উবুন্টু 12.04 LTS এ ব্রাইটনেস সমস্যার সমাধান!

ঊবুন্টুর সর্বশেষ রিলিজ ১২.০৪ এল টি এস এর একটি সমস্যা হল এতে আপনার ল্যাপটপের ব্রাইটনেস আপনি যতই সেট করুন না কেন, পিসি রিস্টার্ট করলে আবার ব্রাইটনেস ফুল হয়ে স্টার্ট হয়।

আসলে এটা করা হয়েছে বিভিন্ন মনিটরের কম্প্যাটিবিলিটি ঠিক রাখার জন্য। এটা খুব সহজেই সমাধান করা যায়। প্রথমে টারমিনাল খুলুন বা alt+ctrl+T চাপুন।

এবার নিচের কমান্ড দিনঃ

sudo su -c 'echo 5 > /sys/class/backlight/acpi_video0/brightness'

যদি কমান্ড রান করে তাহলে ৫ এর জাগায় ১,২ ইত্যাদি দিয়ে চেস্টা করে দেখুন ব্রাইটনেস কমে বা বাড়ে কি না। যদি কাজ করে তাহলে এই কমান্ডটিকে আমাদের বুট এর সময় এক্সিকিঊট করাতে হবে তার জন্য rc.local ফাইলকে এডিট করতে হবে, তার জন্য নিচের কমান্ডটি টারমিনালে পেস্ট করুনঃ

gksu gedit /etc/rc.local

একটি ফাইল ওপেন হবে। এতে "exit 0" লেখাটির আগে নিচের লাইনটি যোগ করে দিনঃ

echo 5 > /sys/class/backlight/acpi_video0/brightness

এখানে 5 এর জায়গায় আপনার প্রয়োজনীয় ব্রাইটনেস লেভেল লিখুন। সেভ করুন। এবার আপনার পিসি রিস্টার্ট দিন। আশা করি এবার আর ব্রাইটনেস ফুল হচ্ছে না। শুভ রাত্রি।

Level 0

আমি সাজ্জাদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 10 টি টিউন ও 139 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

Freedom does matter...... I believe in freedom thats why I use LINUX. Are you?


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

nice post about opensource