আপনার ল্যাপটপ কি বেশি শব্দ করে? ল্যাপটপ এর ফ্যান কি সবসময় জোরে ঘুরতে থাকে? তাহলে দেখে নিন এই সমস্যার ৫টি সমাধান

ভারি কাজের জন্য ডেক্সটপ কম্পিউটার ব্যবহার করা হলেও অনেকেই ল্যাপটপ ব্যবহার করে থাকেন। আবার অফিস এর কাজের জন্য ল্যাপটপ সুবিধাজনক। আবার যারা সবসময় এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে থাকেন তাদের জন্য ল্যাপটপই সুবিধাজনক। তবে ভিডিও এডিটিং এর কাজ করার জন্য ডেক্সটপই ভাল। তবে এখন অনেক পাওয়ারফুল ল্যাপটপ বাজারে আছে যেগুলো ব্যবহার করে ভিডিও এডিটিং এর কাজ মোটামুটি ভালভাবেই করা যায়। তবে আমরা ল্যাপটপ ব্যবহার করি কারণ ল্যাপটপ ডেক্সটপ এর তুলোনায় শব্দ কম করে।

কিন্তু আমরা যখন ল্যাপটপ দিয়ে শক্তিশালী কোন কাজ করি। যেমন ভিডিও বা অডিও প্রোসেসিং, তখন ল্যাপটপ এর ভিতরের ফান কে অনেক জোরে ঘুরতে হয়। ফলে ল্যাপটপ অনেক বেশি শব্দ উৎপন্ন করে। এটা আসলে খুবই বিরক্তিকর। ল্যাপটপে ফান দেয়া থাকে জেন ল্যাপটপের অতিরিক্ত তাপ বাইরে বের করে দেয়া যায়। এবং ল্যাপটপে দীর্ঘদিন ব্যবহার করা যায়।

কিন্তু এতে দেখা যায় ল্যাপটপ ব্যবহারের মুল উদ্দেশ্যই নষ্ট হয়ে যায়। তাই আমি এই টিউনে আপনাদেরকে ৫তি পদ্ধতির কথা বলব, যেগুলো ব্যবহার করে আপনি আপনার ল্যাপটপ এর শব্দ অনেক অংশেই কমিয়ে ফেলতে পারবেন।

শুরুর পূর্বে

কিছু ল্যাপটপ বাদে প্রায় সব ল্যাপটপেই বিল্ট-ইন ফ্যান দেয়া থাকে। এছাড়াও বিভিন্ন গেম কনসোল বা ছোট আকারের ডেক্সটপ পিসি, সব কিছুতেই ফ্যান লাগানো থাকে। কারণ ল্যাপটপগুলোকে যখন গেম খেলার মত লোড দেয়া হয় তখন ফ্যান গুলো অনেক দ্রুত গতিতে ঘুরতে থাকে। ফলে অনেক শব্দ হয়। এমনকি নতুন ম্যাকবুক প্রো তেও যখন এরকম লোড দেয়া হয় তখন জেট ইঞ্জিন এর মত শব্দ করতে থাকে।

আবার আপনার আসে পাশের পরিবেশ বা রুম এর তাপমাত্রা যদি বেশি হয়, তাহলে ল্যাপটপে ঠাণ্ডা করার জন্য ফ্যানকে আরো বেশি গতিতে ঘুরতে হয়। এছারা আমরা যখন বিছানা বা নরম কিছুর উপর রেখে আমাদের ল্যাপটপ চালাই, তখন ল্যাপটপের বাতাস বাইরে বের হবার কোন জায়গা থাকে না। তখন ল্যাপটপ আরো বেশি গরম হতে থাকে।

তবে আপনি যদি হটাত ল্যাপটপ থেকে সাউন্ড শুনতে পান। বা মনে হয় ফ্যান এর ব্লেড কিছু সাথে ঘষা খাচ্ছে। তাহলে দ্রুত কম্পিউটার সার্ভিসিং সেন্টারে নিয়ে যান। এবার আমি ল্যাপটপ এর ফ্যান এর সাউন্ড কমানোর পদ্ধতিগুলো সম্পর্কে আপনাদের জানাব।

প্রসেস বন্ধ করা

ল্যাপটপ এর ফান তখনই বেশি ঘুরে যখন ল্যাপটপ বেশি তাপ উৎপন্ন করে। আর এই তাপ উৎপন্ন করে সি.পি.ইউ এবং জি.পি.ইউ। তাই কম্পিউটারের যেই প্রসেস বেশি সি.পি.ইউ বা জি.পি.ইউ ব্যবহার করেছে সেগুলো বন্ধ করলেও সি.পি.ইউ এর ব্যবহার কমে যাবে এবং তাপ উৎপাদন কমে যাবে। এবং ফ্যানও কম গতিতে ঘুরবে। এবং শব্দ কম উৎপন্ন হবে।

উইন্ডোজ এর টাস্ক ম্যানেজার ব্যবহার করে আমরা যেকোনো টাস্ক কে বন্ধ করে দিতে পারি। এবং এটি করা খুব সহজ। এর জন্য প্রথমে আপনাকে টাস্ক বারে রাইট ক্লিক করে টাস্ক ম্যানেজার নামক অপশনটিতে ক্লিক করতে হবে। এবং এতে টাস্ক ম্যানেজার ওপেন হবে। এবং তারপর যেই প্রসেস বেশি সি.পি.ইউ  ব্যবহার করছে সেটি কে সিলেক্ট করে নিচের “End Task” অপশনটিতে ক্লিক করলেই টাস্ক বন্ধ হয়ে যাবে। তবে কম্পিউটার এ গুরুত্বপূর্ণ কাজ করার সময় টাস্ক না কাটাই ভাল। কারণ এতে আপনার কাজ বন্ধ হয়ে যেতে পারে।

এছাড়াও ম্যাক এ “Activity Monitor” ব্যবহার করে টাস্ক বন্ধ করা যায়। এবং লিনাক্স ইউজার রা কমান্ড লাইন ব্যবহার করে একি কাজ করতে পারেন। তবে অনেকসময় দেখা যায় কম্পিউটার অন করতেই যদি কম্পিউটার জোরে শব্দ করা শুরু করে তখন বুঝতে হবে কম্পিউটার ওপেন হবার সাথে সাথে অনেক বেশি টাস্ক ওপেন হয়ে গেছে। এমন হলে উইন্ডোজ ১০ ইউজার রা টাস্ক ম্যানেজার ব্যবহার করে স্টার্টআপ টাস্ক কেটে দিতে হবে।

ম্যাক এর ফ্যান বেশি শব্দ করলে কি করবেন?

যেসব ম্যাক ইউজার এই সমস্যায় আছেন তারা সিস্টেম ম্যানেজমেন্ট কন্ট্রোলার রিসেট দিয়ে দেখতে পারেন। কারণ এটি সব ধরনের ফান এর স্পিড নিয়ন্ত্রন করে। এবং পিসিকে মনিটর ক্রে। এছাড়াও PRAM রিসেট দিয়ে অনেক অনেক সময় সুবিধা পাওয়া যায়।

ল্যাপটপ এর জন্য এক্সটারনাল কুলার

যারা বিছানায় বা নরম কিছুর উপরে রেখে ল্যাপটপ ব্যবহার করেন তারা ল্যাপটপ কুলার ব্যবহার করতে পারেন। কারণ এই কুলারগুলোতে বড় আকারের ফ্যান লাগানো থাকে এবং এগুলো অনেক সাইলেন্ট। এই কুলারগুলো ব্যবহার করলে ল্যাপটপ যথেষ্ট বাতাস পাবে এবং বিল্ট-ইন ফ্যান কম ঘুরবে। এবং শব্দ কম করবে। এই কুলারগুলোতে এছাড়াও ইউএসবি হাব লাগানো থাকে। তাই আপনি বাড়তি সুবিধা পাবেন।

ল্যাপটপ পরিস্কার করুন

যদি আপনার ল্যাপটপের ফ্যান থেকে খুব বেশি শব্দ আসে তাহলে বুঝতে হবে আপনার প্রসেসর খুব বেশি তাপ উৎপন্ন করছে। তাই আপনার ল্যাপটপ এর প্রসেসর যেন খুব বেশি তাপ উৎপন্ন না করতে পারে সে ব্যাপারে নিশ্চিত হতে হবে। আবার আপনি যদি আপনার ল্যাপটপ দিয়ে ভারি কাজ করেন তাহলে ল্যাপটপ তাপ উৎপন্ন করবেই। তবে অনেক সময় ল্যাপটপ অতিরিক্ত তাপ উৎপন্ন করে। এর কারণ ল্যাপটপে যথেষ্ট বাতাসের প্রবাহ নেই। তাই ল্যাপটপ পরিস্কার করতে হবে। এই কাজ আপনি নিজেও করতে পারেন। তবে সার্ভিস সেন্টারে নিয়ে গেলে ভাল হবে।

তবে আপনার ল্যাপটপের যদি ওয়ারেন্টি থাকে তবে ল্যাপটপ খুলে পরিস্কার করতে গেলে আপনার ল্যাপটপের ওয়ারেন্টি চলে যাবে। তাই ল্যাপটপের ওয়ারেন্টি থাকলে ল্যাপটপ না খুলে বাইরে থেকে পরিস্কার করতে হবে। আর সবচেয়ে ভাল হয় বাতাস দিয়ে পরিস্কার করা গেলে।

সফটওয়্যার ব্যবহার করে ফান এর স্পিড কমিয়ে ফেলুন

বেশিরভাগ ল্যাপটপে সফটওয়্যার এর মাধ্যমে ফান এর স্পিড কমিয়ে ফেলা যায়। এবং এই কাজটি করার জন্য অনেক সফটওয়্যার আছে যেগুলো ইন্টারনেটে পাওয়া যায়। তবে একটা কথা অবশ্যই মাথায় রাখতে হবে সেটি হল ল্যাপটপ এর ফান যখন পূর্ণ গতিতে চলছে তার মানে ল্যাপটপ অনেক বেশি উত্তপ্ত, এই অবস্থায় আমরা যদি ল্যাপটপ এর ফ্যান এর স্পিড কমিয়ে দেই তাহলে ল্যাপটপ আরো বেশি উত্তপ্ত হয়ে পর্বে।

শব্দ হয়ত কমবে কিন্তু ল্যাপটপ এর ক্ষতি হবে। কারণ ল্যাপটপ যত ঠাণ্ডা রাখা যাবে ল্যাপটপ তত বেশিদিন টিকবে। তাই সফটওয়্যার ব্যবহার করে ফান এর স্পিড না কমানই ভাল। উইন্ডোজ ইউজার দেড় জন্য এরকম একটি সফটওয়্যার হল স্পিডফ্যান। এটি দিয়ে খুব সহজেই বিল্ট-ইন ফ্যান কন্ট্রোল করা যায়।

সফটওয়্যারটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

তারপরেও সমস্যার সমাধান হচ্ছে না?

উপরের সবগুলো পদ্ধতি অনুসরণ করার পরও যদি আপনার ল্যাপটপ এর ফান পূর্ণ গতিতে জেট ইঞ্জিন এর মত শব্দ করে চলতে থাকে তাহলে দেরি না করে কম্পিউটার সার্ভিসিং সেন্টারে নিয়ে যান। কারণ এটি হার্ডওয়ারে সমস্যার কারণে হতে পারে। তাই যদি আপনাকে মাদারবোর্ড পরিবর্তন করতে বলে তাহলে আপনার নতুন কম্পিউটার কিনে নেয়াই ভাল। কারণ ল্যাপটপ এর মাদারবোর্ড এর ভিতরেই সব থাকে এবং এর দামই সবচেয়ে।

তবে আপনি যদি ল্যাপটপ এর শব্দ খুব বেশি অপছন্দ করেন তাহলে আপনি স্লিম ডিজাইন এর ল্যাপটপ কিনতে পারেন। এবং মেটাল বডি দেখে ল্যাপটপ কিনতে পারেন। কারণ মেটাল বডিতে তাপ বেশি ট্রান্সফার হয়।

শেষ কথা

ল্যাপটপ কেনার সময় অবশ্যই ল্যাপটপ এর কুলার সম্পর্কে জেনে নিবেন। এবং দেখে নিবেন যে ল্যাপটপে যথেষ্ট পরিমাণ ভেন্ট আছে কিনা। অর্থাৎ ল্যাপটপ এর ভিতরে ঠিকমত বাতাস চলাচল করতে পারে কিনা। আর ল্যাপটপ চালানোর সময় অবশ্যই শক্ত কিছুর উপর রেখে চালাবেন। এবং খেলা রাখবেন ল্যাপটপ এর নিছে যেন ফাকা থাকে। সবচেয়ে ভাল হয় টেবিল এর উপরে রেখে ল্যাপটপ চালালে।

টিউনটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। টিউনটি কেমন লাগলো তা অবশ্যই টিউমেন্ট করে জানাবেন। সবাই ভাল থাকবেন। সুস্থ থাকবেন।

Level 2

আমি আশরাফুল ফিরোজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 77 টি টিউন ও 35 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 6 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস