গান শুনে আগের মত মজা পান না, তাহলে এইদিকে আসুন, শুধুমাত্র MacBook ব্যবহারকারীদের জন্য

গান শুনে আগের মত মজা পান না, সেইটা কি আপনার দোষ, নাকি আপনার কানের দোষ, নাকি আপনার ব্যবহার করা যন্ত্রের দোষ ? কান তো আর বদলানো যাবেনা, তাই বলে কি গান শোনা বন্ধ থাকবে নাকি, তাহলে কি করা, আসুন সিস্টেম টা একটু বদলে নেই।

এই প্রশ্নের উত্তর পাবেন আজকের শেয়ার করা অ্যাপ্লিকেশান তা ব্যবহার করার পর। তবে এই টিউন শুধুমাত্র অ্যাপল ল্যাপটপ বাবহারকারিদের জন্য। অন্য জানার জন্য পড়তে পারেন, পরে টাইম লস হইছে এই কথা বলতে পারবেননা।

যা যা লাগবে ঃ

  1. Beats Headset   (35,000 Taka) অথবা

 

গুলস্থান থেকে b লিখা হেডসেট কিনলে

কিন্তু হবে না, আসলটা লাগবে। 😛

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

  1. Sony Headset (13000 Taka) অথবা

 

 

 

 

 

 

 

 

 

  1. Philips Headset

Price: (1500 Taka)

সর্বস্তরের পাঠকের কথা চিন্তা করে ৩ ধরনের হেড সেট দিলাম।

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

২য় যা লাগবে তা হল Boom 2, ভয়ের কোন কারণ নাই, এই বোম সেই বোম না, এইটা সফটওয়্যার এর নাম, সফটওয়্যার এর দাম অনেক, ১২০ ডলার অ্যাপল অ্যাপ স্টোরে। ফ্রি ডাউনলোড করেতে এইখানে ক্লিক করুণ। টরেন্ট লিংক

সিরিয়াল কী আগেই সিস্টেম করা আছে, শুধু ইন্সটল করলেই হবে। তারপর আপনার প্রোফাইল অটো কনফিগার করে MacBook Air/ MacBook Pro একুইলিযের এ চলে যাবে, এইবার দেখেন মজা। উপড়ের লিস্ট এর কোন হেডসেট না থাকলে অ্যাপল এর ছোট মোবাইল হেডফোন ব্যবহার করতে পারেন। কিন্তু সরবচ্ছ পারফরমেঞ্চের জন্য উপর্যুক্ত হেডসেট গুলার কথা বলা হল।   উপরের  হেডসেট ছাড়াও ভাল সাউন্ড পাবেন, কিন্তু সেই মজা পাবেন না। যাইহোক।

মজাহীন গান শোনকে করে তুলুন উপভোগ্য, চাইলে কিছু ননস্টপ ক্লাবমিক্স নামায় নেন। জীবনে প্রথম গান শোনার মত মজা না পাইলে মূল্য ফেরত।

ধন্যবাদ।

 

 

 

 

Level 0

আমি মোস্তাক আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 16 টি টিউন ও 66 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

I born in Magura, I have completed my undergraduate from University of Dhaka. Now I'm doing MBA at University of Science & Technology Beijing. Facebook: mostakdu WeChat: mostakdu


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস