লিনাক্সে আসবেন? নতুন অপারেটিং সিস্টেম শুরুর ঝামেলা সম্পর্কে অবগত আছেন তো?

লিনাক্সে মাইগ্রেট করতে চান? আজকাল লিনাক্স খুবই
সহজবোধ্য গ্রাফিক্যাল ইন্টারফেইসে আমারদের সামনে তার মুক্ত দুনিয়ার আহবানের বানী
পৌছে দিচ্ছে। অনেকেই খুব আগ্রহী হয়ে লিনাক্সে মাইগ্রেট করতে চাচ্ছেন। বেশিরভাগ
ইউজারই উইন্ডোজ থেকে ক্র্যাক, সিরিয়াল, ট্রায়াল ভার্সন আর ভাইরাসের যন্ত্রনায় লিনাক্সের
পথে পা বাড়ান। এতে করে ২টি ঘটনা ঘটে থাকেঃ

১. লিনাক্সের মুক্ত দুনিয়ায় আপনার শুভাগমন ঘটে ও
লিনাক্স ফ্যান একজন বৃদ্ধি পায়।

অথবা,

২. লিনাক্সে এসে সবকিছু উইন্ডোজ-এর সাথে মেলাতে
গিয়ে না পেয়ে হতাশ হয়ে লিনাক্স চিরদিনের জন্য বিদায় করে দেয়া।

আগে দেখা যাক লিনাক্স কি?

-লিনাক্স হল একটা অপারেটিং সিস্টেমের মূল ভিত্তি
কার্নেল। এর উপর ভিত্তি করে অপারেটিং সিস্টেম তৈরি করা হয়।

লিনাক্স ভিত্তিক কি কি অপারেটিং সিস্টেম আছে?

-অসংখ্য। শতশত অপারেটিং সিস্টেম লিনাক্সের উপর
ভিত্তি করে তৈরি করা হয়েছে।

কয়েকটি জনপ্রিয় লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেমের
নাম কি?

- উবুন্টু

- লিনাক্স মিন্ট

- ওপেন স্যুয

- ফেডোরা

- রেড হ্যাট, ইত্যাদি।

এদের মধ্যে সাধারন ইউজারদের ব্যবহার উপযোগি কোনটি?

লিনাক্স মিন্ট, উবুন্টু ইত্যাদি।

কিভাবে লিনাক্সে আসার প্রস্তুতি নেবেন?

প্রথমেই মনে রাখবেন লিনাক্স কিন্তু উইন্ডোজ বা
ম্যাক বা অন্য কোন অপারেটিং সিস্টেম নয়। সুতরাং লিনাক্স ইন্সটলের পরেই রিফ্রেস দিতে
যাবেন না। মনে রাখতে হবে যে লিনাক্সের সফটওয়্যার সম্ভার বিশাল। কিন্তু আপনি যদি
বসে বসে প্রথমেই উইন্ডোজ-এর সফটওয়্যার খোঁজা শুরু করেন আপনাকে হতাশই হতে হবে।
কেননা লিনাক্সে windows media player নেই, নেই winamp,
নেই real player, কিংবা নেই cyberlink power dvd ইত্যাদি
সফটওয়্যার। বরং লিনাক্সে আছে VLC player, Banshee’র মত উচ্চমানের মিডিয়া প্লেয়ার।

কি? নাক সিটকানো শুরু হয়ে গেছে? তাহলে মনে করিয়ে
দেয়া ভাল বাংলাদেশের ৯০% সফটওয়্যার, নির্মাতাকে ফুটো পয়সা না দিয়েই আরামে ব্যবহার
করা হয়ে থাকে। আপনি নিজে সারাজীবন Cyberlink Power DVD চালিয়েছেন,
কিন্তু ভেবে দেখুন এটি কিনে ব্যবহার করার মত আপনার সামর্থ্য বা ইচ্ছা কোনটাই আছে
কি না।

সুতরাং লিনাক্সে আসার আগে মনে করবেন সেই সময়ে ফিরে
গেছেন, যখন কম্পিউটারের কিছুই জানতেন না। ব্যাসিক ব্যাপার স্যাপার লিনাক্সই বলুন
উইন্ডোজই বলুন সবখানেই এক। যেমনঃ Double click করে ফোল্ডার
খুলতে হয়, ফাইল রান করতে হয়, সিঙ্গেল ক্লিকে সিলেক্ট(চেঞ্জ করা যায়)।

লিনাক্সে আসার আগে তাই প্রথমেই এই প্রস্তুতিগুলো নিয়ে
রাখুনঃ

১. আপনার পিসিতে প্রায় ১০-২০ গিগাবাইট ফ্রি
স্পেসযুক্ত আলাদা একটি ড্রাইভ। উইন্ডোজ পুরোপুরি বাদ দিয়ে দিলে আপনার সি ড্রাইভই
যথেষ্ট। উবুন্টু সাধারনত ৫ গিগার মত জায়গা নেয়। ১০-২০ গিগা বলার কারন বাকি
স্পেসগুলো হল আলাদা প্রোগ্রাম ইন্সটলের জায়গা ও অপারেটিং সিস্টেমের সাবলীল চলার
কাজে সাহায্য করার জন্য রেখে দেয়া ভাল।

২. প্রথমে আপনার পছন্দের উইন্ডোজ সফটওয়ারের একটা
লিস্ট করুন। লিনাক্সে এর অনেকগুলোই পাবেন। সার্চ দিয়ে দিয়ে ডাউনলোড করে ফেলতে
পারবেন।

৩. ইন্টারনেট ছাড়া উবুন্টু প্রায় প্রাণহীন।
অর্থাৎ, আপনার অবশ্যই ইন্টারনেট সংযোগ থাকতে হবে। না থাকলে উবুন্টু চালানো যাবে না
এমন নয়, তবে দরকারি সফটওয়্যার সব নেট থেকেই ডাউনলোড করতে হয় বলে আপনার অসুবিধা
হবে।

৪. যদি ইন্টারনেট না-ই থাকে তাহলে অবশ্যই লিনাক্স
মিন্ট ব্যবহার করুন। লিনাক্স মিন্টে আপনার প্রায় সকল প্রকার মিডিয়া ফাইল(ছবি, গান,
মুভি, ডিভিডি) চালানোর কোডেক দেয়াই থাকে। ফলে পরে আর মিডিয়া ফাইল চালাতে সমস্যা
হবে না।

৫. উবুন্টু/লিনাক্স মিন্ট ইত্যাদি প্রায় সব রকম
মোবাইলের মডেম অটোমেটিক ইন্সটল করে ফেলে, আপনাকে শুধু দেখাতে হবে আপনি কোন মোবাইল
অপারেটর ব্যবহার করেন। লিস্ট আসবে আপনি শুধুমাত্র জিপি/রবি/এয়ারটেল ইত্যাদি
সিলেক্ট করে দেবেন। দেখবেন পরের বার থেকে আপনার মোবাইল লাগানোর সাথে সাথেই
কানেক্টেড। জিপিআরএস/এজ/থ্রিজি মডেমের ক্ষেত্রেও একই পদ্ধতি।

৬. তবে, ওয়াইম্যাক্স কোম্পানিগুলোর বর্তমান
বাজারে(আজ তারিখ 19-Jun-11) থাকা USB DONGLE MODEM গুলো
লিনাক্সের জন্য ড্রাইভার বানায় না। লিনাক্স উপযোগি মডেম ছাড়ে না বলে এগুলো লিনাক্স
সাপোর্ট করে না। তবে, বড় গিগাসেট মডেম, যেগুলো ল্যান পোর্টে কানেক্ট করতে
হয়,তা লিনাক্সে আরামে ব্যবহার করা যায়।

৭. গেমস খেলা যাদের নেশা তারা লিনাক্স থেকে দূরে
থাকুন, লিনাক্সের সকল সফটওয়্যার ফ্রি থাকবে এটাই লিনাক্সের মটো। তাই গেমস
কোম্পানিগুলো লিনাক্সে তাদের বানিজ্যিক সফটওয়্যার ছাড়ে না, কেননা মাগনা দিলে তাদের
না আর্থিক ক্ষতি হবে কারন তাদের নিজেদের খরচ চালাতে হয়, প্রোগ্রামারদের বেতন দিতে
হয়, ট্যাক্স দিতে হয়, নানান খরচ পোহাতে হয়।

৮. একই কথা সফটওয়ারের জন্যেও প্রযোজ্য।

৯. লিনাক্সের সফটওয়্যার এর সেটাপ ফাইল ব্যাকআপ করে
রাখতে পারবেন না যেমনটা উইন্ডোজ-এ করেন। অর্থাৎ সেটাপ ফাইল রেখে দিলেন আর দু’দিন পরপর
উইন্ডোজ ভাইরাসে খাবে আর আপনি বার বার সিস্টেম সেটাপ দিয়ে বসে বসে হার্ডডিস্ক কপি
থেকে সফটওয়্যারগুলো ইন্সটল করে নেবেন তা হবে না। লিনাক্স সবসময় লেটেস্ট এডিশনের
সফটওয়্যার ব্যবহারে বিশ্বাসী। লিনাক্সে সফটওয়্যার হার্ডডিস্কে ব্যাপআপ রাখা যায় না
এমন না, তবে সেটা নতুন ব্যবহারকারীর বিরক্তি উৎপাদন করতে পারে। একটু খাঁটুনির
প্রয়োজন হয়।

১০. এক কোডেক বার বার ইন্সটল করে জায়গার অপচয় করায়
লিনাক্স বিশ্বাস করে না। তাই দরকারি সবকিছুই নেট থেকে ডাউনলোডের জন্য রাখা হয়েছে। ধরুন
আপনি VLC player ইন্সটল করলেন, এবার আপনি SM player ডাউনলোড
করতে যাচ্ছেন, তখন দেখবেন VLC’র যে যে কোডেকগুলো SM player
ও ব্যবহার করে সেগুলোবাদ দিয়ে ডাউনলোড হচ্ছে। ফলে জায়গার অপচয় রোধ হচ্ছে। উইন্ডোজে যদি দশ রকমের মিডিয়া প্লেয়ার ইন্সটল করেন mkv
ফাইল রান করতে, দশ বার ঐ একই ড্রাইভার ইন্সটল হবে, কেউ কারোটা শেয়ার করতে
পারে না।

১১. মনে রাখবেন, AutoCAD এর কোন
সম্পূর্ণ সাবস্টিটিউট (substitute) লিনাক্সে
এখনো তৈরি হয় নি। তবে যেভাবে লিনাক্স এগিয়ে যাচ্ছে, অচিরেই হয়ে যাবে।

১২. লিনাক্সে উইন্ডোজের যে যে সফটওয়্যারগুলো স্বাভাবিক
উপায়ে
চালাতে পারবেন না তা হলঃ

-মাইক্রোসফট অফিস,ভিজুয়াল বেসিক, উইন্ডোজ মিডিয়া
প্লেয়ার, উইন্ডোজ মুভি মেকার ইত্যাদি মাইক্রোসফটের তৈরি করা সফটওয়্যার

-পাওয়ার ডিভিডি, রিয়েল প্লেয়ার, কুইক টাইম
প্লেয়ার, মিউ-টরেন্ট, ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার (IDM),
যে কোন উইন্ডোজ এন্টিভাইরাস, নিরো বার্নিং রম, অ্যাশাম্পু সিডি বার্নার, ACD
SEE ফটো ম্যানেজার, এডোবি ফটোশপ, এডবি ক্রিয়েটিভ স্যুট মাস্টার কালেকশন্স
(ফটোশপ, ইলাস্ট্রেটর, ইন-ডিজাইন, ফ্লাস ক্যাটালিস্ট/প্রফেশনাল/বিল্ডার,
ড্রিমওয়েভার, প্রিমিয়ার, আফটার ইফেক্টস, ব্রিজ, মিডিয়া এনকোডার, এন কোর, অন-লোকেশন),
নোটপ্যাড++, টেরা কপি, সিস্টেম কেয়ার অফ পিসি, সিক্লিনার, WinRAR
ইত্যাদি সহ প্রায় সব পেইড সফটওয়্যার।

ভাবছেন সবই তো বাদ, আছেটা কি?? প্রায় সবগুলোরই
লিনাক্স সাবস্টিটিউট আছে। পরের পর্বে সেটা নিয়ে লিখব।

এবার জানলেন লিনাক্সে আসতে হলে কি কি জিনিসের মায়া
ত্যাগ করতে হবে।

ভাল থাকুন।

Powered by ScribeFire.

Level 2

আমি দিহান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 66 টি টিউন ও 2202 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

পড়াশোনা করছি MBBS ৩য় বর্ষ। স্বপ্ন টেকনলজি জগতেই ডুবে থাকব।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

    আচ্ছা সামুর পোস্টটাও কি আপনার?

    Level New

    আমি http://www.ubuntu.com থেকে ubuntu 11.04,ubuntu 10.04,Xubuntu 11.04 download করেছি।পরপর সব try করছি ।কোনটাই setup হচ্ছে না।আমি Universal-USB-Installer-1.8.5.7 দিয়ে ৮জিবি pendrive এ boot করছিলাম।setup হচ্ছে না।CD তে write করছি।setup হচ্ছে না।setup এর শেষ সময় COMPUTER হ্যাং হচ্ছে । http://www.ubuntu.com এ যেভাবে বলা হয়েছে সেভাবেই করেছি।setup হইনি।সরাসরি internet থেকে setup দিয়েছি।কাজ হইনি।MY COMPUTER PROCESSOR :CORE i5,RAM:4GB,WINDOWS 7,INTERNET SPEED:512 KBPS DOWNLOAD SPEED 68KBPS,HDD:500 GB.DRIVE C=53GB FREE 13 GB,D=136 FREE 41GB,E=138GB FREE 103 GB,F=136GB FREE 29GB.WIN 7 INSTALLED IN DRIVE C.PLEASE HELP ME SOMEONE TO SETUP UBUNTU PLEASE.My facebook email [email protected],user name S.m.al-razi.

    smal razi ভাই সহজ করে বলেন কি সমস্যা?

চমৎকার পোস্ট!!! 🙂 লিনাক্স এ যেতে আগ্রহী যারা তাদের খুব উপকারে আসবে তথ্য গুলো।
ভাই একটি আর্জি আছে যদি একটি পোস্ট করতেন লিনাক্সে ব্যবহৃত প্রয়োজনীয় সফটওয়ার গুলো নিয়ে, তাহলে খুব উপকৃত হতাম।
অবশেষে আবার ও ধন্যবাদ জানাই আপনাকে।

আমি মনে করি লিনাক্স নিয়ে আপনি চেইন টিউন চালু করলে ভাল হবে। 🙂 😀

Level 0

ধন্যবাদ। অনেক প্রশ্নের উত্তর পেলাম, অনেক অন্ধকার দুর হয়ে গেল।

Level 0

অনেক ধন্যবাদ। অনেক দরকারি তথ্য দেয়ার জন্য।

আপনার তথ্য গুলো আনেক কাজে লাগবে। দোয়া করবেন, আমিও ইনশাআল্লাহ সাত দিনের মধ্যে লিনাক্স পরিবারের সদস্য হতে যাচ্ছি। চমৎকার টিউন এর জন্য ধন্যবাদ।

    অনেক ধন্যবাদ। নিনাক্সের সাথে এগিয়ে যাবার ইচ্ছের জন্য শুভেচ্ছা রইল।

নতুন যারা লিনাক্সে প্রবেশের কথা ভাবছে তাদের জন্য অনেক তথ্যবহুল একটি টিউন।ধন্যবাদ কষ্ট করে লেখার জন্য।

Level 0

nero, rar, real player, u-torrent এর লিনাক্স ভার্সন আছে।

নাহিদ ভাই হল আমার লিনাক্স গুরু। ব্লগ , বই আর সংবাদপত্র তে যখন লিনাক্স এর কথা শুনলাম তখন খুব ইচ্ছা হত একবার দেখি ক্যামন। তারপর টেক টিউন এ কিছু লেখা পড়া ।অনেক খুঁজি কিন্তু কোথাও উবুন্টু এর সিডি পাইনা। আর সেই আমলে ইন্টারনেট এর স্পীড ও কম ছিল।৭০০ মেগা ডাউনলোড করার কথা কল্পনা করা যাইত না।তারপর তানিম ভাই ,নাহিদ ভাই ,জামাল ভাই দের সাথে পরিচয়। নাহিদ ভাই আমার জন্য একটা লিনাক্স মিন্ট ডিভিডি পাঠিয়ে দেন এস এ পরিবহন এ। শুরু হয় লিনাক্স এর দুনিয়ায় আমার পথ চলা।ওই এক ডিভিডি দিয়ে কম পক্ষে ৯ জনের পিসি তে আমি লিনাক্স ইন্সটল করে দিছি।পরে ওই ডিভিডি কপি করে দিছি আরও ৪ জনকে। শুরুতে উবি দিয়ে চালালেও এখন ডুয়েল বুট করে পৃথক ড্রাইভ এ লিনাক্স চালাই। উইন্ডোজ আছে শুধু ছোট ভাই হার্ডকোর গেমার তাই। যদিও আমি লিনাক্স মিন্ট পছন্দ করি কিন্তু উবুন্টুও চালাই মাঝে মাঝে।নতুন কোন ভার্সন আসলেই সোজা ডাউনলোড ।এখন আছি লিনাক্স মিন্ট ১১ তে। উবুন্টু ১১ তে আমার কিছু সমস্যা ছিল তাই মিন্ট এই ভাল আছি ।শুধু লিনাক্স এর জন্য বাংলা লায়ন এর বড় ওয়াইফাই রাউটার নিছি।আমি লিনাক্স এ সুখে আছি। থাঙ্কস টু নাহিদ ভাই সব সময় সাহায্য করার জন্য আর আপনার অন্য সব লেখার মত এইতাও অসাধারণ হইছে। আমি ক্যান লিখতে পারি না এই রকম 🙁

    লিনাক্স নিয়ে আপনার আগ্রহ ও পরিশ্রম অবশ্যই প্রশংসনীয়। এখানে যারা লিনাক্স-এ মডেম জটিলতার কারনে আসতে পারছেন না, তাদের জন্য রয়েছে শিক্ষা। আপনি লিনাক্সে থাকার জন্য গিগাসেট মডেম নিয়েছেন কিছু টাকা বেশি খরচ করে, তা অবশ্যই শিক্ষনীয়।

ইচ্ছা থাকলেও লিনাক্স এ যেতে পারছি না । তার একটাই কারণ USB DONGLE MODEM

as usual ভাল লিখছেন

লিনাক্সের DVD কোথায় পাব? ডুয়েল বুট দিয়েই শুরু করব, ফেইসবুকের কোন গ্রুপ আছে?

ধন্যবাদ

প্রথমে হাফ সেঞ্চুরির জন্য অভিনন্দন।
লিনাক্স নিয়ে আপনি খুব ভালো লিখছেন।
চালিয়ে যান। ধন্যবাদ আপনাকে।
আপনার জন্য শুভ কামনা দিহান ভাই।

Level 0

অসংখ্য ধন্যবাদ সময়োপযোগী গুরুত্তপূর্ণ বিষয়ে আলোচনা উপহার দেয়ায়। পরবর্তী পর্বের অপেক্ষায় রইলাম।
বহুল ব্যহৃত বিভিন্ন file compressors/extractors, pdf creators, pdf readers, desktop messengers for chatting (including video), proxy managers, mobile connectivity and applications, hardware drivers (including laptop drivers) প্রভৃতি'র লিনাক্স বিকল্প/compatibility অন্তর্ভুক্ত করলে লিনাক্স-অনভিজ্ঞ আগ্রহী পাঠককুল উপকৃত হবেন বলে মনে করি।

Level 0

ভাই, মজা লাগল। ধন্যবাদ।

খুব ভালো লাগলো। পরের পর্ব চাই যত তারাতারি সম্ভব। ভালো থাকবেন।

আমি যাচ্ছি লিনাক্সের উপর একটা ওয়ার্কশপ করতে 🙂
ধন্যবাদ সুন্দর টিউনের জন্য।

    ঢাকায় থাকি না বলে অনেক কিছু মিস করি। আমাকে জানাবেন কি কি করলেন।

Level 0

খুব ই সুন্দর টিউন. অনেক ভালো লাগলো… লিনাক্স নিয়ে চেইন টিউন করুন.

    ধন্যবাদ।
    —চেইন টিউন প্রসঙ্গেঃ একটা পুরো অপারেটিং সিস্টেম নিয়ে চেইন টিউন করা সহজ কথা নয়। তবে সেই লক্ষ্যে ধীরে ধীরে এগুচ্ছি। আমি এখনো নভিস। একজন গীক নই, ফ্যান বলতে পারেন। তাই হঠাৎই ঝাপিয়ে পড়া উচিত নয়। ধীরে ধীরে আসছি। ধন্যবাদ।

উবুন্টুতে মাল্টি চ্যানেল সাউন্ড অ্যাকটিভ করার সিস্টেম জানেন কি ??
আমি করেছিলাম , , কিন্তু সব স্পিকারেই একই সাউন্ড আসে .. 🙁

উবুন্টুই ব্যাবহার করতাম ..
এখন শুধুমাত্র মাল্টিচ্যানেল সাউন্ড এর জন্য উইন্ডোজ ব্যাবহার অরতে হয় .. 🙁

ফটোশপের ভাল কোন অলটারনেট জানেন কি ??
gimp যথেষ্ট না ..

উইন্ডোজ ব্যাবহারের এটাও একটা কারন ..

    উবুন্টুকে একদম নিজের ভাবতে পছন্দ করি। আর নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা। যাহোক, মাল্টি চ্যানেল সাউন্ড ভবিষ্যতে আসবে এই কামনা। আর গিম্পের চেয়ে আরো আপডেটেড কিছু আমি ব্যবহার করি নি। ফটোশপের ১০০% অল্টারনেট পাবেন না বোধ হয়।

    ধন্যবাদ .. 🙂

তবু ও দিহান ভাইয়া আমার আমার মনে হয় কি Linux চালানোর জন্য অসীম ধৈয্যের প্রয়োজন । আমি নিজেও Ubuntu 10.04 ব্যবহার করি এবং আমি আনন্দিত Ubuntu ব্যবহার করে ।

    hmm…আসলেই তাই, যাদের ধৈর্য কম, প্রফেশনাল বা নতুন কিছু শেখার ইচ্ছে নেই, তাদের আসার দরকার নেই।

কয়েকটা কারণের জন্যই লিনাক্সে আসতে চাই না। কারণ এডবি ফটোশপ, আর গেমিং। তাছাড়া গ্রামে তো আর ইন্টানেট কানেকশন সবসময় নিয়ে রেখে খরচ চালানো সম্ভব না 🙁 ।
তবুও নিজের (মানে পারসোনাল) যখন একটা ল্যাপটপ বা পিসি হবে তখন অবশ্যাই ডুয়েল বুটে লিনাক্স ব্যবহার করব।
এখন আপাতত জেনে রাখি।

ধন্যবাদ; খুব সুন্দর উপস্থাপনা।

    aha! সাইফুল ভাই, উবুন্টুই ব্যবহার করতে হবে এমন কথা নেই। আমিও তো এখন বাধ্য হয়ে উইন্ডোজ ৭ এ আছি, নিজের ল্যাপির অপেক্ষায়।

আপনাকে অনেক অনেক ধন্যবাদ। লিনাক্সে কি অন্যান ডিভাইস যেমন ঃ প্রিন্টার,ডিজিটাল ক্যামেরা,ওয়েব ক্যামারা ইতাদ্যি সাথে যে ডাইবার সিডি আছে সেটা ব্যহার করা যাবে।

    লিনাক্সে এগুলোর ড্রাইভার লাগেই না ইন্সটল করা। জাস্ট লাগাবেন আর অটো ইন্সটল হয়ে যাবে।