Yahoo! মেসেন্জারে ইনভিজিবল থাকুন নির্দিষ্ট কারও জন্যে

আমরা অনেকেই ইনভিজিবল সম্পর্কে জানি কিন্তু এই ইনভিজিবলের কথা খুব কম মানুই জেনে থাকবেন । যাই হোক কিছুদিন ধরে টেকটিউনসের ওমর ফারুক আমাকে বলছে ওর মেসেন্জারে নাকি আমি ইনভিজিবল । আমি ব্যাপারটা বুঝতে পারিনি । তাই আজকে ঘাটাঘাটি করে বের করলাম । এর ফলে আপনি নির্দিষ্ট যেকোন মেসেন্জারে আপনাকে ইনভিজিবল দেখবে । বাকি সাই আপনাকে দেখবে শুধুমাত্র যাকে আপনি দেখাতে চান না সে দেখবে আপনি অফলাইনে ।

sdc

ছবি দেখেই আশা করি বুঝতে পারছেন তবুও ব্যপারটা ক্লিয়ার করছি । যেকোন আইডিতে মাউসটি রাখুন দেখবেন You appear online this contact সেখানে ক্লিক করুন । তারপর appear permanently offline to ......... সেখানে ক্লিক করলেই সে শুধু আপনাকে অফলাইনে দেখবে বাকি সবাই আপনাকে দেখবে অনলাইনে । ব্যপারটি অনেকে হয়ত জানতে পারেন কিন্তু আমার মত অনেকেই এই ব্যপারটি আজকে জানলেন । সকলকে ধন্যবাদ ............. ভাল মন্তব্য করে টিউনারকে উৎসাহিত করুন । কারন সকলের কাছ থেকেই কিছু না কিছু শিখার আছে ।

Level 0

আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ধন্যবাদ আমি ব্যাপারটা জানতাম না।

bhlo holo