apnader google+ request pathate parin naki…sub a google+ diyen