ফেসবুক ফেন পেজের লাইক বাড়িয়ে নিন তাও আবার ফ্রি !!

ফেসবুকে ঢুকলেই শুধু পেজের বিজ্ঞাপন আর বিজ্ঞাপন ! বিজ্ঞাপন দেখতে দেখতে মাথা গরম হয়ে যাবার দশা তাই বসে পরলাম এতো বিজ্ঞাপন না দিয়ে কিভাবে আপনি আপনার পেজের মেম্বার বা লাইক বারাবেন সে সম্পর্কে লিখতে । ফেসবুকে আপনার পেজের মেম্বার যত বেশি, আপনি প্রতিদিন ততো বেশী লাইক পেতে থাকবেন । অর্থাৎ সকলের আকর্শন হল বড় বড় পেজ গুলোর প্রতি । সবাই ই কোন পেজে জয়েন করার আগে দেখে নেয় পেজের মেম্বার কত ? যদি বেশী না হয় তাহলে ওই পেজে কেও লাইক করতে আগ্রহী নয় । কারন যত মেম্বার বেশী ততো ফান ততো এক্টিভ পেজ ।

তাই পেজের মেম্বার বা লাইক এর পরিমান বারাতে হলে আপনাকে অন্তত ১,০০০ এর কোঠা ছারাতে হবে । ১,০০০ মেম্বার হয়ে গেলে দেখবেন অন্যান্য পেজের এডমিন রাও আপনার সাথে প্রমোট এক্সচেঞ্জ করতে আগ্রহী হচ্ছে । এবং মেম্বার রাও নির্দিধায় লাইক দিচ্ছে আপনার পেজে। তাই আপনার ছোট বা বড় পেজটিতে প্রতিদিন ২০-১০০ টি বা এর ও বেশী লাইক পেতে সাহায্য করবে "ফেনস্লেভ" নামক একটি সাইট। এরা আপনার পেজের বিজ্ঞাপন দিবে এবং আপনাকে কিছু পেজ লাইক করতে বলবে । আপনি ওদের পেজ গুলো লাইক করলেই পয়েন্ট পাবেন এবং ক্রেডিটও পাবেন । ওই পয়েন্ট বা ক্রেডিট গুলোর বিনিময়ে সকলে আপনার পেজ লাইক করবে । অর্থাৎ গিভ এন্ড টেক বা এক্সচেঞ্জ । আপনি কিছুখন পর পর ওদের পেজ লাইক করে পয়েন্ট বারাবেন আবার ওই পয়েন্টের বিনিময়েন অন্যরা আপনার পেজে লাইক দিতে থাকবে ।

আর হা আপনি ইচ্ছা করলে আপনার এই ক্রেডিট পেজের লাইক এর বিনিময়ে খরচ না করে পে-পাল বা মানি বুকারস এর মাদ্ধমে কেশ আওট করতে পারবেন । যাই হোক এখন কাজের কথায় আসি, চলুন শুরু করা যাক । প্রথমে এখানে ক্লিক করে প্রবেশ করুন। তারপর নিচের ছবিটির মতো "Join Now!" ক্লিক করে রেজিস্ট্রেশন করুন ।

রেজিস্ট্রেশন করা হলে আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে লগিন করুন । লগিন করার পর নিচের ছবিটির মতো Connect ক্লিক করুন ।
তাহলে এটি আপনার ফেসবুক একাওন্টের সাথে যুক্ত হবে ।

কানেক্ট ক্লিক করার পর যদি আপনার ফেসবুক একাউন্টে সিকিউর ব্রাউজ়িং চালু থাকে তাহলে সিকিউর ব্রাউজিং বন্ধ করার কথা জিজ্ঞেস করবে ওটাতে Continue ক্লিক করে প্রবেশ করুন । তারপর ওদের এপ্লিকেশনটি এলাউ করুন । তারপর কানেক্ট হয়ে গেলে উইন্ডো ক্লোজ করতে বলবে তখন ক্লোজ ক্লিক করে ক্লোজ করে দিবেন ।

এখন হল আসল কাজ । নিচের ছবিটি দেখুন এখানে যেভাবে ১,২,৩ ক্রমানুসারে দেখানো হয়েছে ওইভাবেই আপনি কাজ করুন । আর Add New Fanpage এর উপরে এডিট অপশন পাবেন ওখান থেকে আপনি আপনার পেজের মেম্বার কোন দেশের হতে হবে, সর্বনিম্ন কতজন ফ্রেন্ড সম্বলিত প্রফাইল হতে হবে, বয়স, বা প্রতিদিন কতজন মেম্বের জয়েন করতে পারবে ইত্যাদি এডিট করতে পারবেন ।


আশা করি আপনারা উপক্রিত হবেন । আপনাদের সামান্য পরিমান উপকারে আসলেই টিউন টি করা সার্থক হবে । কেও যদি না বুঝে থাকেন তাহলে কমেন্টে জানাবেন । আর টিউনে কোথাও কোন ভুল ভ্রান্তি হয়ে থাকলে ক্ষমার চোখে দেখবেন । ধন্যবাদ সবাইকে ।


আপনাদের ছোট পেজ গুলো প্রমোট সংক্রান্ত হেল্প এর জন্য আমাদের সাথে ফেসবুকে জয়েন করতে পারেন এখানে ক্লিক করে !


আর প্রতিদিন কুইজ প্রতিযোগীতায় অংশ গ্রহন করে নগদ টাকা ও ফ্লেকজীলোড জিতে নিতে পারেন এখানে ক্লিক করে জয়েন করুন ।

Level 0

আমি পাগল রাজপুত্র। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 255 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি ফয়সাল আহমেদ প্রিন্স । প্রযুক্তি বিষয়ে খুব আগ্রহ তাই এক সাইট থেকে আরেক সাইটে ঘুরে বেড়াই প্রযুক্তি পিপাসু পাখি হয়ে । নিজের সম্মন্ধে বলার আর কিছু নেই । ইংরেজিতে একটা কথা আছে The person who like me Doesn't need it, And the person who dislikes me Wont believe it...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

i wll try
tnx

    @ম্যাকসন: আপনাকেও অশংখ্য ধন্যবাদ

      @পাগল রাজপুত্র: ভাই সুন্দর পোস্ট। কিন্তু এখানে অনেক সমস্যা। এটার চেয়ে ইউ লাইক হিটস অনেক সহজ এবং সুবিধা সম্পন্ন। অনেক গুলা অপশন আছে। fanSlave একটা লাইক এর জন্য ৫ ক্রেডিট নেয় কিন্তু লাইক করলে ৩ ক্রেডিট দেয়। তাছাড়া ৫-৬ টা লাইক মারার পর বলে আপনি ১০ ঘন্টা অপেক্ষা করেন। তাই ইউ লাইক হিটস ভালো লাগে। সব ই সোজা। যেতে চাইলে পারেন লিঙ্ক bit.ly/kIsf0c

        Level 0

        @অরণ্য রায়হান: sobi thik abu ami account korsi like dissi but point add hochche, naaaaa, help meeeeeeeeeee

    @ম্যাকসন: ভাই আপনাকেও অশংখ্য ধন্যবাদ

আগে থেকেই জানি

Level 0

পাগল রাজপুত্র এটা আমি অনেক আগেই করেছি কন্তু সব বিদেশী লাইক করে

    ভাই আপনি এডিট অপশন থেকে দেশ সিলেক্ট করে দেন তাহলেই শুধু যে দেশের মেম্বার চান সে দেশের মেম্বার লাইক করবে।

ভাই অসংখ্য ধন্যবাদ অপনাকে ।

Palash Mahmud ভাই আপনাকেও অসংখ্য ধন্যবাদ

ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।আগে থেকেই জানাছিল।
http://www.facebook.com/pages/It-and-more/164032153659321

    @iT pagol2011: ভাই ধন্যবাদ কমেন্ট করার জন্য । যারা এখনো জানেনা তাদেরকে জানানোই আমার উদ্দেশ্য ছিল ।

সরাসরি প্রিয়তে নিয়ে গেলাম । আমি এই পোস্টটিই এতোদিন খুজছিলাম । ধন্যবাদ , শেয়ার করার জন্য

Level 2

প্রিয়তে নিয়ে গেলাম । আমিও এই পোস্টটিই এতোদিন খুজছিলাম । ধন্যবাদ , শেয়ার করার জন্য

উপকারী post…

সুন্দর পোষ্টের জন্য ধন্যবাদ। তবে আমি কেন যেন দুই দিন থেকে ফেসবুকে লগইন করতে পারছি না। ফেসবুকের লগইন স্কিনই আসে না। তবে মোবাইল থেকে ঢুকতে পারছি। কম্পিউটারের কোন ব্রাউজার দিয়ে লগইন করা যাচ্ছে না। আপেরা আর ক্রোম দিয়ে ঢুকলে পেজ লোডিং দেখিয়ে থেকে যায়, ইক্সপ্লোরার দিয়ে ঢুকলে
The webpage “www.facebook.com” cannot be foundDNS error occurred. Server cannot be found. The link may be broken.
Suggestion – search the Web:
এই মেসেজটি দেখায়। আর ফায়ারফক্স দেয় ঢুকলে নিচের মেসেজটি দেখায়।
Unable to connect

Firefox can’t establish a connection to the server at http://www.facebook.com.

The site could be temporarily unavailable or too busy. Try again in a few
moments.
If you are unable to load any pages, check your computer’s network
connection.
If your computer or network is protected by a firewall or proxy, make sure
that Firefox is permitted to access the Web.

কি সমস্যা হয়েছে কেউ কি বলতে পারেন। আর এর সমাধানই বা কি?

ধন্যবাদ , শেয়ার করার জন্য

শেয়ার করার জন্য দন্যবাধ । কিন্তু এট‍া ত লিমিটেড।

Level 0

bro thnx a lot.many many thnx for share with us

Level 2

Donnhobad akta khoub valo bepar share korecen.
Akta jinish ami jante chai onekei ak-akti like er jonno 0.10$ porjonto diea thake jemon microworkers kintu benefit ta ki?

sotti e ki real cash earn possible???

N.B.- Daily 7 tir beshi like paowa jay na free te.

Level 2

Donnhobad apner link theke signup korlam khoub valo lagse kintu cash ki withdraw korte parbo, jodi like e expance na kori?

Level 2

Apnara jara amar comment ti porcen tader moddhe kew janle plz help koren

আমি ৩ টা পেজ লাইক দিয়ে ২৭ পয়েন্ট পেয়েছি। বাট পরের পেইজ লাইক দিতে গিয়ে দেখি আমার পয়েন্ট ০ হয়ে গেছে। এর কারন কি ভাই?…

sorry bro, arek post a cmnt korte giye vul kore ekhane kore felechi…

Level 0

ভাইয়া, আমার পেজ এ যারা like দিবে, তাদের ফেসবুক URL links আমি কিভাবে পাব ???

Level 0

আমি আমার http://www.pressbarta.com সাইটটার লাইক বাড়াতে চাচ্ছিলাম। পোস্টটা উপকারে এল। ধন্যবাদ ভাই।

bhi user name ki dite hobe? ar ami akhon kono page paina keno?