যদি আই ও এস ১১-এর এই ৩টি ফিচার যুক্ত হতো অ্যান্ড্রয়েডে!

টিউন বিভাগ আইওএস
প্রকাশিত
জোসস করেছেন

শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে আই ও এস-এর বেটা ভার্সনগুলো শেষ। আর তাই, এখন তা আইফোন আকারেই বাজারে চলে এসেছে। এটা গত সপ্তাহের খবর। যদিও আমরা বাঙালীরা বেশিরভাগই অ্যান্ড্রয়েড ব্যবহার করি, তারপরও আই ও এস-এর খবরাখবর সবসময়ই রাখার চেষ্টা করি। আজ একটু অন্যরকমভাবে শুরু করার জন্য দুঃখিত। কিন্তু আই ও এস সম্পর্কে আরো কিছু জানানো প্রয়োজন। সত্যি, অ্যাপল অনেক কিছু করেছে যা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য।

আমাদের অনেক সময় অনেক কিছুই খেয়াল চাপে। ছোটবেলায় সবচেয়ে বেশি খেয়াল চাপতো, ইশ! আমরা যদি আকাশে উড়তে পারতাম! বড়বেলায় এসে আমাদের ইচ্ছেগুলোও আলাদা। একজন সভ্য অ্যান্ড্রয়েড ব্যবহারকারী হিসেবে আমার যে ইচ্ছা সেটা হলো, ইশ! যদি আই ও এস-এর কয়েকটা ফিচার অ্যান্ড্রয়েড-য়ে ব্যবহার করতে পারতাম! গুগল যদি অ্যান্ড্রয়েডে আরো সুন্দর সুন্দর ফিচার নিয়ে আসতো! বেশ ভালোই হতো। হ্যাঁ বন্ধুরা।আজ কথা বলবো আই ও এস এর সেরকমই কিছু ফিচার নিয়ে। যে ফিচারগুলো আমি একদিন অ্যান্ড্রয়েডে স্থাপিত হবার স্বপ্ন দেখি  😆

তো চলুন দেখে নেয়া যাক সেই ফিচারগুলো।

অগ্‌মেন্টেড রিয়েলিটি (Augmented Reality)

গত জুনে ডেভেলপারদের জন্য অগ্‌মেন্টেড রিয়েলিটি কিট (ARKit) রিলিজ করার পর এটা স্পষ্ট যে অ্যাপল মোবাইল প্রযুক্তিকে আরো সামনে নিয়ে যাবার জন্য অগ্‌মেন্টেড রিয়েলিটিকে সর্বাধিক গুরুত্ব প্রদান করছে যেটা আমরা সাম্প্রতিক আইফোন চালু করার অনুষ্ঠান থেকে জানতে পারি। সেই অনুষ্ঠানে একটি অগ্‌মেন্টেড রিয়েলিটি মাল্টিপ্লেয়ার গেইমের নমুনা দেখানো হয় যার নাম 'দ্যা মেশিন্‌স'। অগ্‌মেন্টেড রিয়েলিটি'র আরো বাস্তব কিছু উদাহরণ দেখানো হয় যেখানে প্লেয়ারের রিয়েল টাইম পরিসংখ্যান ও তথ্যাদিও সংরক্ষিত থাকবে। তাই জনগণের ধারণা, এই অগ্‌মেন্টেড রিয়েলিটিকেই অ্যাপল ভবিষ্যৎ আইফোনের সবচেয়ে বড় প্রজেক্ট হিসেবে চিন্তা করছে।

অগ্‌মেন্টেড রিয়েলিটি'র প্রতি অ্যাপল-এর এই গুরুত্ব প্রদান এবং আই ও এস ১১-তে এটি অভ্যন্তরীণ ফিচার হিসেবে যুক্ত করার উদ্যোগটা, বিভিন্ন কোম্পানি ও ব্র্যান্ডিং সহযোগিতা বাড়াবে বলে আশা করা যায়। এছাড়াও এই অগ্‌মেন্টেড রিয়েলিটি ফিচারটা আরো নতুন নতুন অ্যাপ তৈরির জায়গাটাকে আরো বেগবান করবে বলে আশা করা যায়।

এতক্ষণে অনেকের মনেই নানান প্রশ্ন তৈরি হয়েছে। সে বিষয়েই যাচ্ছি। হ্যাঁ। গুগল কিন্তু চুপচাপ বসে নেই। গত আগষ্ট মাসেই তারা ঘোষণা দিয়েছে যে তারা অগ্‌মেন্টেড রিয়েলিটি নিয়ে কাজ করার জন্য নতুন একটি প্ল্যাটফর্ম তৈরি করেছে। যার নাম 'ট্যাঙ্গো'। গত বছর যে 'পোকেমন গো' গেইমটা বিশ্বে ঝড় তুলেছিল, তা কিন্তু এরই একটা অংশ। তাই শুধু অ্যাপল একাই যে এই কাজটা করে যাচ্ছে তা ভাবলে বা চমকে গেলে ভুল হবে। কেউ আর বসে নেই। একরকম পাল্লা দিয়ে চলেছে প্রযুক্তিগুলো।

অ্যাপল-এর প্রতিনিধি ফিল শিলার জানান নতুন আইফোনগুলো তৈরিই হয়েছে মূলত অগ্‌মেন্টেড রিয়েলিটি'র জন্য। তবে তিনি বারবার আসুস জেনফোন এ আর (ASUS ZenFone AR) এবং লেনোভো ফাভ ২ প্রো (Lenovo Phab 2 Pro) এর বিষয়টি উপেক্ষা করেন। তবে এজন্য শিলার'কে দোষারোপ করা যায় না। বরং, তার জন্য এটি লজ্জার। কারণ, ট্যাঙ্গো'র ফিচারগুলোও সত্যি ভোলার মতো নয়। যে কেউ ট্যাঙ্গো ব্যবহার করলে বেশ দারুন এক অভিজ্ঞতা পাবে।

তবে এখানে একটা বড় বিষয় রয়েছে। গুগল ট্যাঙ্গো'র মাধ্যমে অনেক দিন ধরেই অগ্‌মেন্টেড রিয়েলিটি নিয়ে কাজ করছে। আর এমনও শোনা যাচ্ছে যে এর বেটা ভার্সনও নাকি ইতোমধ্যেই তৈরি হয়ে গেছে। যদিও ট্যাঙ্গো ও অগ্‌মেন্টেড রিয়েলিটি কোর নিয়ে গুগল-এর ভবিষ্যৎ পরিকল্পনা কী তা নিয়ে অনেক প্রশ্ন রয়েছে।

আই ম্যাসেজ (iMessage)

আমাদের সমাজ দিনদিন ক্যাশবিহীন সমাজ হিসেবে গড়ে উঠছে। সবকিছুর মূল্যই ভার্চুয়ালি পরিশোধযোগ্য। তবে আমাদের দেশে এখনও অতটা ছড়িয়ে পড়েনি বিষয়টি। অন্যান্য উন্নত দেশে মোবাইল ফোনের মাধ্যমেই তারা সবকিছুর মূল্য পরিশোধ করে থাকেন। এজন্য তাদের আছে অ্যাপল পে এবং অ্যান্ড্রয়েড পে। সর্বপ্রথম অ্যাপল তাদের আই ও এস ৮.১-য়ে তাদের অ্যাপল পে যুক্ত করে। আর, আই ও এস ১১-তে তারা এই লেনদেন কাজ সম্পাদনের জন্য 'আই ম্যাসেজ' নাম নতুন একটি ফিচার চালু করছে।

তবে, অফিসিয়াল আই ও এস ১১-তে আই ম্যাসেজ-এর মাধ্যমে পিয়ার-টু-পিয়ার সুবিধাটি আগেই পাওয়া যাচ্ছে না। তবে শীঘ্রই যে এটি আসছে তা মুটামুটিভাবে নিশ্চিত করে বলা যায়। আর এরকম একটা ব্যাংকিং অ্যাপ মূলত দরকার যাতে করে আমি আমার বন্ধুকে ভদ্রতার সাথে আমার পাওনা টাকার কথা মনে করিয়ে দিতে পারবো। আর সাথে সাথেই সে তা পরিশোধ করতে পারবে অনেকটা ম্যাসেজের রিপ্লাই দেবার মতো করেই।

তাই, আমি চাচ্ছি গুগলও অ্যান্ড্রয়েডে এমন কিছু স্থাপন করুক। তবে সেক্ষেত্রে গুগল-এর অনেক অপশন আছে। তাই গুগল-য়েরই ঠিক করতে হবে তারা অ্যালো, অ্যান্ড্রয়েড ম্যাসেজ বা হ্যাংআউট-এগুলোর মধ্যে কোনটি ব্যবহার করবে বা আলাদা কিছু তৈরি করবে কিনা। তবে, খুব সম্ভবত কেউই চাইবে না যে গুগল আলাদা কোনো ম্যাসেজ অ্যাপ চালু করুন। অলরেডি হোয়াট্‌স অ্যাপ, ম্যাসেঞ্জারে আমাদের প্রায় অরুচি ধরে গেছে।

ডু নট ডিস্টার্ব (Do Not Disturb)

গাড়ি চালানোর সময় স্বয়ংক্রীয়ভাবে চালু হয়ে যাবেডু নট ডিস্টার্ব ফিচারটি। বিষয়টা একটু বিস্তারিতভাবে ব্যাখ্যা করি।

গাড়ি চালানোর সময় ফোন আসলে মানুষের মনোযোগকে কেড়ে নেয়। আর এখনকার যুবসমাজের বৈশিষ্ট হলো যে গাড়ি চালানোর বয়স হবার আগেই তারা স্মার্টফোন হাতে পেয়ে যায়। তাই দীর্ঘদিনের অভ্যাসের ফলে গাড়ি চালানোর সময়ও এটার প্রতি মনোযোগী থাকে তারা। আর অনেক কমবয়সী গাড়িচালক আছেন যারা ভেবেই নেন যে তারা একইসাথে অনেক কাজ করতে পারবেন। এর ফলও দিতে হয় মাঝে মধ্যে। মনে রাখবেন, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না পর্যন্ত হতে পারে।

আই ও এস ১১-তে অ্যাপল নতুন একটি ফিচার যুক্ত করেছে। আর সেটি হলো 'ডু নট ডিস্টার্ব'।এটি স্বয়ংক্রীয়ভাবে বুঝতে পারবে যে আপনি একটি চলন্ত গাড়িতে আছেন অথবা আপনি চাইলে আপনার গাড়ির ব্লু-টুথ-এর সাথেও এটিকে যুক্ত করতে পারেন। একবার চালু হয়ে গেলে আপনি চলন্ত গাড়িতে থাকা অবস্থায় এটি আপনার সব নোটিফিকেশন বন্ধ করে দেবে। এমনকি এমনও অপশন রয়েছে যে আপনাকে যিনি ম্যাসেজ বা কল দিতে চাচ্ছেন তার কাছে স্বয়ংক্রীয়ভাবেই ম্যাসেজ পৌঁছে যাবে যে আপনি এখন গাড়িতে আছেন। আবার আপনি যখন প্যাসেঞ্জার হিসেবে থাকবেন তখন সেটা ম্যানুয়ালিও ব্যবহার করতে পারবেন।

তবে এই ফিচার আমার মতে সব স্মার্টফোনেই যুক্ত করা উচিত। কারণ, মনোযোগ বিচ্যুতি খুবই খারাপ একটা ব্যাপার। বরং, এটি পাবলিকের নিরাপত্তার জন্য আরো বেশি দরকার। আর এই ফিচারটা চালু হলে গাড়ির চালানোর সময় আপনার ফোন চেক করার আগ্রহটাকে অনেকটাই কমিয়ে দেবে।

তাই আই ও এস ব্যবহারকারীরা এটার ব্যবহার চালিয়ে যাবে এবং গুগলও তাদের পরবর্তী স্মার্টফোনগুলোতে এই মূল্যবান ফিচারটা যুক্ত করবে বলে আশা করা যাচ্ছে। আর যেটা সবার জন্যই মঙ্গলজনক হবে।

পরিশেষে, টেকটিউনস হলো বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে জানার এক সুবিশাল প্ল্যাটফর্ম।প্রতিনিয়তই থাকবেন নতুন নতুন জ্ঞানের মধ্যে। জানবেন অজানাকে। তবে হ্যাঁ। শুধু জেনেই বসে থাকবেন না। এই জ্ঞানগুলো ছড়িয়ে দিন তাদের নিকট যাদের কাছে এই টিউনগুলো পৌঁছানো সম্ভব হয় না। জ্ঞান নিজের কাছে রাখার জিনিস না। ছড়িয়ে দিন আশেপাশে যারা আছে সবার মাঝে। প্রযুক্তিকে ভালবাসুন, প্রযুক্তির সাথে থাকুন। টেকটিউনসের সাথে থাকুন।

আজকের মতো এ পর্যন্তই। সামনে আবারও হাজির হবো নতুন কোনো তথ্য নিয়ে। আর টিউনটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। টিউন বিষয়ে কোনো প্রশ্ন থাকলে নিচে টিউমেন্ট বক্সে প্রশ্নটি করুন। এছাড়াও ফেইসবুকে আমার সাথে যোগাযোগ করতে পারেন।

ফেইসবুকে আমি: Mamun Mehedee

Level 2

আমি মামুন মেহেদী। Civil Engineer, The Builders, Bogra। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 92 টি টিউন ও 360 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 12 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 1 টিউনারকে ফলো করি।

আমি আপনার অবহেলিত ও অপ্রকাশিত চিন্তার বহিঃপ্রকাশ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস