আরেকটু জানি এডসেন্স ফর ডোমেইন সম্বন্ধে- ইন্টারনেটে সহজতর উপায়ে লক্ষ লক্ষ টাকা আয়ের হাতছানি (পর্ব এক)

tune

আমরা যারা এডসেন্স পাবলিশার তাদের কাছে উপরের দৃশ্যটি খুবই পরিচিত। কিন্তু আমরা অনেকেই চিহ্নিত অংশের এডসেন্স ফর ডোমেইন অপশনটি ব্যাবহার করি না। কিন্তু এই অপশনটি এডসেন্স এর অন্যতম গুরুত্বপূর্ন। আজ এর বিস্তারিত নিয়েই আমার এই টিউনটি করা।

এডসেন্স ফর ডোমেইন কি?

এডসেন্স ফর ডোমেইন হল এডসেন্স এ কোন ডোমেইন কে পার্ক করে রাখা।

ডোমেইন পার্ক কি?

ডোমেইন পার্ক হলো ধরুন আপনি খুব ভালো নামের একটি ডোমেইন কিনে রেখেছেন যার চাহিদা হয়তো ভবিষ্যৎ এ খুব বাড়তে পারে সেটাকে বিক্রীর জন্য কোন সাইটে রাখা তাই হচ্ছে ডোমেইন পার্কিং। যেমন ধরুন ওয়াল্ডর্কাপ ২০১১ বা আইপিএল ২০১২ এরকম বিভিন্ন ইভেন্টের ডেমোইন আগেই কিনে রাখলেন পরে তারা যখন ওই ডোমেইন খুজবে না পেয়ে আপনার ডোমেইনটি কিনতে চাইলেই আপনার পোয়াবারো বিশাল দামে বিক্রী করতে পারবেন অনয়াসেই।

domain_parking_250x251

Level 0

আমি প্রযুক্তি প্রেমী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 15 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 136 টি টিউন ও 2157 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

দারুন। ধন্যবাদ শাকিলভাই। অনেক দিন পরে একটা সুন্দর টিউনস্। খুব কাজে লাগবে

দারুন টিউন শাকিল। টেকটিউনস যে ক্রমেই এলেক্সা তে উপরে উঠে আসছে তার অন্যতম কারন তুমি কারন তোমার এমন কিছু লেখা যা বাংলা ভাষায় পৃথিবীর আর কোন সাইটে পাওয়া যায় না। আর এ জন্যই এ খন সবাই ছুটে আসছে দলবেধে টেকটিউনস এর দিকে। চালিয়ে যাও।

আসলে পরবর্তীতে ভালো দামে বিক্রি করার মত ডোমেইন এখন আর পাওয়া যায় না… প্রায় মাসখানেক খোজার পর LiveNetCafe.com ডোমেইনটি পেয়েছি । আর দুই শব্দের ভালো ডোমেইন পাওয়া খুবই দূরহ ব্যাপার । আমি যতদুর জানি এডসেন্স ফর ডোমেইন থেকে ইনকাম করা মোটেই সহজ না । একটা রিভিঊতে পড়েছিলাম প্রায় ৫০ টা ডোমেইন পার্ক করে রেখেও এডসেন্স ফর ডোমেইন থেকে এক পয়সাও পাওয়া যায়নি ।
তবে ভালো ডোমেইন কিনে রাখতে পারলে পরবর্তীতে ভালো দামে বিক্রি করা যায় ।

    টাকা আয় করা কখনোই সহজ না। আমি শুধু আমার অভিজ্ঞতা থেকে একটি উপায় বললাম। আর ডোমেইন পার্কিংয়ে সাফল্য পেতে আপনাকে অনেক বুদ্ধি খাটিয়ে কাজ করতে হবে, ডোমেইন কিনতে হবে। এজন্য আপনি যদি আগামী কয়েকবছর সামনের চিন্তা করে ডোমেইন নেন যেমন আরো দুই বছর পরের কোন ইভেন্ট, কয়েকবছর পরে হতে পারে অনেক বড় সেলিব্রেটি এমন সম্ভাবনাময় কোন হলিউড, বলিউড, ক্রিকেট স্টারের নামে ডোমেইন বা আগামীবার আমেরিকার প্রেসিডেন্ট হতে পারে এমন ব্যাক্তি, বা তার নির্বাচন কার্যক্রমকে টার্গেটকৃত কোন ডোমেইন সেক্ষেত্রে নিশ্চিত থাকুন ভাল দাম লাগবে।

    এডসেন্স ফর ডোমেইন এ পুরাতন ও জনপ্রিয় ছিল এরকম ডোমেইন রাখলে ভাল আয় করা সম্ভব।

হুম… এটা একটা ভালো আইডিয়া…
ধন্যবাদ শাকিল ভাই… 🙂

শাকিল ভাই Street address এ কি লিখতে হবে তা একটু বলে খুশি হতাম।টিউনটি করার জন্য ধন্যবাদ।

    বাসার ঠিকানা লিখতে হবে। আমার যদি ভুল না হয় তবে তুমি শান্ত কুমার কিন্তু তুমি তো খুব ছোট তোমার এডসেন্স অন্য কারো নামে করতে হবে।

ধন্যবাদ শাকিল ভাই।

ধন্যবাদ শাকিল ভাই।শাকিল ভাই টেকটিউনসে ইউজার ইমেইল বদলানোর কোন উপায় আছে কি?থাকলে জানাবেন।আর আমার নাম বদলাব ভাবছি কিন্তু আমার নামে আরো একটা একাউন্ট আছে সেটা কিভাবে বন্ধ করব তা একটু জানালে ভাল হয়।

    সবই সম্ভব শুধু ড্যাশবোর্ডে গিয়ে পছন্দমত সব ঠিক করে নিতে হবে। আমিও আমার ইমেইল এবং ইউজার নাম চেঞ্জ করেছি। ইউজার আইডি পরিবর্তন করা যায় না।

কোথা থেকে এসব তথ্য জানলেন ভাই?

shakil vai apnar likha gulo khub helpful lge. jai hok ontotopam hisebenibenna………………………

apnar cell number ta diben kisu essential kotha chilo

১০ ডলারে কোথার ডোমেইন দেওয়া হয়?আর কোথায় ভাল হোস্টিং সেবা পাওয়া যায়?

খুবই ভাল তথ্য। আঙ্গুরফলে কলাগাছ হওয়াটা মনে হচ্ছে খুবই সহজ। দেখি কয়েকটি ডোমেইন পার্কে নিয়ে ফেলে রাখি। প্রেমিক প্রেমিকারা বেশি দামে কিনতে পারে। না কিনলে..সমস্যা সমস্যা কি ! নিজেই কিছু লিখে এডসেন্স বসিয়ে চালিয়ে নেব…

ধন্যবাদ.. এই রকম সুন্দর একটি টিউন করার জন্য

DigitalSylhet.cOm

Level 0

ধন্যবাদ শাকিল ভাইকে। শাকিল ভাই আপনার মোবাইল নাম্বার এবং ইমেইল এড্রেসটা কি আমাকে দেয়া যাবে। অনেক উপকার পেতাম। আমাকে ইমেল করে পাঠালেই হবে [email protected]

শাকিল ভাই অতি বড় লোক, আই মিন অতি ধনী হয়ে যাচ্ছেন
১২ হাজার ডলার=৮৬৪০০০ টাকা কি কম কথা?

শাকিল ভাই, গুরু, কিছু মনে কইরেন না
নতুন তো তাই দৃস্টি আকর্ষন করলাম

দারুন পোষ্ট….
………………………………………………………………………………………………………
http://www.airpurifier.tk|http://www.alarmsystem.tk|http://www.alternativeenergy.tk
………………………………………………………………………………………………………

Level 0

vai amar adsence account nai ki korte par, doya kore bolen, please.
please rply me

Level 0

akta bondho hoiya gache

Level 0

vai co.cc te account korechi,nicher moto option asse abarki korbo

Domain : mojafun.Co.CC
Expires on : 2013-02-03
1. Name Server (DNS)

Update Name Servers
Advanced Service / It can be difficult
2. Zone Record

Edit / Add Zone Records(A, MX, NS, CNAME, TXT)
Advanced Service / It can be difficult
3. URL Forwarding

You.co.cc will redirect to your own website.
Change your home page address into Cool ones!
Simple Service / It is easy to everyone

Level 0

nice

এই টিউনেই সেটা আছে। ভালো করে খেয়াল করুন।