ডোমেইন কেনার সময় যে বিষয়গুলো খেয়াল রাখবেন।

ডোমেইন কিনতে গিয়ে অনেক সময় আমাদের ছোটখাট কিছু ভুলের জন্য দেখা যায় আমরা সাইটে নিশ্চিত কিছু ভিজিটর থেকে বঞ্চিত হই। আজ সেরকম কিছু ভুল শুধরানোর উপায় নিয়েই আলোচনা করবো। যার মূল বিষয় হবে ডোমেইন নেয়ার সময় কোন বিষয়গুলো খেয়াল রাখবেন।

  • প্রথমেই যে বিষয়টি খেয়াল রাখবেন সেটা হল আপনার ডোমেইনটি যেন .com হয়।  এর কারন হল বেশীরভাগ ক্ষেত্রেই মানুষ ডোমেইন বলতে মূলত .com ডোমেইনকে বুঝে।
  • .com নিলেও তারপর .bd জুড়ে দেবেন না কারন আমরা যদি কাওকে টেকটিউনস এর এ্যাড্রেস বলি সাধারনত টেকটিউনস বলি techtunes.io বলি না। তাই শুধু .com ডোমেইনই সবচেয়ে ভালো।
  • নামের মাঝে  (-) এরকম ধরনের চিন্হ দেবেন না। কারন এরকম চিন্হ প্রথমআলো বা খোলাজানালার ডোমেইনে আছে কিন্তু আমরা কখনোই ডোমেইন এর নাম বলার সময় কাওকে ওই চিন্হের কথা বলি না বলি প্রথমআলো বা খোলাজানালা।
  • এরপর হচ্ছে 24 ছাড়া অন্যকোন নিউমেরিক কী দেবেন না কারন কাওকে যখন বলবেন বিডিওয়েবসেভেন তখন সে বুঝবে না সেভেন কি নিউমেরিক না এ্যালফাবেট।
  • ডোমেইন এর নামটা কখনোই জটিল করবেন না যেমন সমকালদর্পন এটির বানানটা আসলেই দাতভাঙা দুঃখিত কীবোর্ডভাঙা।
  • আর আপনার ডোমেইনের নাম শুনলেই যেন বোঝা এটা কিসের সাইট। যেমন মিউজিকডটকম শুনলেই যে কেউ বোঝে এটা মিউজিক বিষয়ক সাইট।
  • ডোমেইন এর নামটি যথাসম্ভব ছোট রাখতে চেষ্টা করবেন।  কিন্তু ছোট করতে গিয়ে আবার উদ্ভট নাম নেবেন না চেষ্টা করবেন অর্থবোধক এবং কীওয়ার্ড বান্ধব নাম নিতে।
  • তাছাড়া ডোমেইন এর নাম শুনলেই যেন এর ইংরেজী বানানটা করা যায় সেভাবে করবেন ভুল বানানে ডোমেইন নেবেন না। যেমন ভার্সিটিএডমিশন সাইটের বানান আর ভার্সিটিএডমিশন এর সঠিক বানান এক নয়।
  • শেষ যে কথাটি বলবো তা হল ডোমেইন কেনার সময় অবশ্যই তাদের প্যাকেজ এর বিস্তারিত জেনে নেবেন কারন ইয়াহূ যেমন প্রথম বছর ডোমেইন এর দাম কম রাখলেও পরবর্তীতে তা অনেক বেশী রাখে।

আর কয়েকদিন আগে আমাকে একজন টিউনার জিজ্ঞাসা করছিল ডোমেইন কোথা থেকে নেবেন। আপনার যদি ক্রেডিট কার্ড থাকে তাহলে ইয়াহূ স্মল বিজনেস বা গোড্যডি থেকে নিতে পারেন। যদি তা না থাকে দেশে অনেকেই ডোমেইন সেল করে এদের মধ্যে প্রতিষ্ঠিত গুলো হচ্ছে ইকরাসফট, ডোমেইনদোকান। গুগলে সার্চ করলে এর উপর বিস্তারিত জানতে পারবেন। তবে যেখান থেকে যে পদ্ধতিতেই নেন কেন বুঝে, শুনে অভিজ্ঞদের সাথে আলোচনা করে নেবেন।

টিউনটির সুত্রঃ http://www.earnbd24.co.cc
টিউনটির সুত্রঃ http://www.bdweb7.com

Level 0

আমি প্রযুক্তি প্রেমী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 2157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ধন্যবাদ শাকিল ভাই আমার কথাটা রাখার জন্য ।

নিজের পাবলিসিটি/মার্কেটিং করতে চাই না। তবে যেখান থেকেই ডোমেইন কেনেন না কেন, কেনার আগে আমার সাথে যোগাযোগ করতে পারেন। এ বিষয়ে আমি হেল্প করতে পারব। আমি স্টারহোস্টবিডি.কম এর ডোমেইন/হোস্টিং রিসেলার। যোগাযোগ [email protected], ০১৭২৭ ৩১৪৯২৮, ০১৬৭৪ ৬১৫১৬৫।

    ভাই যা আমার শূধূ একটা ডট কম ডোমেইন লাগবে।দাম কত পড়বে?

আসলেই তাই… আমি যখন আমার ওয়েব সাইট http://www.Linkinworld.com এর ডোমেইন নেম টা ” LInkinworld ” দিয়েছিলাম তখন সবাই ভালই বলেছিল। কিন্তু পরে ঐ নামটা যার সাথেই বলি না কেন সবাই উচ্চারন করতে গিয়ে দাত ভেঙে ফেলে।

যায় হোক আমি ও নিজের পাবলিসিটি/ মার্কেটিং এর জন্য বলছি না। ভালো ডোমেইন (গোড্যডি থেকে) এবং হোস্টিং এর জন্য আমার সাথে যোগাযোগ করতে পারেন বাংলাদেশের সব থেকে ভালো সার্ভার থেকে হোস্টিং দিতে পারবো।যা বাংলাদেশ আর একটিও নেই।
ভিজিট করুন এখানে http://www.i7hosting.com বিস্তারিত জানতে বা ডোমেইন আর হোস্টিং নিতে আমার সাথে যোগাযোগ করতে ভুলবেন না… +8801912955006

    হোষ্টিং সার্ভারটি কার? নাকি আপনার নিজস্ব এ ব্যাপারে জানান। আর আপনি কে তাও একটু জানালে ভাল হয়।

Level New

আচ্ছা

@ http://www.Linkinworld.com :: Do you give support of TomCat 5.5+ ?

Level 0

Great tune. Thanks for ur advices.

@ Shakil Bhai : nice & very very important tune.. keep continue brother…

@ Linkinworld Bhai : I’ll contact with you soon for details information about web development, domain, hosting etc.

@ Amin Mehedi Bhai : I’ll contact with you soon for details information about domain, hosting etc. What is Tomcat ?
let us tell in details or you can publish a tune about domain & hosting server features.

Level 0

Linkinworld ভাই কী চাপা মারলেন না সত্য বললেন ।

thanks for your information.

Level 0

দরকারি টিউন

হ্যা, শাকিল ভাই ধন্যবাদ, দুঃখ লাগল আপনি ইয়াহু থেকে ডোমেইন কিনে ধরা খেলেন দেখে। অনেকে বলছে ওরা ব্যবসা বেচে দেবে তাই কাস্টমারের দিক তাকাচ্ছে না। তাই অনেক বেশী নিচ্ছে রিনিউয়াল ফি। আমার প্রশ্ন- গোড্যাডি তে কিনতে গেলে কি ইন্টার ন্যাশনাল ক্রেডিট কার্ড লাগবে নাকি যেগুলিতে লেখা থাকে ‘শুধুমাত্র বাংলাদেশে ব্যবহারের জন্য’ তা দিয়েও হবে? ইন্টারন্যাশনাল কার্ডত এ মুহূর্তে কারএ দেখছিনা।

Level 0

শাকিল ভাই আপনার মগজটা যদি পারতাম কপি করে আমার মগজে রেখে দিতাম ……… Don’t mind

@Lotus দিতেছিতো 🙂 আস্তে আস্তে নেন।

@ অলোক মিস্ত্রী – আমি আপনার প্রথম কথার সাথে একমত না। ইয়াহূ আসলেই বিক্রী হবার সম্ভাবনা এখন অনেক কম। আর লোকাল কার্ড দিয়ে ডোমেইন কিনতে পারবেন না ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড লাগবে।

Level 0

শাকিল ভাই আমেরিকা যদি সুদূর ইরাক থেকে তেল নিয়ে যেতে পারে । আর আপনি তো আমাদের দেশর মধ্যেই । আমি কেন দ্রুত মগজে লোড করতে পারব না । ভাই give me hoax virus code ..।

Level New

হা, আপনাদের সবার উচিত রমজান মাসের আগে ডোমেইন কিনে ফেলা। দাম বেড়ে যেতে পারে

@ সবাইকে বলছি, আমি বিস্তারিত দিলাম না এই জন্য যে, কে কি মনে করে তার ঠিক নেই……… কারন একজনের টিউন তো তাই শুধু আমি আমাদের হোস্টিং এর ওয়েব সাইট এর ঠিকানা টা দিয়েছিলাম ওখানেই বিস্তারিত জানতে পারবেন। তবে আপনাদের জানার আগ্রহ দেখে আমি বিস্তারিত জানালাম।

@ শাকিল… হোস্টিং সার্ভার টি আমার বড় ভাইয়ার উনি USA তে থাকেন।তাই এটা আমার বা আমাদের সার্ভার বললেও ক্ষতি নেই। আর আমি http://www.Linkinworld.com আমি মনে করি আপাতত এই টুকু জানলেই চলবে।

@ মেহেদী… আমাদের সার্ভার এ LiteSpeed সাপোর্ট করে যা কিনা দুইটা Apache TomCat 5.5+ সমান LiteSpeed সার্ভার হয়ে থাকে। অর্থাৎ Tomcat + Tomcat = LiteSpeed আশা করি হিসাব টা বুঝাতে পেরেছি।

@ sajjathossain… LiteSpeed সার্ভার সম্পর্কে বিস্তারিত জানতে ভিজিট করুন এখানে… http://litespeedtech.com/ আর না বুঝতে পারলে আমি তো আছিই।

@rabiul87…… এখানে চাপা মারার কি আছে আমি বুঝলাম না?

যায় হোক, আবারও একটা কথা বলছি আমাদের (i7hosting) এর থেকে ভালো সার্ভার (বাংলাদেশ) তো দূরে থাক (India) তেও নেই।!!!। আমাদের সার্ভার সম্পর্কে জানতে ভিজিট করুন http://www.i7hosting.com অথবা কল করতে পারেন +8801912955006 or, +8801914440005 (কল করার সময় অবশ্যই বলবেন টেকটিউন্স থেকে বলছেন। তা হলে আমাদের বুঝতে সুবিধা হয়,কারন অনেকেই ফোন করেন তো)
ধন্যবাদ সবাই কে …

Level 0

শাকিল ভাই আসলেই আপনি Boss

I Am Anwar, I have a problem. Any one please help me. MY address is [email protected].
My problem is my pendrive is write protected, that i can’t use my pendrive. Give solution for it. I will be thanksfull for him who help me.

http://www.teletalk.com.bd এই সাইটে ঢুকে দেখুন http://www.teletalk.com.bd a যে কোন link এই ক্লিক করুন না কেনো address bar এ http://www.teletalk.com.bd লেখাই থাকে। কারো কি জানা আছে এটা কি ভাবে করে? আমাকে একটু জানাবেন please………

Level 0

ধন্যবাদ আপনার পোস্টের জন্য। অনেক কিছু জানতে পেরেছি।
আমি http://www.cheapratedomain.com থেকে আজ একটা ডোমেন কিনেছি।
এটা একটা বাংলাদেশি সাইট। এরা ৬৭০ টাকা দিয়ে .com ডোমেন বিক্রি করে। এলার্টপে ও মানিবুকার দিয়েও কেনা যায়। আমি এলার্টপে দিয়ে কনেছি। ১১.৫ ডলার লাগে।