বাংলায় শিখুন জাভা প্রোগ্রামিং পর্ব [০১] :: জাভা সুচনা, ইন্সটলিং JDK এবং Eclipse, ভেরিএবল এবং ডাটা টাইপ উদাহরণ সহ (ভিডিও)।

টিউন বিভাগ জাভা
প্রকাশিত

শুরু করছি জাভা প্রোগ্রামিং নিয়ে টিউটোরিয়াল।জাভা প্রোগ্রামিং এর শুরু থেকে একদম শেষ পর্যন্ত টিউটোরিয়ালটি চলবে।

 

আজকের প্রথম পর্বে দেখাবো জাভা প্রোগ্রামিং কি? কেন এটার ব্যবহার বেশি হয়ে থাকে? সেই সাথে জাভা প্রগ্রামিং করার জন্যে আমাদের যা যা ইন্সটল করতে হবে যেমন  JDK এবং Eclipse কিভাবে ইন্সটল করতে হয় তার জন্যে নিচের ভিডিও টি দেখুন।

Bangla Java programming tutorial [01]:java introduction, installing JDK and Eclipse

আচ্ছা এখন ভিডিও টি দেখার পরে আমাদের কম্পিউটার এখন রেডি জাভা প্রোগ্রামিং করার জন্যে।

এখন তাহলে আমরা শিখে নেই  জাভা প্রোগ্রামিং এ ভেরিএবল এবং ডাটা টাইপ এর ব্যবহার কিছু উদাহরণ এর মাধ্যমে। এটার জন্যে নিচের ভিডিও টি দেখে নেই।

Bangla Java programming tutorial [02]:variable,data type with examples

আমাদের কিছুটা ধারণা এসে গেছে ভেরিএবল এবং ডাটা টাইপ সম্পর্কে। এখন আরেকটা ছোট্ট বিষয় শিখে নেই সেটা হোল কিভাবে আমাদের প্রোগ্রামটিতে আমরা যাই লিখব প্রোগ্রাম সেটাই আমাদের কপি করে দেখাবে।টার জন্যে নিচের ভিডিও টি দেখে নিন।

Bangla Java programming tutorial [03]: Scanner

এখন আমরা স্ক্যানার ও তৈরি করতে পারছি।সামনে আরও অনেক মজার মজার বিষয় শিখব, আজকে এপর্যন্তই। আশা করি কোথাও বুঝতে সমস্যা হবেনা। এরপরেও কোন সমস্যা হলে কিম্বা কোন কিছু বোঝার বাকি থাকলে আমাকে জানাতে পারেন,আমি পরবর্তী পর্বে সেটা নিয়ে আলোচনা করব।তো সে পর্যন্ত সবাই ভাল থাকবেন।

 

সৌজন্যে ঃ সায়েন্সটেক

ফেসবুকে আমি  ঃ Mustakim Billah Hemel

 

 

 

 

 

Level 0

আমি মুসতাকিম বিল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস