আরেকটি ফটো শেয়ারিং সাইট আনল গুগল!

গুগলের ফটো শেয়ারিং সাইট ‘পিকাসা’ বেশ জনপ্রিয়। একই ঘরানার সাইট ‘ফ্লিকার’-এর পরই পিকাসার স্থান। তবে পিকাসা নিয়েই থেমে থাকতে রাজি নয় গুগল। তাই আরো একটি ছবি শেয়ারিং সাইট এনেছে গুগল। ‘ফটো ভাইন’ নামের এ সাইট বর্তমানে পরীক্ষামূলকভাবে অনলাইনে রয়েছে। এখন কেবল ‘ইনভাইট অনলি’ হিসেবে ব্যবহারের সুযোগ পাচ্ছেন স্বল্পসংখ্যক ব্যবহারকারী।

এটি হবে এমন একটি সাইট যেখানে সব ধরনের ছবি নয়, শুধু নির্দিষ্ট ‘থিম-নির্ভর’ ছবিই এখানে পোস্ট করা যাবে।
একটি বিবৃতিতে গুগল জানিয়েছে, ফটো শেয়ারিং সাইট স্নাইডের ধারণার ওপর ভিত্তি করে গুগল ‘ফটো ভাইন’ তৈরি করা হয়েছে। ২০১০ সালে ‘স্নাইড’ কিনে নেয় গুগল।

ভিডিও লিঙ্

http://www.youtube.com/watch?v=-MPIZKPhfDY&feature=player_embedded

মূল আর্টিকেল এখানে দেখুন

সূত্রঃ সুখবর

Level 0

আমি Ripendil। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 42 টি টিউন ও 140 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল আমাদের Team এর ফটো upload & Sharing site pls use our Site ..::http://bdupload.com/::..
Same Imageshack.com 😀 ENJOY

আমাকে একটা ইনভাইটেশন দেয়া যায়?

হুবহু কপি পেষ্ট http://www.hawker.com.bd/news_details.php?news_id=146642&val_lan=2&news_category_categorysearch=8 কালের কন্ঠ থেকে

    Level 0

    হাহাহা, কপি পেস্ট বলে আপনি নিজে কি দিলেন? আরেকটি কপি? এটি কে নিউজ শেয়ারিং বলে, কপি পেস্ট বলে না। আমি আমার নিউজের সূত্র উল্লেখ করেছি এবং সেখানেও তাদের প্রতিটি পোস্টে নিউজ সূত্র উল্লেখিত আছে। এমনকি কালের কণ্ঠেও লেখা থাকে, সূত্রঃ ইন্টারনেট। আমিতো তাও মূল লিঙ্ক দিয়ে দেই। আর কালের কন্ঠে কোন ভিডিও ছিল না। সারা পৃথিবীতে এভাবেই নিউজ শেয়ার হয়। এ ব্যাপারে যদি আপনার ধারনা না থাকে তাহলে আমার কোন পোস্টে মন্তব্য করবেন না। ধন্যবাদ।

    Ripendil ভাই শেয়ার করবেন তো ভালো ভাবেই করেন । প্রথমে ভেবেছিলাম আপনার সময় কম তাই কপি পেষ্ট করে আমাদের কাছে শেয়ার করলেন কিন্তু এখন দেখি আপনার টিউনটা করতে যত সময় লেগেছে তার চেয়ে অনেক বেশি সময় লেগেছে আপনার উপরের কমেন্টটি করতে । আপনি যদি প্রথমে এখান থেকে http://thenextweb.com/google/2011/07/12/googles-mysterious-photovine-website-is-live-and-it-looks-like-a-social-photo-sharing-service/
    বিষয়টি ভালো ভাবে বুঝে টিউনটি করতেন তাহলে আসা করি আপনাকে পরবর্তীতে এত বড় কমেন্ট লেখার প্রয়োজন হতোনা ।
    আর ভাইয়া আপনার কথা সত্যি আমরা সবাই নিউজ শেয়ার করে থাকি । তবে শেয়ার করার খেত্রে আমরা চেষ্টা করি মূল source থেকে বিষয়টি জানার জন্য । ভাইয়া আমার কথা গুলো আপনি দুই ভাবে নিতে পারেন । আমি এত কথা বলেছি যাতে আপনি পরবর্তী টিউনগুলোতে এই বিষয় সচেতন থাকেন ।
    আর হাসিব ভাইয়াকে এভাবে কথাটি নাও বলতে পারতেন , সে চেষ্টা করেছে আপনার ভুলটি ধরিয়ে দেওয়ার জন্য ………
    ধন্যবাদ ………

    Level 0

    ধন্যবাদ বোকাছেলে আইনস্টাইন। হাসিব ভাই কিন্তু সেভাবে বলেন নি। তিনি ডিরেক্ট এটিকে কপি পেস্ট এর কাতারে ফেলে দিচ্ছেন এবং তিনি নিজেও কিন্তু মূল সোর্সের লিঙ্ক দেন নি। আমি প্রথমে আর্টিকেলটি পেয়েছি কালের কণ্ঠে, এরপর এটি আমার সাইটে শেয়ার করি,অতঃপর টেকটিউনে এবং আরো কয়েকটি ব্লগে। আপনি যে লিঙ্কটি দিলেন এরকম আরো অনেক লিঙ্ক এই একটি খবরের জন্য বের করা যায়। সময় কম ব্যাপারটি সত্যি তাই সবগুলো থেকে কথা না বাড়িয়ে আমি শুধু মূল কথাটি বলেছি সহজ বাংলায়। সেই সাথে একতি ভিডিও যোগ করে দিয়েছি যেন সবাই ভালভাবে বুঝতে পারে। সোর্সের ব্যাপারে একটি কথা বলি, আসলে মূল সোর্স কোনটি সেটি সহজে খুজে পাবেন না। এটি গুগলের একটি ওয়েবসাইট কিন্তু গুগল নিজে এটিকে সেভাবে প্রকাশ করে নি। ফলে টেকনলজি ব্লগগুলোতে অনেক বার এসেছে এই নিউজ। এখন কোনটিকে আপনি মূল বলবেন? ধরুন এই পোস্ট থেকে যদি অন্য কেউ কপি করে কোথাও শেয়ার করে তবে তার জন্য এটিই হবে মূল পোস্ট তাই নয় কি? কমেন্টটি লেখার প্রয়োজন কেন হয়েছে সেটি আমি আমার কমেন্টেই ব্যাখ্যা করেছি। আপনার কোন ব্যাপারে কেউ যদি অভিযোগ করে তাহলে নিশ্চয়ই আপনি তাকে ব্যাপারটা ব্যাখ্যা করবেন। সে জন্যাই আমাকে এই সময়টি বের করতে হয়েছে। ভাল থাকবেন।

    মূল source বলতে আমি বিদেশি কোন ফোরাম কে বুঝিয়েছি যেখানে আমাদের প্রয়োজনীয় টপিক্সের উপর বিস্তারিত লেখা থাকে । আর আমি " এ ব্যাপারে যদি আপনার ধারনা না থাকে তাহলে আমার কোন পোস্টে মন্তব্য করবেন না " এই লাইলটিতে আপত্তি জানিয়েছি । আসা করি লাইনটি মুছে দিবেন ।
    আর আপনাকে আবারো ধন্যবাদ কষ্ট করে রিপ্লে করার জন্য 😉 …………………

একটা জিনিস জানতে পারলাম….এটাই যথেষ্ট! এটা নিয়ে তর্ক না করলেই কি নয়।
ধন্যবাদ টিউনের জন্য।