শিখতে চাই, জানতে চাই ইন্টারনেট এর দুনিয়া সম্পর্কে

ফ্রিল্যান্সিং

আসসালামু আলাইকুম। আমি রাফসান। টেকটিউনস এ আমি অনেক দিন যাবত টিউন পড়ি। আজ একাউন্ট খুললাম। আমি ইন্টারনেট এ কাজ শিখার খুব আগ্রহ। বিশেষ করে এসইও এর উপর। আপনাদের সাজেসন্স চাচ্ছি। আমার জন্য খুব হেল্পফুল হয়।


দেখা
2,481
উত্তর
4

আপনার সম্পর্কে জানতে হলে ইউটুব থেকে আগে বেসিক কিছু ধারণা নিতে পারেন। এছাড়া আপনি nshamim ওয়েবসাইট থেকে অনেক ভালো টিউটোরিয়াল পাবেন। বেসিক লেবেল শেষ হলে অ্যাডভান্স লেভেল এর জানতে হলে nshamim এর প্রিমিয়াম টিউটোরিয়াল কিনতে পারেন। আর চেষ্টা করুন গুগল থেকে জানতে। তবে পরামর্শ দিচ্ছি কোনো কোচিং থেকে কোর্স না করার জন্য এতে আপনি ভালো কিছু শিখতে পারবেন না আর টাকাও খরচ হবে

ধন্যবাদ ভাই

প্রিয় টিউনার মো রাশেদুল হক রাফসান Bengali Shayari

    প্রিয় টিউনার মো রাশেদুল হক রাফসান ভাই ,আমি জানি আপনি ইন্টারনেট দুনিয়ার সম্পর্কে কউতুহলী মানে আপনি ইন্টারনেট সম্পর্কিত অনেক কিছুই জানেন।এখন আপনি ব্লগিং এ কেরিয়ার বানাতে ইচ্ছুক।
    আর আপনি এটিও বুঝেছেন যে এক জন সফল ব্লগার হতে গেলে এস ই ও শেখা কতটা প্রয়োজন।
    আমি মহিম কুমার আমার একটি ব্লগ পোষ্ট এ এস ই ও এর ব্যবহার খুব সহজ ভাবে শিখানোর ছেস্টা করেছি ।এবং এই পধ্যতি অব্লম্বন করে আমি আমার পোষ্ট টি মাত্র ১৫ দিনে গুগল র‍্যাঙ্ক করিয়েছি।
    এর কি ওয়াড় হল “কিভাবে website খোলা যায়” আর কম্পিটিশন ০.৪৫ সার্চ ভলুম ৪৫০,০০০ ।
    আপনি চাইলে গুগল এ এই কি ওয়াড় সার্চ করতে পারেন ৩,৪ বা ৫ নম্বরে http://www.probangali.com এর পোস্টটি দেখতে পাবেন।
    অথবা এই লিঙ্ক এ ক্লিক করে শিখুন সহজ ভাবে এস ই ও এর ব্যবহার।Read Now