Windows 10 Pro তে Wifi চালু না হওয়ার সমস্যা

উইন্ডোস ১০ ওয়াইফাই

আমার ল্যাপটপে Windows 10 Pro সেটাপ দেয়ার পরে Wifi চালু হইতেছে না। আন করলে আবার অটোমেটিক ভাবে অফ হয়ে যায়।

এখন এর জন্য কি করা য়ায়?


দেখা
1,838
উত্তর
4
5 বছর 11 মাস আগে

এটা আপনার ল্যাপটপে সমস্যা না ডেস্কটপে?

খুব সম্ভবত এটা আপনার ল্যাপটপের বা ডেস্কটপের ওয়াইফাই ড্রাইভারের সমস্যা। আপনি ডিভাইস ম্যানেজার এ গিযে দেখুন আপনার ওয়াইফাই এডোপটরটি কোন ম্যানুফেকচারের যদি ডিভাইস ম্যানেজার থেকে কীভবে ম্যানুফেকচার খুঁ বের করতে হয় তা না জানা থাকে তবে ওয়েবে সার্চ করে দেখে নিন। ম্যানুফেকচার এর নাম জেনে আপনার ল্যাপট বা ডেস্কটপের (মাদার্রবোর্ড) এর মডেল নামার লিখে ওয়াইফাই ড্রাইভার সার্চ করে ইন্সটল করুন। আশা করি সমাধান হবে। আর যদি এত কিছু ঝামেরা মনে হয় তবে ড্রাইভার ম্যানেজার সলিউশন https://drp.su/en ট্রাই করে দেখতে পারেন।

আপনি এই লিংকটি ট্রাই করতে পারেন আশা করছি সমস্যা সমাধান হয়ে যাবে।।https://www.techtunes.io/other/tune-id/588740

Net connection thakle online theke akti driver pack install korun..
Google e drive pack liklei peye jaben..or CD thakle thakle CD theke driver pack run korun.100% sure je wifi driver install hobe…thank you