Kaspersky ডাউনলোড করুন ১ ক্লিকে

আমরা অনেকেই Kaspersky ডাইনলোড করতে বিভিন্ন ওয়েবসাইটে যেতে হয় । আবার অনেক সাইটে টাইম কাউন্ট করে ডাইনলোড করতে হয় । কিন্তু এখন আপনি এক ক্লিকেই Kaspersky ডাউনলোড করতে পারবেন । এর জন্য প্রয়োজন হবে এমটি সফটওয়ার যার সাইজ মাত্র ৯৯৬ কে বি । এর ফলে আপনি সরাসরি সার্ভার থেকে Kaspersky ডাউনলোড করতে পারবেন । এতে Kaspersky ৬ , ৭ , ৮ , ৯ ভার্সন ডাউনলোড করতে পারবেন ।

ea

তো এখনই ঝামেলাহীন ডাউনলোড করা শুরু করে দিন । এখান থেকে ডাউনলোড করতে পারবেন ।

আর এর key গুলো এখান থেকে ডাউনলোড করতে পারবেন । তবে key গুলো অনেক সময় ব্ল্যাক লিস্টড হয়ে যায় তখন পুরাতন key ডিলেট করে নতুন key ব্যবহার করবেন ।

Level 0

আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

এখান থেকে কি প্রতি মাসে টায়াল ভাসন ডাউন লোড করা যাবে? ধন্যবাদ।

Level 0

আমার জানা মতে ট্রায়াল ভার্সন নির্ভর করে serial কে এর উপর । সফটওয়ারের উপর নয় । আর যে key গুলো পাবেন তা ট্রায়াল ভার্সনের । অবশ্য key গুলো প্রতিদিনই আপডেট করা হয় ফলে কোন সমস্যা হ্ওয়ার কথা নয় । ধন্যবাদ ……..

Level 0

ভাইয়া key গুলো trial version এর নয়, commercial version এর,
এ বিষয় আমি আপনার সাথে লাখ টাকার বাজি লাগতে পারি ।

Level 0

sorry Omar Faruq এই ব্যপারে তুমি আমাকে কিছু জানাও নি ।

Level 0

Omar Faruq তোমার কি অনেক টাকা হয়েছে বেশী হলে আমাকে দিতে পার । আমি নিতে রাজি আছি ।

Level 0

sorry ভাইয়া বলার আগেই তো কারেন্ট চলে গেলো ।

Level 0

নারে ভাই টাকা বেশি হয় নাই ,জানি আমি জিতব তাই দরলাম।

আভিরাই ভালো লাগে ।

Level 0

ভাই, আবার সেই পুরোনো কাসুন্দি ঘাঁটছেন? একে তো ট্রায়াল ভার্শন তার উপর আবার pc কে করে ফেলে দুনিয়ার স্লো। প্রতিটি সফটওয়ার সেটআপ দেবার আগে জাঁহাতলার (kaspersky) অনুমতি নিতে হয়…… এর কোন মানে আছে? এটি সাধারন উপায়ে সেটআপ করার পরও আরো কিছু কাজ করতে হয়। আমার কাছে এর ফুল ভার্শন আছে কারো যদি লাগে যায়গায় বসে আওয়াজ দিবেন, আমি পরের কাজগুলোও বলে দেব যদিও আমি kaspersky এর ঘোরতর সমালোচক এবং আমি এটা ব্যবহারের সরাসরি বিপক্ষে। যারা ফুল ভার্শন বা ফ্রি ভার্শন (যেমন avast যা আপনাকে দেবে টোটাল প্রটেকশন) ব্যবহার করে তাদের কথা বলতে হলে আমি বলব, ” অতঃপর তাহারা ফুল ভার্শন বা ফ্রি ভার্শন ব্যবহার করিল এবং সুখে শান্তিতে দিনাতিপাত করিতে লাগিল………।”

Samehood ভাই is 100% correct. Avast is best.

না না আমি kaspersky এর পক্ষে