নতুন আইওএস ৭ ভার্সনের ছবি সহ এ টু জেড । এবং দুটি সমাধানকারী পেইজ ।

সকলের প্রতি আমার সালাম রইল । আশা করি সবাই ভালো আছেন । যারা আইওএস ৭ আপডেট করেছেন আপনাদের সবাইকে আমার পক্ষ থকে আন্তরিকভাবে অভিনন্দন । আজকে আমি আমি আপনাদের মাঝে আইওএস  পুরানো ভার্সন অ্যান্ড আইওএস ৭ ভার্সনের পার্থক্য ছবি সহ শেয়ার করব ।

App Store

Wish List এখন অ্যাপস অ্যাড করতে পারবেন। আগের ডাউনলোড করা অ্যাপসগুলো নাম লিখে সার্চ করতে পারবেন। Screenshot Preview এ ক্লিক করলে পুরা স্ক্রীনে অ্যাপসটি কেমন দেখাবে তা দেখতে পারবেন। ব্যাকগ্রাউন্ডে সয়ংক্রিয়ভাবে অ্যাপস আপডেট হবে। (যা Settings > iTunes & App Stores থেকে বন্ধ করতে পারবেন) “Near Me” অপশন দিয়ে আপনার আসেপাশের পপুলার অ্যাপস দেখতে পারেন।
৫৯ মেগাবাইটের উপরে অ্যাপস হলে ডাউনলোড করবেন কিনা জানতে চাইবে।
ডাউনলোড হবার সময় নতুন আইকন এনিমেশন হবে।
আপডেট করার সময় অ্যাপস ব্যাবহার করতে পারবেন।

Camera

ডানে বামে সুয়াইপ করে Video Recording, Photo, Square Format, or Panorama সিলেক্ট করতে পারবেন।
স্কোয়ার সাইজ ফরম্যাটের ছবি করা যাবে।
যেকোনো ফিল্টার সিলেক্ট করে সরাসরি ছবি তুলা যাবে।
বিভিন্ন ফিল্টার দিয়ে ছবি এডিট করা যাবে।
ভিডিও করার সময় জুম করতে পারবেন।
আইপেড দিয়ে HDR ফটো তুলা যাবে।
Brust Mode থাকবে।

Clock

ঘড়ির কাটা সবসময় লাইভ চলতে থাকবে।
টাইমার সেট করলে যতক্ষণ বাকি থাকবে তা Lock screen এ দেখাবে।
অ্যালার্ম Snooze থাকলে, বাকি থাকা Snooze টাইম Lock screen এ দেখাবে।
World Clock এখন ডিজিটাল Clock এ দেখা যাবে।

Contacts

Contact এডিট করার সময় এখন Date, Social Profile, or Instant Message অ্যাড করতে পারবেন।
কোন Contact থেকে এখন Messages, Phone, FaceTime, FaceTime Audio or Email দেখা যাবে।

Control Center

iOS 7 এর নতুন অপশন Control Center যোগ হয়েছে।
Control Center Landscape Mode এ দেখা যাবে।

FaceTime

FaceTime এর নতুন আইকন থাকবে।
কোন Callers কে এখন ব্লক করা যাবে।
ভিডিও কল ছাড়া এখন অডিও কলও করা যাবে।

Lock screen

সম্পূর্ণ নতুন লক স্ক্রীন থাকবে।
উপর থেকে নিচের দিকে ঘষা দিয়ে Notification Center আনা যাবে।
নিচ থেকে উপরের দিকে ঘষা দিয়ে Control Center আনা যাবে।
Charging icon এখন কয়েক সেকেন্ড দেখাবে শুধু যখন চার্জার লাগাবেন।
Lock screen এর যেকোনো জায়গা থেকে স্লাইড করে ফোন আনলক করা যাবে।

Spring Board

Messages


বাম দিকে সুয়াইপ করে Messages Timestamps দেখা যাবে।
Messages অ্যাপস থেকে Conversation List ওপেন হবে Unread Message এর বদলে।
দুইবার টেপ করে এবং ধরে রেখে Message Copy, Delete, Clear All, or Select to Forward করা যাবে।
মেসেজ অপশনের উপরে থাকা Contact থেকে এখন আরও বেশি তথ্য জানা যাবে।
লং MMS support করবে।
Senders কে এখন ব্লক করা যাবে।

Multitasking

অ্যাপসের ছোট স্ক্রীনশট থেকে উপরের দিকে স্লাইড করে যেকোনো অ্যাপস বন্ধ করা যাবে।
একসাথে তিনটা অ্যাপস সুয়াইপ করে বন্ধ করা যাবে।
Multitasking এখন Landscape Mode এ দেখা যাবে।

Music

iTunes Radio থাকবে।
Landscape Mode অ্যালবামের Tile View দেখা যাবে (no more cover flow)
আগের থেকে ভাল Lock screen controls


Notification Center

সম্পূর্ণ নতুন Notification Center
Context-based Alerts থাকবে।
Notification Center এখন Landscape Mode এ দেখা যাবে।
NC এর তিনটা স্টেপ থাকবে: Today, All, and Missed
Notification sync থাকবে।

Photos

The Map view আর নাই।
Photo collections অপশন থাকবে।
Videos নামে নতুন ট্যাব যুক্ত হয়েছে।


videos

Phone

যেকোনো Callers কে ব্লক করা যাবে।
Keypad এর “Call” এ টাচ করলে সর্বশেষ ডায়াল করা নাম্বারে কল হবে।

Settings Option :

Cellular অপশন থেকে কোন কোন অ্যাপসে কতটুকু ডাটা ব্যয় হয়েছে তা দেখা যাবে।

General > Text Size থেকে যেসব অ্যাপস এই অপশন সাপোর্ট করে তাদের সাইজ কমিয়ে বাড়িয়ে নেয়া যাবে।

Spotlight Option

Safari


Full-screen interface
Unified smart search field
New layout for your Favorites
New tab view
Swipe tabs to the left to close them
Parental controls
Swipe left and right to navigate back and forward
Easy access to Private Browsing mode
Saved Passwords for Safari now ask you want to setup an on-device password

Siri

Bing is Siri’s default search engine
New male and female voices
Siri can show you pictures (“Siri, show me pictures of a guitar”)
Siri wants you to stay alive
Siri learned how to pronounce names
New Siri mic sound

Calendar

Weather

Maps

Notes

Reminders:

Stocks

Game Center:

Newsstand Option:

iTunes Store:

Passbook:

Compass Option:

Calculator:

Voice Memos:

Mail:

Other
AirDrop for iOS
New parallax effect
Activation Lock is a new security feature
Support for third party game controlers
Wi-Fi Hotspot 2.0
Redeem iTunes gift card using the camera
Anti-cheating measures in Game Center
A closer look at the iOS 7 smarter keyboard
Smarter auto-correct
A closer look at Frequent Locations
Control your iOS device with head movements
New iOS 7 wallpapers
New ringtones and alert sounds
You can now download additional dictionaries (select a word and tap “define” then “manage”)
Apple logo on boot up is completely flat
Swipe down from top of Home screen to bring up Spotlight search
You can put Newsstand in a folder
A grid-like design appears when waiting for an app to download
Apps can request access to the microphone
You now have dynamic wallpapers
Reading List icon is a tribute to Steve (see glasses)
View PDF annotations
Inclinometer
Per app VPN
New charge sound when you plug your iPhone in

iOS 7 কিভাবে চালাতে হবে তার সকল বর্ণনা নিচের লিঙ্ক এ দিয়ে  দিলাম।  পিডিএফ ফাইল, ১৫৪ পৃষ্ঠা, প্রায় ২৪ মেগাবাইট।

http://manuals.info.apple.com/MANUALS/1000/MA1565/en_US/iphone_user_guide.pdf

আইফোন প্রেমী ভাইদের জন্য আইফোনের সব ধরনের সমস্যার সমাধান নিয়ে ফেইসবুকে দুটি পেইজ এক্টিভ ভাবে কাজ করে যাচ্ছে । ইচ্ছা হলে ঘুরে আসতে পারেন ।

  1. https://www.facebook.com/iPhone1873

  2. https://www.facebook.com/banglaiphone

আমার টিউন্সটিতে যদি কোন রকম ভুল হয়ে থাকা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।

Level 0

আমি Mohammad Hossain। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 14 টি টিউন ও 74 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I study in Daffodil International University. Programme BBA..


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

পরশুদিন ভয়ে ভয়ে iphone 5 আপডেট করেছি। না জানি কি হয় এই টেনশন কাজ করছিল। একটা জিনিস এত দিন দেখে অভ্যস্ত, হটাত করে দেখি পুরা আউটলুক বদলে গেছে। মনে হয় কি যেন নাই। তবে নাই নাই ভাবটা কেটে যাবে কয়েকদিনের মধ্যে। আগের ক্যালকুলেটর এ % জিনিসটার অভাব বোধ করতাম, কারন ওটার জন্য ল্যান্ডস্ক্যাপ করতে হত। মজার ব্যপার ভিডিও তো জুম অপশন টা এসেছে। ক্যামেরার ছবি তোলার স্পীড আগের থেকে বেড়েছে। কন্ট্রোল সেন্টারে টর্চলাইট টা আমার খুব কাজ দিবে। সাফারির ট্যাব ভিউটা ভাল লেগেছে এবং প্রাইভেট ব্রাউজিং যোগ হয়েছে। আরও অনেক কিছু জেনে নিলাম টিউন থেকে। আসলে আমার এত কিছু লাগেনা। মেইল/ব্রাউজিং/কিছু অ্যাপস ব্যাবহার আর মাঝে মাঝে ছবি তোলা এই আর কি। লেখক ধন্যবাদ বিস্তারিত টিউনের জন্য।

    @সুমির: আপনাকেও ধন্যবাদ দীর্ঘ সময় নিয়ে টিউনটি পড়ার জন্য । আশা করি আইওএস ৭ টি আপনার কাছে অনেক ভালো লেগেছে ।

    @সুমির: ওহ হো! দুঃখিত একটা কথা বলতে ভুলে গেছি । কনগ্রেড ফর ইউজিং আইওএস ৭ ।

      @Mohammad Hossain:
      ধন্যবাদ আপনাকেও। ভিডিও তে জুম অপশন এসেছে শুনে, এক ছোটভাই তার iphone 4s আপডেট করতে চাইল। দিলাম করে। iphone 4s এর আপডেট সাইজ ৬৫০ মেগাবাইট, আর আমার iphone 5 এর আপডেট ছিল ৭৫২ মেগাবাইট। কিন্তু দু:খের বিষয় iphone 4s এ ভিডিওর জুম অপশন টা নাই। ওটা শুধু iphone 5, 5S, 5C তে আছে। আর ওভারঅল সব আমার কাছে ঠিকই আছে। আগেই তো বলেছি আমার এত কিছু লাগেনা। কিন্তু বড় চাহিদা হচ্ছে, সিস্টেম সিকিউরিটি, সিস্টেম স্ট্যাবিলিটি। এবং হ্যাঙ্গ, ফ্রীজ, ক্র্যাশ এই সমস্যা গুলো থেকে মুক্ত একটা স্মার্টফোন।

Level 0

joss!

    @rafa: ধন্যবাদ কমেন্ট করার জন্য ।

ki tune korsen vi !! purai matha nosto !! 😀 thanks

    @নাঈম the handsome: আপনাকেও অসংখ্য ধন্যবাদ অনেক সময় নিয়ে টিউনটা পড়া এবং কমেন্টস করার জন্য । টিউনটি পড়ার পর টিউনটি ভালো লেগেছে কি না বা ভালো লাগে নাই এমন জাতীয় করলে আসলেই অনেক খুশি হই ।