ছোট কিন্তু প্রয়োজনীয় কয়েকটি সফটওয়ার ( আপডেটেড )

আমরা অনেকেই সফটওয়ার ব্যবহার করে থাকি যেগুলো সম্পর্কে আমরা খুব ভাল ভাবে জানি কিন্তু আমরা অনেকেই একটু কষ্ট করে আরও ভাল সফটওয়ার খুজে দেখি না । যার ফলে আমরা অনেকে পুরাতন সফটওয়ারগুলো ব্যবহার করেই সন্তুষ্ট থাকতে হয় । আজ আপনাদের কয়েকটি সফটওয়ার সম্পর্কে জানাতে চাইছি যেগুলো আপনাদের কাজে আসবেই । যাই হোক কথা না বাড়িয়ে সফটওয়ারগুলোর কাজ ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করা যাক ।

১ . KCleaner :

নাম শুনেই বুঝতে পারছেন এটার কাজ কি । আমরা অনেকেই ক্লিনিং সফটওয়ার হিসেবে C cleaner ব্যবহার করে থাকি । কিন্তু C cleaner কয়টি জায়গা থেকে জাংক,টেম্পোরারি , হিস্টোরি হত্যাদি ক্লিয়ার করতে পারে । কিন্তু এই সফটওয়ারটি ৩০ টি জায়গা থেকে আপনার কম্পিউটারে জমে থাকে অপ্রয়োজনীয় জাংক , টেম্পোরারি , হিস্টোরি , প্রফেটচ ইত্যাদি থেকে খুব সুন্দর ভাবে ক্লিয়ার করে থাকে ।

sd

এই সফটওয়ারটি পোর্টেবল ভার্সন হওয়ায় কোন সিরিয়াল এর প্রয়োজন নেই । এখান থেকে ডাউনলোড করতে পারবেন । সফটওয়ারটি মাত্র ১.০৫ মেগাবাইটের ।

২ . History kiler :

আগের সফটওয়ারটি এবং এই সফটওয়ারটির কাজ একই । কিন্তু এই সফটওয়ারটি আমার কাছে আগের চেয়ে ভাল মনে হয়েছে কারন এই সফটওয়ারটি দিয়ে খুব দ্রুত কম্পিউটারের অপ্রয়োজনীয় ফাইল রিমুভ করা যায় ।

dsf

এটার সিরিয়াল সাথেই দেয়া আছে । এখান থেকে সফটওয়ারটি ডাউনলোড করতে পারবেন । সফটওয়ারটি মাত্র ২.৬৩ মেগাবাইটের ।

৩ . পোর্টেবল অপেরা ১০ :

আমরা অনেকেই অপেরা ব্যবহার করে থাকি । কিন্তু ব্ল্যাক ইডিশনের অপেরা আমরা খুব কমজনেই ব্যবহার করে থাকি । আপনারা লক্ষ্য করবেন যে আমরা যে সাধারন অপেরা ব্যবহার করি এটার চেয়ে ব্ল্যাক ইডিশনের অপেরা দেখতে সুন্দর । যা যে কেউ কে আকৃষ্ট করবে এবং আপনি খুব দ্রুত ব্রাউজিং করতে পারবেনণ ।

ad

এখান থেকে সফটওয়ারটি ডাউনলোড করতে পারবেন । সফটওয়ারটি মাত্র ৮.৭৯ মেগাবাইট ।

৪ . Windows And Internet Cleaner Pro :

এই সফটওয়ারটি ব্যবহার করা খুবই ইজি এবং এটি প্রফেশনাল ভার্সন । এই সফটওয়ারটি খুজে পেতে আমাকে কিছুটা বেগ পেতে হয়েছে ।
s
আপনাদের জন্য এটি কমপ্রেস করে ১২৮ কিলোবাইটে আনা হয়েছে । সিরিয়াল সাথেই দেয়া আছে । আমার কাছে এটাকে অন্যান্য সফটওয়ার থেকে কিছুটা আলাদে এবং দ্রুততার সাথে Windows And Internet এর অপ্রয়োজনীয় ফাইলগুলো রিমুভ করতে পারে । এখান থেকে সফটওয়ারটি ডাউনলোড করতে পারবেন ।

৫ . Zuma's Revenge গেমস :

আমরা কে না গেমস খেলতে পছন্ত করি । তাই সাথে একটি গেমসও দিয়ে দিলাম সকলের জন্য । এই গেমসটির কথা অনেকেই শুনেছেন বা অনেকের কাছে আছে । খুব আকর্ষনীয় একটি গেমস । যেকোন বয়সের এই গেমসটি খেলতে পারবে । এই গেসমটির সাইজ প্রায় ১০০ মেগাবাইটের কিছু বেশী । আপনাকে রেপিডশেয়ার থেকে গেমসটি ডাউনলোড করতে হবে । এখান থেকে গেমসটি ডাউনলোড করতে হবে ।সাইজে বড় হওয়ায় আমার পক্ষে আপলোড করা সম্ভব হয় নি । এখান থেকে ডাউনলোড করতে পারবেন ।
s
s

Level 0

আমি রাখাল বালক। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 202 টি টিউন ও 1117 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

এদেশের ৯৯% মানুষই কোন না কোন ভাবে দূর্নীতির সাথে জড়িত। হয়ত কেউ ঘুষ দেয় অথবা কেউ নেয় দুটোই তো সমান অপরাধ। আর মায়ের পেটে থাকা শিশুটিও দূর্নীতির অর্থে কেনা খাবার খেয়ে বড় হয়ে উঠে। আর আমরা আশা করছি দেশপ্রেমিক এক নেতা। এটা নিম গাছ লাগিয়ে আম আশা করার মত হয়ে...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

খুব আকর্ষনীয় একটি Tune.

Level 0

ধন্যবাদ আপনাকে।

Level 0

প্রিয় বন্ধু, এই টিউন শেয়ার করার জন্ন আপনাকে ধন্নবাদ………..