সি প্যানেল চেইন টিউন [পর্ব–১] :: ইমেইল একাউন্ট তৈরি এবং ব্যবহার

সবাই কেমন আছেন?  আসা করি সবাই ভালই আছেন।  অনেক দিন পর টিটিতে লিখলাম। সি-প্যানেল নিয়ে টিটিতে মাঝে মাঝে  টিউন দেখি কিন্তু কেউ ধারাবাহিক ভাবে টিউন করেনি তাই আমি নতুন দের জন্য  একে একে সি-প্যানেল এর টিউটোরিয়াল নিয়ে আলচনা করব। তারই ধারাবাহিকতায় আজ ইমেইল একাউন্ট তৈরি করা এবং ব্যবহার নিয়ে আলচনা করব। যেহেতু সিপেনেল নিয়ে আলচনা তাই একটু জেনে নিব সিপেনেল সম্পর্কে।

সি-প্যানেল কি??

সি-প্যানেল খুবই জনপ্রিয় ওয়েব ভিত্তিক নিয়ন্ত্রণ প্যানেল বা কন্ট্রল পেনেল। একটি ওয়েব সাইট এর পুর্ন নিয়ন্ত্রন থাকে সি-প্যানেলএ। ওয়েব সাইট ডেবলপমেন্ট এর মুল হাতিয়ার হল সি-প্যানেল। আসুন দেখেনেই কি কি আছে সি-প্যানেলএ।

  • 1. Preferences (পছন্দসমূহ)
  • 2.Mail (ইমেইল)
  • 3.Files (ফাইল)
  • 4.Logs (লগসমূহ)
  • 5.Security (নিরাপত্তা)
  • 6.Domain (ডোমেইন)
  • 7.Database (ডাটাবেস)
  • 8. Software/Service (সফটওয়্যার / সার্ভিস)
  • 9.Advanced(অগ্রসর)

একটি সি-প্যানেল এ মুলত উপরের ৯ ধরনের টুলস নিয়েই সাজানো। এখন  আমরা দেখব কি কি আছে ইমেইল অংশে।

এখানে ক্লিক করে সিপেনেল এর ডিমো দেখতে পারেন-  সি-প্যানেল ডিমো (Username: x3demob,Password: x3demob)

ইমেইল (Email) অংশে যে যে পার্ট আছে তা হলঃ
Email Accounts,Webmail,Boxtrapper,SpamAssassin,Forwarders.Auto Responders,Default Address,Mailing Lists,Account Level Filtering,User Level Filtering,Email Delivery Route,Import Addresses/Forwarders,Email Autentication,MX Entry

ইমেইল একাউন্ট তৈরিঃ
ইমেইল একাউন্ট তৈরি করতে আপনার সিপেনেল এ লগঅন করে Mail অংশ থেকে "Email Account"  আইকন এ ক্লিক করেন। আপনার পছন্দ অনুযায়ী ইমেল আইডি দেন। এবং ডোমেইন সিলেক্ট করে দেন। তারপর পছন্দ অনুযায়ী পাসওয়ার্ড দেন এবং কোটা লিখে দেন মানে আপনার ইমেইল এ যতটুকু যায়গা রাখতে চান তা লিখে দেন। তারপর “create”  বাটন এ ক্লিক করেন। এই তো হয়ে গেল আপনার ইমেইল একাউন্ট তৈরি।

আরও ভাল করে জানতে   ভিডিও টিউটোরিয়াল দেখতে পারেন এখানে ক্লিক করে- সিপেনেল ভিডিও টিউটোরিয়াল ইমেইল একাউন্ট তৈরি

অতি সহজেই এখন আপনি আপনার ইমেইল একাউন্ট একসেস করতে পারবেন। সরাসরি সিপেনেল এর webmail আইকন এ ক্লিক করে অথবা http://yourwebsite/webmail এ যেয়ে ইউজার নেইম এবং পাসওয়ার্ড দিয়ে আপনার ইমেইল লগইন করেন। ইউজার নেইম এর যায়গায় অবস্যই আপনার ফুল ইমেইল আইডি দিতে হবে । যেমন  [email protected]

তার পর যে পেজ টি আসবে সেখানে  Horde,RoundCube,SquirrelMailএই তিনটি অপশন পাবেন।

যে কোন একটি ব্যাবহার করে আপনি ইমেইল পুড়তে বা পাঠাতে পারবেন। আপনি যদি Horde ব্যবোহার করতে চান তাহলে "Read Mail Using Horde" এই আইকন এ ক্লিক করেন, তার পর যে পেইজ আসবে তা নিচের ছবির মত।

আপনি এবার "Log In" আইকনে ক্লিক করলেই আপনার ইমেইল একাউন্ট এ প্রবেশ করবেন। আর এভাবেই  webmail ব্যবহার করে আপনি আপনার তৈরি কৃত ইমেইল একাউন্ট টি ব্যবহার করতে পারবেন। তাছারা ভিবিন্ন Applications ব্যবহার করেও আপনি আপনার ইমেইল ব্যবহার করতে পারবেন। তা নিয়ে পরে টিউন করব যদি আপনারা জানতে চান।

আজকের মত এ পর্যন্তই। নতুনরা উপকারিত হলেই আমার টিউন সার্থক। পরবর্তি টিউনে  সি-প্যানেল টিউটোরিয়াল ২য় পার্ট নিয়ে হাজির হব।সবাই ভাল থাকবেন।

Level 0

আমি জোবায়ের আলম বিপুল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 34 টি টিউন ও 426 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Contact Information : Skype : bipulbd08 Email : [email protected] Mobile : 01713305324


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অসাধারন বিপুল ভাই। সিপেনেল নিয়ে ধারাবাহিক টিউন করবেন। আমার এটা নিয়ে অনেক আগ্রহ , কিন্তু বুঝতে পারছিনা কিভাবে শুরু করব। এখন দায়িত্ব টা আপনার উপর ই পরেছে ………… পরবর্তী টিউনের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ …

    আপনাকেও ধন্যবাদ। আমি আমার দায়িত্ব পালনে ট্রাই করব।

ধন্যবাদ একটি প্রয়োজনীয় বিষয় নিয়ে টিউন করার জন্য। আশা করি আমার মত আরো অনেকের কাজে লাগবে।

Level New

বিপুল ভাই খুব ভাল একটা দায়িত্ব নিয়েছেন। আশা করি আপনার দায়িত্ব আপনি শেষ করতে পারবেন। আপনি ধারাবাহিক ভাবে চালিয়ে জান আমরা আপনার ধারাবাহিক তিউনগুলোর জন্য অপেক্ষা রইলাম। ধন্যবাদ না দিলেই তো হয় না, এক রাশি সুগন্ধি ফুলের শুভেচ্ছা ।

Level New

আপনাকে Flow করতে আমাকে কি করতে হবে এবং কি কি সফটওয়ার এবং কি রকম system ব্যবহার করতে হবে।

ভাল টিউন। আশা করি বিপুল ভাই চালিয়ে যাবেন।

নতুন দের উপকার এ আসবে। ধন্যবাদ বিপুল ভাই।

আনেক দিন পর বিপুল ভাই টিউন করলেন। আপনি একটা ভাল উদ্দুগ হাতে নিছেন।নতুন দের উপকার এ আসবে। ধন্যবাদ।

আপনাকেও ধন্যবাদ!। @Bangla Tuner

বিপুল ভাই আমার অনেক উপকারে আসল। ওই দিন একটা ডোমেইন এবং হস্টিং কিনছি। ইমেইল একাউন্ট বানাতে পারিনাই। যাদের কাছথেকে হস্টিং নিছি তারাও হেল্প করেনাই। আপনাকে ধন্যবাদ।

নতুনদের জন্য অনেক কাজের পোষ্ট, যখন নতুন ছিলাম তখন মানুসের কাছে এসব ব্যপার শেখার জন্য অনেক ধন্যা দিছি কেউ শিখায় নাই পড়ে আমার বস গুগল থেকেই ঘেঁটে ঘেঁটে শিখছি । আপনার টিউন দেখে লগিন করে কমেন্ট করলাম। ধন্যবাদ বিপুল

    তাহের চৌধুরী (সুমন) ধন্যবাদ ভাই। আমার ও একই অবস্থা হইছিল।

ভালো লাগল টিউনটা। এটা নিয়ে এর আগে কাউকে লেখতে দেখি নাই।

আমি ব্যাক্তি গত ভাবে গুগলের এপস ইউজ করি। এতে মেইল, সাইটস, এপ-ইঞ্জিন সহ আরো অনেক কিছু ইউজ করা যায়, তাও ফ্রি। গুগলের ফ্রি জিনিস ইউজ করে দেখতে পারেন। অনেক টাকা বেচে যাবে।
http://sam.azgor.com/2010/04/blog-post.html

Level 0

ধন্যবাদ এই সি প্যানেল নামের জিনিস টা জানানোর জন্য। আমার একটা সাইট আছে কিন্তু সি প্যালেল এর ব্যবহার জানতাম না।

Level 0

আপনাকে অনেক ধন্যবাদ। আশা করি হারিয়ে যাবেন না। পিলাচ

    @hamidul: হারিয়ে যাব না আশাকরি। আপনার মুল্যবান মন্ত্যের জন্য ধন্যবাদ।

Level 0

bipul bhai TT te ami akdom new and apnakei ami first comment ditesi. apner http://www.Bipul.me onek jos hoise.

    @rasel: প্রথমে টিটিতে ওয়েলকাম।মন্ত্যের জন্য ধন্যবাদ। সাথে থাকবেন।

Level 0

bipul vai, thaks for response. Ami akta ‘.me’ domain kinte chai. Koto tk lagbe domain and hosting e. Details diben plz..

    @rasel: ডোমেইন ৬৫০ টাকা আর হস্টিং কত মেগা নিবেন তার উপর দামের ভিন্নতা রয়েছে। আপনি যদি নিতে চান আমার সাথে কনটাক কইরেন। ব্যবস্থা করে দেওয়া যাবে।

বিপুল ভাই, আমি আপনার ছাত্র হলাম, টিউনগুলো খুব সুন্দর হয়েছে, মনে হচ্ছে ভাল ভাবেই শিখতে পারব, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আরও অনেক কিছু শিখবো আপনার কাছ থেকে আশা করছি।

really great………go ahead brother…..

Level 0

thanks

Level 0

Thanks bro for such a good post requesting you to continue

অনেক ভালো লাগলো… ধন্যবাদ.. বিপুল ভাই…

Level 0

ভালো লাগল পড়ে

Level 0

mail id ki delete kora jabe?

    @jafria: হা মেইল আইডি ডিলেট দিতে প্রথমে সি-প্যানেল লগঅন করে Mail মেনু থেকে ” Email Accounts” এ ক্লিক করেন । তার পর যে পেজটি ওপেন হবে তার ঠিক মাঝামাঝি আপনার ইমেইল একাউন্ট গুলোর লিস্ট দেখতে পাবেন। এবং একটু ভাল করে লক্ষ করে দেখবেন ,আপনার ইমেইল একাউন্ট গুলোর গুলোর ঠিক ডান পাশে ” Change Password ” ” Change Quota” এবং ” Delete” নামে অপশন আছে। আশাকরি বুঝতে পেরেছেন। ধন্যবাদ ।

Level 0

Bipul, সি-প্যানেল লগঅন ki?

Level 0

Login
Username
Password

Password Reset
Username
ata??

Level 0

username a ki amar name likhbo

password a ki ? agulo te kono somossa hobe na to abar?

    @jafria: ভাইরে আপনি আপনার ওয়েব সাইট কন্টুল প্যনেল মানে সি প্যানেল এ লগ ইন করেন। আর ইউজার নেইম আপনি ইচ্ছা মত দিবেন কেমনে? সি প্যানেল ইয়জার নেইম তো যখন ওয়েব হস্টিং নিছেন তখন এ দিয়ে দিছে। ভিডিও টা দেখেন। http://www.youtube.com/watch?v=ek38sE9ptgk
    না পারলে আমাকে ইয়াহু তে এড করেন।

Level 0

hhahahahahaah ROFL sorry, assa dekhsi, dhomok khaisi ai bar mone hoi parbo.

Level 0

parasilam to, yahoo te gia e parasi.

Level 0

apnakeo thanks ,,,,

Level 0

Very good tune. We r watiing for your tune.

খুবই সুন্দর টিউন…এবং অনেক কাজের একটা জিনিস । টিউনারকে ধন্যবাদ ।

Level 0

Thanks…….

Level 0

বিপুল ভাই, আমি অনেক দেরিতে পড়লাম আপনার এই পোস্ট। কিন্তু উপকৃত হলাম অনেক। ধন্যবাদ ভাই। অসংখ্য ধন্যবাদ।

The e-mail could not be sent.
Possible reason: your host may have disabled the mail() function…

আমি যখন আমার ওয়ার্ডপ্রেস ব্লগ এ Lost your password এ আমার ইমেল আইডি বা উসার নেম দিয়ে get new password ক্লিক করি তারপর এই লিখাটা কেন আসে আমাকে কি জানাবেন বা এর সমাধান কি হবে

@undisputed: The usual causes are :

1) Didn’t properly setup your preferences storage config, or made a typo/mistake
when setting them up, or omitted something important when setting them up.
2) You have a firewall, tcp_wrappers, or database permissions blocking the
connection to the database
3) You are trying to connect over tcp when the database is unix sockets only,
or vice versa.
4) You have a bad user/password specified…

so apni neje si somossa solve korte somossar sommokkhin hote paren. apni apnar hosting provider er shathe contact koren. tara solve kore debe. thank you.