বাংলায় শিখুন জাভা প্রোগ্রামিং পর্ব [০৫] :: While loop এবং Switch statement উদাহরণ সহ (ভিডিও)

টিউন বিভাগ জাভা
প্রকাশিত

জাভা প্রোগ্রামিং এর ৫ম পর্বে আপনাদের স্বাগতম।

আজকের পর্বে নতুন  কিছু বিষয় নিয়ে সাজানো। আজকের পর্বে আমরা দেখবো  জাভা প্রোগ্রামিং হুয়াইল লুপ কি এটার কিভাবে ব্যবহার হয়    সেগুলো বিস্তারিত  উদাহরণ সহ দেখব সেই সাথে ্সুইচ স্টেটমেন্ট কি কিভাবে ব্যবহার করতে পারি সেটাও উদাহরণ সহ দেখবো।। তাহলে দেখে নেই সুইচ স্টেটমেন্ট  নিয়ে বিস্তারিত তথ্য উদাহরণ সহ।

ভিডিও টি দেখতে নিচের লিংক এ ক্লিক করুন।

Bangla Java programming tutorial [10]: Switch statement

এখন আমরা সুইচ  স্টেটমেন্ট কি এটার ব্যবহার বিস্তারিত শিখে ফেললাম।এরপরে আমরা দেখে নেই কিভাবে জাভা প্রোগ্রামে লুপ কি সেই সাথে হুয়াইল লুপ কি কিভাবে জাভা প্রোগ্রামে ব্যবহার  করা যায় সেটা উদাহরণ সহ দেখে নেই।

ভিডিও টি দেখতে নিচের লিংক এ ক্লিক করুন।

Bangla Java programming tutorial [11]: While loop

ভিডিও টি দেখার পর আমাদের এটা ক্লিয়ার হয়ে গেল কিভাবে আমরা জাভা প্রোগ্রামে লুপ  ব্যবহার করতে  পারি এবং হুয়াইল লুপ ব্যবহার করতে পারি।আশা করি টিউটোরিয়াল গুলো বুঝতে কোন সমস্যা হয়নাই। টিউটোরিয়াল গুলো ভাল ভাবে বোঝার জন্যে একবার না বুঝলে একদম  কনসেপ্ট পুরুপুরি আসা পর্যন্ত টিউটোরিয়াল টি দেখতে থাকুন এবং বেশি করে প্র্যাকটিস করুন আশা করি কোন সমস্যা হবে।

আর টিউটোরিয়াল গুলো বুঝতে কোন সমস্যা থাকলে অবশ্যই আমাকে জানাবেন সেই সাথে কোন কিছু জানার থাকলে টিউনমেনট এর মাধয়ে জানাবেন  নেক্সট টিউটোরিয়ালে সেটা আলোচনা করা হবে।

Level 0

আমি মুসতাকিম বিল্লাহ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 68 টি টিউন ও 41 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস