উবুন্টু ১৬.০৪ রিভিউঃ আধুনিক সিস্টেম ব্যাকএন্ড ও আপডেটেড ইউনিটি ডেস্কটপ।

শিরনাম দেখেই বুঝতে পারছেন আমি উবুন্টুর লেটেস্ট রিলিজ নিয়ে টিউন করছি। ২ বছর পর পর ক্যানোনিক্যাল ইনকর্পোরেটেড তাদের Long Term Support রিলিজ বের করে। ভার্সন 16.04 এমনি একটি ভার্সন।

 

সিস্টেম ব্যাকএন্ডে উন্নতি

  • উবুন্টু ১৬.০৪ এ লিনাক্স ৪.৪ ব্যবহার করা হয়েছে। লিনাক্স ৪+ এ আছে রিস্টার্টলেস আপডেট ও উন্নত TCP সার্ভার সাপোর্ট। আপনি এখন রিস্টার্ট ছাড়াই মেশিন মাসের পর মাস চালাতে পারবেন।
  • সিস্টেমডি (systemd) সন্নিবেশ করা আছে। সার্ভার/ডেস্কটপ বুট হবে দ্রুত!
  • সর্বশেষ প্রোগ্রাম প্যাকেজ যেমন apt, snappy ইত্যাদি।
  • আপডেটেড ড্রাইভার।

হালনাগাদকৃত সফটওয়্যার

  • Unity 7.4.0
  • Libre Office 5
  • Python 3.5
  • Golang toolchain 1.6
  • OpenSSH 7.6p2
  • lxd 2.0

Screenshot from 2016 04 20 17 19 17

উবুন্টুতে ফায়ারফক্স

Screenshot from 2016 04 20 17 20 22

ড্যাশবোর্ড

Screenshot from 2016 04 20 17 20 56

ফাইল ম্যানাজার Nautilus

Screenshot from 2016 04 20 17 35 46

উবুন্টু সফটওয়্যার সেন্টার বাদ দিয়ে জিনোম স্টোর

Screenshot from 2016 04 20 17 36 02

উবুন্টু সফটওয়্যার সেন্টার বাদ দিয়ে জিনোম স্টোর

Screenshot from 2016 04 20 17 40 00

System Testing অ্যাপ

Screenshot from 2016 04 20 17 40 47

System Testing অ্যাপ

Screenshot from 2016 04 20 17 52 52

System Testing অ্যাপ

Screenshot from 2016 04 20 17 54 06

ব্রাউজার অ্যাপ

Screenshot from 2016 04 20 17 54 52

ক্যালকুলেটর অ্যাপ

Screenshot from 2016 04 20 17 56 33

Rythombox মিউজিক অ্যাপ

Screenshot from 2016 04 20 17 57 49

ডিটেইলস এর স্কীণশট

Screenshot from 2016 04 20 17 59 42

Libre Office 5

নোট

উবুন্টু ১৬.০৪ এখনও বিটা। এই মাসের শেষের দিকে ফাইনাল রিলিজ আসবে। তাই বাগের সংখ্যা বেশি থাকতে পারে।

রিলিজ নোট

এখানে

আমার অভিজ্ঞতা

আমি ১৪.০৪ থেকে ১৬.০৪ এ উপগ্রেড করেছি। যাই হোক, সব উবুন্টু ভার্সন দেখতে প্রায় একই রকম। শুধু বর্তমান প্যাকেজগুলো আপডেট করে দেয়।  আর কিছু নতুন সফটওয়্যার প্যাকেজ।

উবুন্টু ডিস্ট্রোতে দিনকে দিন ব্যযাবহারের জন্য প্রয়োজনীয় প্যাকেজ সন্নিবেশ করা থাকে। যেমনঃ অফিস সফটওয়্যারঃ লিব্রে অফিস, ডকুমেন্ট ভিউয়ার আছে।

টরেন্ট সফটওয়্যার ট্রান্সমিশন আছে। এছাড়াও নিজের ফোটো তুলতে আছে চীজ নামে ক্যামেরা অ্যাপ। ফাইল ম্যানেজার nautilus চমৎকার। ইমেইলের জন্য আছে থান্ডারবার্ড। ডিফল্ট ব্রাউজার ফায়ারফক্স। ভিডিও প্লেয়ার, মিউজিক প্লেয়ার ইন্সটল করা।

যদি কোডেক ইন্সটল করতে ছান তবে অনলাইনে এসে টার্মিনালে টাইপ করুনঃ

sudo apt install ubuntu-restricted-extras

প্রশ্ন থাকলে টিউমেন্ট করুন। 🙂

Level 2

আমি নাহিন আকবার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 7 টি টিউন ও 197 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি যা জানি শেয়ার করার চেষ্টা করবো।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাল লেখা। ধন্যবাদ।
আমার দুটি প্রশ্ন-(যদি আপনি লিনাক্স সম্পর্কে মোটামুটি ভালো বোঝেন)
যদি এই দুটির উত্তর পেয়ে যাই তবে আর লিনাক্স ব্যাবহারে আমার আর কোন প্রবলেম নেই।
১* আমি লিনাক্সে কোন ভাবেই বাংলা লেখা আনতে পারিনি। বিশেষ করে বিজয় বা অভ্র। এটা আমার অপারগতা।
২* কোন সাইট থেকে সফটওয়্যার নামিয়ে আজ পর্যন্ত কিভাবে ইন্সটল করে সেটা বুঝিনি (টার্মিনাল সিস্টেম ছাড়া)
অফ টপিক ঃ openSUSE-Leap-42.1 কিভাবে ইন্সটল দিব বা এটা সম্পর্কে আপনার কমেন্ট কি? (এটা নরমালি ইন্সটল হয়না অন্য গুলর মত আর ইউটিউবে এটার লেটেস্ট ভারসন কিভাবে ইন্সটল করে এমন কোন ভিডিও ও পাইনি।

যেহেতু কমেন্ট করে এর ডিটেইল বলা অনেক কষ্ট সাপেক্ষ তাই আমার ফেসবুকে দয়া করে আপনার নাম্বারটা দিলে খুব উপকার হয়। জাস্ট কমেন্টে টেক্টিউন শব্দটা লিখে দিলেই আমি বুঝবো।

দেখেন আমার এই উপকার করতে পারেন কিনা … চুরি করে আর দরজা ব্যাবহার করতে ভালো লাগে না ।। বিবেকে বাধা দেয়। আপনাকে আবার ধন্যবাদ

আমার ফেসবুক [email protected] বা abdullah ether khan

ভাইয়া গুগল প্লাসে কন্টাক্ট করতে পারিনি… সবচেয়ে ভালো হয় আপনার নাম্বারটা আমাকে ফেসবুকে মেসেজ করে দিন । যদি আপনি লিনাক্স সম্পর্কে মোটামুটি ভালো বোঝেন

Level 0

আপনার মোবাইল ফোন নম্বর টা দেয়া যাবে ? লিনাক্স বিষয়ে জরুরী দরকার ছিল ।